রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তারিফ হাসান মেহেদী। গত বছর তিনি ক্যান্সারে আক্রান্ত বাবাকে হারান। এর কয়েক মাস পর মারা যান বড় ভাই। এর আগে ২০২২ সালে মস্তিষ্কে রক্তক্ষরণে কথা বলা, চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলেন তাঁর মা। শয্যাশায়ী সেই মা এবার হৃদরোগে আক্রান্ত। তাঁকে বাঁচাতে নিজের শিল্পকর্ম বিক্রির ঘোষণা দিয়েছেন তারিফ। সেই সঙ্গে তিনি সহানুভূতিশীল মানুষদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

তারিফের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার ইসলামপুর গ্রামে। চার ভাই, তিন বোনের মধ্যে তিনি ষষ্ঠ। বাবা বকুল মিয়া ছিলেন মাছ ব্যবসায়ী। গত বছর হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষায় তাঁর শরীরে ক্যান্সার ধরা পড়ে। তখন বাবার চিকিৎসায় অনেক টাকা খরচ হয়ে যায়। ঋণগ্রস্ত হয়ে পড়ে পরিবার। এর কয়েক মাস পর পরিবারের ভরসা হয়ে ওঠা বড় ভাই শাহিন মিয়া হঠাৎ হৃদরোগে মারা যান। এতে আরও বিপর্যস্ত হয়ে পড়ে পরিবারটি। এর মধ্যে তারিফের মা জাহানারা বেগমের (৫৫) হার্টের ৪৩ শতাংশে ব্লক রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এখন চিকিৎসা করানোর মতো টাকা পরিবারটির নেই। এ কারণে নিজের শিল্পকর্ম বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তারিফ।

গত ১৩ এপ্রিল ফেসবুক পোস্টে তিনি শিল্পকর্মের কয়েকটি ছবি দিয়ে লিখেছেন, ‘আজ সকল লজ্জা, ইতস্ততা ভাঙলাম। সারাজীবন মানুষের উপকার করে আজ নিজের উপকারের জন্য আপনাদের কাছে হাত পেতে অনুরোধ করছি। আমার আম্মাকে বাঁচাতে এগিয়ে আসুন।’

তিনি আরও লিখেছেন, ‘বিছানায় শায়িত একটা মানুষকে প্রতিনিয়ত দেখাশোনা করা, চিকিৎসা ব্যয় নির্বাহ করা– এসব করতে করতে আজ আমরা অসহায়। গতকাল (১২ এপ্রিল) আম্মার হার্ট অ্যাটাক করেছে। এখন দ্রুত উন্নত চিকিৎসা করানো দরকার, যার জন্য অনেক অর্থের প্রয়োজন। আম্মাকে বাঁচাতে আপনারা এগিয়ে আসুন। আমার এই শিল্পকর্মগুলো কিনে আমার পাশে থাকুন, আমাকে সহযোগিতা করুন। নির্ধারিত দামের থেকে বেশি দামে কিনতে চাইলেও কিনুন।’

তারিফ পোস্টে উল্লেখ করেছেন, ‘অনেকেই বলছেন, শিল্পকর্ম কেনার সামর্থ্য নেই, কিন্তু পাশে থাকতে চাচ্ছেন। অনেকেই কল ইনবক্স করে বিভিন্ন অ্যাকাউন্ট যুক্ত করতে বলেছেন। আমি সেটা যুক্ত করলাম। প্রয়োজনে: নগদ/বিকাশ– ০১৭৬৫৮৯ ২৩৫৫, রকেট– ০১৭২৬৩৫৯২৩০-৪; সোনালী ব্যাংক অ্যাকাউন্ট নম্বর– ৫৪১২২০১০৩০৪১১, ইসলামী ব্যাংক– ২০৫০৩০১০২০১৭৩৫৮১৬, ডাচ্‌-বাংলা– ৭০১৭৩৪১০০৫০৮২।’

এ বিষয়ে তারিফ হাসান সমকালকে বলেন, ‘শিল্পকর্ম আমার সন্তানের মতো। দীর্ঘদিনের পরিশ্রমে এগুলো তৈরি। আমার কখনোই পরিশ্রমের ফল বিক্রি করার চিন্তা আসেনি। আসলে শিল্পকর্মের কোনো মূল্য হয় না। তবে এখন আমার মায়ের অবস্থা গুরুতর। তাই তাঁকে বাঁচাতে শিল্পকর্ম বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। এগুলো বিক্রি করে মায়ের চিকিৎসা শুরু করতে চাই।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: শ ল পকল শ ল পকর ম ব পর ব র

এছাড়াও পড়ুন:

নিজের সেরা ভার্সন হতে প্রিয়াঙ্কা চোপড়ার পরামর্শ জেনে নিন

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ‘মোটিভেশনাল স্পিকার’ হিসেবেও খ্যাতি অর্জন করেছেন। জীবন সম্পর্কে তার রয়েছে নিজস্ব দর্শন। এই অভিনেত্রী একটি সেমিনারে নিজের সেরা ভার্সন হওয়ার ১২টি উপায় জানিয়ে দিয়েছেন। আপনিও জেনে নিতে পারেন।

১.  নিজেকে জানুন।
২. ভয় দূর করুন।
৩. কখনও মনে করবেন না যে আপনি গন্তব্যে পৌঁছে গেছেন। নতুন সুযোগ খুঁজতে থাকুন।
৪. স্বপ্ন পূরণে প্রতিজ্ঞাবদ্ধ হোন।
৫. আপোষ করবেন না। স্বপ্ন থামিয়ে দেবেন না।
৬.  বার বার ব্যর্থ হওয়ার পরে ফিনিক্স পাখির মতো সামনে তাকান।
৭.  সাহসী হোন এবং ঝুঁকি গ্রহণ করুন।
৮. এমন মানুষদের সঙ্গে চলাফেরা করুন যারা আপনাকে পেছনে টেনে ধরবে না।
৯. সবাইকে সময় দেবেন না।
১০. হাসিখুশি থাকুন।
১১. যারা আপনাকে সাফল্যের পথে এগিয়ে দিয়েছে আপনিও তাদেরকে সাধ্যমত ফিরিয়ে দিন।
১২. যেখান থেকে আপনা যাত্রা শুরু করেছেন অর্থাৎ অতীত ভুলে যাবেন না।

আরো পড়ুন:

ঠোঁটে কালো দাগ হওয়ার কারণ ও প্রতিকার

মন ভালো করার জাপানি উপায় ‘রুইকাতসু’

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ