চট্টগ্রাম নগরীর লালদীঘি মাঠে ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলার ১১৬তম আসর বসবে আগামী ২৫ এপ্রিল বিকেল ৪টায়। প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হবে তিন দিনের বৈশাখী মেলার। বলীখেলা এবং বৈশাখী মেলা আয়োজন নিয়ে গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর পুলিশের সঙ্গে মেলা কমিটির সভায় এসব তথ্য জানানো হয়। 

সভায় জানানো হয়, জব্বারের বলীখেলা চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ বছর ২৪, ২৫ ও ২৬ এপ্রিল বৈশাখী মেলা বসবে। মেলার দ্বিতীয় দিন হবে জব্বারের বলীখেলা। 

এদিকে মেলার সময় জনসাধারণ ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে নগরীর আন্দরকিল্লা থেকে কোর্ট বিল্ডিং পর্যন্ত প্রধান সড়কে মেলার স্টল না বসাতে সভায় পরামর্শ দেওয়া হয়। ঐতিহ্যবাহী এবং আলোচিত এ মেলাকে ঘিরে স্টল বিক্রি, দোকান বিক্রি, দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে বলেও সিদ্ধান্ত হয়। 

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশের ডিসি (দক্ষিণ) মোহাম্মদ আলমগীর হোসেন, এডিসি মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন, এসি কোতোয়ালি মোহাম্মদ মাহফুজুর রহমান, কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আব্দুল করিম, পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল আলম খোরশেদ, মিজানুর রহমান চৌধুরী, রবিউল আলম, মেলা কমিটির সাধারণ সম্পাদক ও প্রয়াত আবদুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল, বলীখেলার প্রধান রেফারি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন বালি প্রমুখ। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ম হ ম মদ

এছাড়াও পড়ুন:

সন্ত্রাসী তকমা থেকে তালেবানকে বাদ

২২ বছর পর আফগানিস্তানের শাসক দল তালেবানের ওপর থেকে সন্ত্রাসী তকমা প্রত্যাহার করল রাশিয়া। এতে আফগানিস্তানের শাসকগোষ্ঠীর সঙ্গে রাশিয়ার স্বাভাবিক সম্পর্কের পথ সুগম হলো।

বৃহস্পতিবার নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে তাদের নাম সরিয়ে নেওয়ার রায় দেন দেশটির সুপ্রিম কোর্ট। চার বছর আগে দ্বিতীয়বার আফগানিস্তানের ক্ষমতা গ্রহণকারী তালেবানকে ২০০৩ সাল থেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করে রাশিয়া।

এতদিন পর্যন্ত গোষ্ঠীটির সদস্যদের সঙ্গে যোগাযোগ করা রাশিয়ার আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ ছিল। গত বছর রাশিয়ার নতুন আইনে, কোনো সংগঠনকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার এখতিয়ার আদালতকে দেওয়া হয়। সম্প্রতি তালেবানের সঙ্গে সম্পর্ক গভীর করেছে মস্কো।

সংগঠনটির প্রতিনিধিরা বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে অংশ নিতে একাধিকবার রাশিয়া সফর করেছেন। তালেবানের অধীনে ২০২৩ সালে আফগানিস্তানে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ করে চীন। এএফপি।

সম্পর্কিত নিবন্ধ