প্রতিহিংসামুক্ত রাজনীতি দিয়েই শুরু হোক ‘নয়া বন্দোবস্ত’
Published: 17th, April 2025 GMT
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে ২০২২ সালের ১২ নভেম্বর সকালে ঢাকা থেকে কুমিল্লায় গ্রামের বাড়িতে গিয়েছিলাম। ভোট শেষে বিকেলে ঢাকায় ফেরার পথে ভাড়া করা গাড়ির মালিক-কাম চালক ভদ্রলোকের সঙ্গে আলাপ জমে ওঠে। তিনি নির্বাচনের শান্ত পরিবেশ দেখে বিস্মিত। তাঁর নিজের এলাকা পিরোজপুরের মঠবাড়িয়া হলে নাকি কয়েক দফা মারামারি হতো, সুষ্ঠু ভোট দূরের কথা।
কথায় কথায় জানালেন, তিনি বিএনপির ইউনিয়ন কমিটির নেতা। ২০০৮ সালের নির্বাচনের পর এলাকায় ‘টিকতে না পেরে’ ঢাকায় চলে এসেছেন। জীবিকা নির্বাহের জন্য নানা ব্যর্থ উপায় শেষে রেন্ট-এ-কার চালাচ্ছেন। জমি বিক্রি করে গাড়িটা কিনেছেন। আলাপের মাঝখানে হঠাৎ বলে বসলেন, ‘আওয়ামী লীগ তো চিরদিন ক্ষমতায় থাকবে না; কখনও না কখনও তাকে যেতে হবে। সেদিন যদি বেঁচে থাকি, কিছু লোককে প্রাণে মারব না, তবে এমন শাস্তি দেব, যাতে আমৃত্যু যন্ত্রণা ভোগ করে।’
সত্যিই আঁতকে উঠলাম। এত জিঘাংসা কেন? বললেন, ‘দেখবেন, কত জায়গায় আওয়ামী লীগারদের স্রেফ পিটিয়ে মেরে ফেলা হবে।’
গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে সরকার পতনের পর ওই ভদ্রলোক এলাকায় ফিরেছেন কিনা, জানি না। ক্ষোভ মিটিয়েছেন কিনা, তাও জানি না। তবে ৫ আগস্টের পর ঢাকাসহ সারাদেশে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে যে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে; অনেককে যেভাবে পিটিয়ে মারা হয়েছে; তাতে ওই বিএনপি নেতার আশঙ্কাই সত্যি হয়েছে।
এই সময়ে বহু স্থানে আওয়ামী লীগ সমর্থকদেরও বাড়িঘরে হামলা চলেছে। রেহাই পায়নি এমনকি ধর্মীয় সংখ্যালঘু বিশেষত হিন্দু সম্প্রদায়ের মানুষ। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা হয় আওয়ামী লীগ করেন অথবা দলটিকে ভোট দেন।
কোনো দলকে সমর্থন করা বা ভোট দেওয়া কীভাবে অপরাধ হয়, আমি জানি না। তবে অন্তর্বর্তী সরকারের কেউ কেউ বলেছেন, এ হলো ‘জনরোষ’, কিংবা ঘটনার প্রাবল্য অস্বীকার করে বলা হয়েছে– ‘নতুন স্বাধীনতা’ উদযাপন করতে গিয়ে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।
সরকার জনরোষ বললেও, বাস্তবে এসব বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর থেকে চলমান প্রতিহিংসাপরায়ণ রাজনীতিরই ধারাবাহিকতা। ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ক্ষমতাসীন আওয়ামী লীগেরই র্যাডিকেল অংশ নিয়ে গঠিত জাসদ ছিল প্রধান বিরোধী দল। তখনও ক্ষমতাসীনদের অভিযোগ ছিল, জাসদ রাষ্ট্রকে অস্থিতিশীল এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছে। আর জাসদের অভিযোগ, ওই অভিযোগ তুলে তৎকালীন সরকার তাদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। পরবর্তী সময়ে জিয়াউর রহমানের শাসনামলেও সরকার ও প্রধান বিরোধী দল পরস্পরের বিরুদ্ধে অনুরূপ অভিযোগ তুলেছে।
১৯৯০ সালে আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন দুই জোট পাঁচ বাম দলকে সঙ্গে নিয়ে যুগপৎ আন্দোলনের মাধ্যমে এইচএম এরশাদের সামরিক শাসনকে উচ্ছেদ করে। এরপর দুই দল মিলে সংসদীয় শাসন পুনঃপ্রবর্তনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথে কার্যত নতুন যাত্রা শুরু হলেও ক্ষমতাসীন ও বিরোধী দলের বিষময় সম্পর্ক এতটুকু বদলায়নি। ১৯৯১ সাল থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি ও আওয়ামী লীগ পালাক্রমে সরকার গঠন করেছে। প্রতিবারই পরস্পরের বিরুদ্ধে ক্ষমতাসীন ও বিরোধী দলের অভিযোগ নতুন মাত্রা পেয়েছে।
২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে বিএনপি-জামায়াত জোট। আওয়ামী লীগের অভিযোগ, দলটির ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধ অনুযায়ী, ‘ওই সময়ে ২৫ হাজারের বেশি আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করেছিল বিএনপি-জামায়াত জোট। পঙ্গু হয় হাজার হাজার নেতাকর্মী; ধর্ষণের শিকার হয় শত শত নারী, এমনকি শিশু।’
অন্যদিকে বিএনপির অভিযোগ, গত ১৫ বছরে আওয়ামী লীগ আমলে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে ১ লাখ ৪২ হাজার ৮২৫টি মামলা হয়েছে। এসব মামলায় আসামির সংখ্যা ৫০ লাখ ৩২ হাজার ৬৫৫ (প্রথম আলো, ৭ ফেব্রুয়ারি ২০২৫)। দলটির আরও অভিযোগ, ওই সময়ে তাদের কয়েকশ নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন। বিরোধীপক্ষ থেকে ক্ষমতাসীনদের বিরুদ্ধে এমন অভিযোগ অতীতে তেমন শোনা যায়নি।
অনেকের মতো আমারও ধারণা ছিল, ৫ আগস্টের পরের রাজনীতি হয়তো নতুন রূপ নেবে। দীর্ঘ সাংঘর্ষিক রাজনীতি প্রধান দুই দলের জন্য কম দুর্ভোগ বয়ে আনেনি। এবার হয়তো উভয়েরই কিছুটা হলেও বোধোদয় হবে; অবসান হবে প্রতিহিংসার রাজনীতির। বাস্তবতা কিন্তু তা বলছে না।
এই সময়ে আওয়ামী লীগ ও তার কথিত দোসরদের বিরুদ্ধে যত হত্যা মামলা হয়েছে, তার প্রায় সবক’টির সঙ্গে বিএনপি ও জামায়াতের নেতাকর্মী যুক্ত। অন্তত সংবাদমাধ্যমের এ সংক্রান্ত প্রতিবেদনগুলো তা-ই বলে। এ নিয়ে ব্যাপক মামলা বাণিজ্য প্রধানত এ দুই দলের নেতারাই চালাচ্ছেন বলে অভিযোগ।
এটা ঠিক, বিশেষত নির্বাচন প্রশ্নে বর্তমানে বিএনপি ও জামায়াতের মধ্যে এক প্রকার বিরোধ আছে। কিন্তু সেটা মূলত কেন্দ্রীয় পর্যায়ে। মাঠে এখনও উভয় দল মোটামুটি ভাগাভাগি করেই আওয়ামী লীগের পলাতক ও বিপন্ন নেতাকর্মীর সহায়-সম্পদের দখল নিয়েছে। এখনও বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীকে এই দুই দলের লোকেরাই মারধর করছে। মামলা না থাকলেও পুলিশের হাতে তুলে দিচ্ছে। এমনকি জামিন পাওয়ার পরও আওয়ামী লীগের লোকেরা ‘মব সন্ত্রাস’ থেকে রেহাই পাচ্ছে না।
আওয়ামী লীগ নেতাকর্মী যা-ই মনে করুক; বিশেষত রাজনৈতিকভাবে বিরোধীপক্ষকে মোকাবিলা না করে তাদেরকে দমন-পীড়নের পথ বেছে নিয়েই ৫ আগস্ট ডেকে এনেছে। শত চেষ্টা করেও তারা বিএনপি দূরস্থান, জামায়াতকেও দুর্বল করতে পারেনি। ভবিষ্যতে যে উল্টোটা ঘটবে না– তা বলা যায় না।
আন্দোলনের ধাক্কায় আওয়ামী লীগের কাঠামো ভেঙে পড়েছে ঠিক, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা সংগঠন হিসেবে তার শিকড় অনেক গভীরে। চলমান দমনপীড়ন বরং দলটির কোটি কোটি কর্মী-সমর্থককে কাছাকাছি আনবে। দলটিকে সোজা হয়ে দাঁড়াতে উদ্বুদ্ধ করবে। কিন্তু হিংসা যেহেতু অধিকতর হিংসার জন্ম দেয়, তখন দলটি আরও প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠতে পারে। জুলাই আন্দোলনে হত্যাকাণ্ড পরিচালনার জন্য তৎকালীন সরকারের সদস্যদের স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে বিচার করা এক কথা। আর এই অভিযোগে ওই দলের নেতাকর্মীর ওপর পাইকারি হারে দমনপীড়ন চালানো সম্পূর্ণ ভিন্ন কথা।
সত্য, আওয়ামী লীগের বিরুদ্ধে শুধু বিএনপি নয়, জামায়াত, সদ্যগঠিত এনসিপিসহ প্রায় সব দল সক্রিয়। বিএনপি বরং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি সমর্থন না করে এনসিপি ও জামায়াতের কাছ থেকে বদনাম কামাচ্ছে আওয়ামী পুনর্বাসনকারী হিসেবে। কিন্তু বাস্তবে বিএনপিই এখন দেশের প্রধান দল। মাঠ পর্যায়ে তারই আধিপত্য বেশি। মাঠের বাস্তবতাও তার চেয়ে অন্য কারও বেশি বোঝার সুযোগ নেই।
যে যা-ই বলুক, আগামী নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হলে তাতে আওয়ামী লীগের অংশগ্রহণ থাকতে হবে। অন্তত জাতীয় ও আন্তর্জাতিক মুরব্বিদের বার্তা এমনই। অর্থাৎ বিএনপি-আওয়ামী লীগকেন্দ্রিক দ্বিদলীয় রাজনীতির অবসান ঘটানো সহজ নয়। তাই ঊষর জমিতে ফসল ফলানোর বৃথা চেষ্টা না করে, রাজনীতিকে সুস্থ ধারায় ফিরিয়ে আনাই হতে পারে রাজনীতির নয়া বন্দোবস্ত। তা শুরু হতে পারে প্রতিহিংসাপরায়ণ রাজনীতির অবসান ঘটানোর মধ্য দিয়ে। সেখানে বিএনপিকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে।
সাইফুর রহমান তপন: সহকারী সম্পাদক, সমকাল
.উৎস: Samakal
কীওয়ার্ড: র জন ত র ন ত কর ম ক ষমত স ন র জন ত র ৫ আগস ট ই দল র দ ই দল আওয় ম সরক র ব এনপ
এছাড়াও পড়ুন:
রাজনৈতিক দলগুলোকে একমতে আনার চেষ্টায় বিএনপি, লক্ষ্য ডিসেম্বরে নির্বাচন
এ বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আদায়ের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে একমতে আনার প্রচেষ্টা শুরু করেছে বিএনপি। এতে যুগপৎ কর্মসূচির শরিকেরা ছাড়াও বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ছিল, এমন রাজনৈতিক দল, জোট ও সংগঠনগুলোকেও অন্তর্ভুক্ত করার চেষ্টা থাকবে বলে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের সূত্র থেকে জানা গেছে।
এই উদ্যোগের বিষয়ে গত বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। তারই অংশ হিসেবে আজ শনিবার বিকেলে ১২–দলীয় জোট ও সন্ধ্যায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে বসছে বিএনপি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে মতবিনিময় শেষে দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করার পরিকল্পনা রয়েছে বিএনপির। তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোকে একমতে আনতে বিএনপির এই উদ্যোগে জামায়াতে ইসলামী ও গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থাকছে কি না, তা পরিষ্কার নয়। এ ব্যাপারে সুনির্দিষ্ট করে দলটির কেউ কিছু বলছেন না।
বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন, জামায়াতের সঙ্গে এখনই বসার সিদ্ধান্ত নেই।এ বিষয়ে গতকাল শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির চারজন নেতার সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তাঁরা বলেছেন, বিগত ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা অংশ নিয়েছে, এমন রাজনৈতিক সব দলের সঙ্গেই তাঁরা পর্যায়ক্রমে আলোচনা করবেন।
সুনির্দিষ্ট করে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আলোচনা হবে কি না, জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন, জামায়াতের সঙ্গে এখনই বসার সিদ্ধান্ত নেই।
তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোকে একমতে আনতে বিএনপির এই উদ্যোগে জামায়াতে ইসলামী ও গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থাকছে কি না, তা পরিষ্কার নয়।আরেকজন বলেছেন, আলোচনা থেকে কাউকে বাদ দেওয়ার কথা আসেনি। এ ক্ষেত্রে অনানুষ্ঠানিক বৈঠকের চিন্তা রয়েছে।
স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন, ‘এনসিপির সঙ্গে আমরা কথা বলব কি না, দেখতে হবে। কারণ, তাদের দুজন সরকারে আছে। এ অবস্থায় তাদের সঙ্গে কথা বলা ঠিক হবে কি না, ভাবতে হবে।’ স্থায়ী কমিটির আরেকজন সদস্য এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
আরও পড়ুনআমরা একেবারেই সন্তুষ্ট নই: মির্জা ফখরুল১৬ এপ্রিল ২০২৫বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানায়, তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায়। এ লক্ষ্যে রাজনৈতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ দলগুলোর মধ্যে ঐকমত্য সৃষ্টি করে সরকারের ওপর জোরালো চাপ তৈরি করতে চাইছে বিএনপি। সে জন্য বিভিন্ন দলের সঙ্গে মতবিনিময় শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এর আগে থেকেই বিএনপির লিয়াজোঁ কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা দ্রুত নির্বাচন অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে মতবিনিময় করে আসছেন। এখন নতুন করে দলগুলোর সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ নেওয়া হয়েছে, ১৬ এপ্রিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর। বৈঠকে প্রধান উপদেষ্টা এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন, যা বিএনপি মেনে নেয়নি। যে কারণে বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত সাংবাদিকদের বলেছেন, তাঁরা প্রধান উপদেষ্টার বক্তব্যে একেবারেই সন্তুষ্ট নন। তাঁদের ‘কাটঅফ টাইম’ ডিসেম্বর।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রথম আলোকে বলেন, ‘মহাসচিব তো বলেই দিয়েছেন, আমরা সন্তুষ্ট নই। এখন আমরা কী করব, শরিকদের সঙ্গে আলোচনা করব।’
বৈঠকে প্রধান উপদেষ্টা এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন, যা বিএনপি মেনে নেয়নি। যে কারণে বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত সাংবাদিকদের বলেছেন, তাঁরা প্রধান উপদেষ্টার বক্তব্যে একেবারেই সন্তুষ্ট নন। তাঁদের ‘কাটঅফ টাইম’ ডিসেম্বর।স্থায়ী কমিটির বৈঠক–সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, নির্বাচনের বিষয়ে সরকারের দিক থেকে কী পদক্ষেপ নেওয়া হয়, তা দু-এক মাস পর্যবেক্ষণ করার পরামর্শ আসে। কারণ, এখনই সরকারের বিরুদ্ধে মাঠের কর্মসূচি শুরু বা বড় আন্দোলনে যাওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়নি বলে মনে করছেন নীতিনির্ধারণী নেতাদের কেউ কেউ। ফলে সে ধরনের পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত সরকারকে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সহযোগিতা অব্যাহত রাখার কথাও এসেছে।
আমরা যুগপৎ আন্দোলনের শরিকদের বাইরেও যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছিল, তাদের সঙ্গেও কথা বলব।বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীওই একই সূত্র জানিয়েছে, স্থায়ী কমিটির আলোচনায় জামায়াতে ইসলামীর প্রসঙ্গও এসেছে। জামায়াতের আমির আগামী বছরের রোজার আগে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটাকে নেতিবাচকভাবে নিচ্ছেন না বিএনপির নেতারা। তাঁদের যুক্তি, জামায়াত যদি এ জায়গায় স্থির থাকে, তাতে আলোচনার মাধ্যমে নির্বাচন ডিসেম্বর থেকে এক-দেড় মাস পেছালে খুব একটা আপত্তি থাকবে না। তবে সেটা অবশ্যই জুনে নয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন প্রশ্নে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের কী আলোচনা হয়েছে, বিষয়গুলো আমরা যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে শেয়ার করব। এরপর সবার মতামত নিয়ে আমরা করণীয় ঠিক করব। আমরা যুগপৎ আন্দোলনের শরিকদের বাইরেও যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছিল, তাদের সঙ্গেও কথা বলব।’