ছয় দফা থেকে এক দফার আন্দোলন চলছে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। সেখানে উপাচার্যের অপসারণ চান শিক্ষার্থীরা। বুধবার এ দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন তারা। 

কুয়েটে এ পরিস্থিতির সূচনা হয় দুই মাস আগে। ১৮ ফেব্রুয়ারি কুয়েটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলেও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জের ধরেই এমন হামলার ঘটনা ঘটে। ওই হামলার সময় আমরা দেখেছি, রামদা হাতে থাকা যুবদল নেতা মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়। সেই হামলায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হলেও প্রশাসন এক প্রকার নীরবই ছিল।

পরদিন ১৯ ফেব্রুয়ারি প্রশাসনিক ভবনসহ সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। প্রশাসন অবশ্য সিন্ডিকেটের বৈঠক করে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে খানজাহান আলী থানায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করে। ২৫ ফেব্রুয়ারি কুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

এরই মধ্যে বিস্ময়করভাবে, ঘটনার প্রায় দুই মাস পর ১০ এপ্রিল কুয়েটের ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন খুলনার এক ব্যক্তি। অভিযুক্ত প্রায় সবাই ১৮ ফেব্রুয়ারিতে হামলার শিকার হয়েছিলেন। শিক্ষার্থীদের অভিযোগ, কুয়েট প্রশাসনের প্ররোচনায় এ মামলা করা হয়েছে। তাদের দাবি, প্রশাসনের সহযোগিতা ছাড়া বাইরের কোনো ব্যক্তির পক্ষে এতজন শিক্ষার্থীর নাম-পরিচয় জানা সম্ভব নয়। আরও আশ্চর্যের বিষয়, ১৪ এপ্রিল সোমবার কুয়েটের সিন্ডিকেট সভায় যে ৩৭ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়, তারাও মার খাওয়া শিক্ষার্থী। আন্দোলনকারী একজন শিক্ষার্থী সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘কোপ খাইলাম, গুলি খাইলাম, মামলা খাইলাম আবার বহিষ্কারও খাইলাম।’ 

২৫ ফেব্রুয়ারি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়া কুয়েট প্রশাসন এমনকি ঈদের পরও বিশ্ববিদ্যালয় খোলার কোনো ব্যবস্থা নেয়নি। এদিকে ৭ এপ্রিল ‘কুয়েট ১৯’ পেজ থেকে শিক্ষার্থীরা ঘোষণা দেন– তারা সবাই ১৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে উঠবেন। ঈদের দীর্ঘ ছুটির পর যেখানে ৮-৯ এপ্রিল সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছিল, সেখানে কুয়েট প্রশাসন ৮ এপ্রিল বিজ্ঞপ্তি দিয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার বিষয়টি ছাত্রছাত্রীদের জানায়। প্রশাসন এখানেই ক্ষান্ত হয়নি। মোবাইল ফোনে অভিভাবকদের বার্তা দিয়ে জানায়– কুয়েট এখনও খোলেনি; তারা যেন তাদের সন্তানদের বিশ্ববিদ্যালয়ে না পাঠায়। শুধু তাই নয়; বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার একই দিনে কেএমপি কমিশনারকে চিঠি দিয়ে ক্যাম্পাসে পুলিশ মোতায়েনের আহ্বান জানান। তবে বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল, ১৫ এপ্রিল থেকে দাপ্তরিক কার্যক্রম খোলা হবে। তারপরই আমরা দেখলাম, ১০ এপ্রিল কুয়েট শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দেওয়া হলো।

প্রশাসন ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় এবং আবাসিক হল বন্ধ করেই ক্ষান্ত হয়নি; হলের ওয়াইফাই, পানি ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়, যাতে শিক্ষার্থীরা কোনোভাবেই হলে থাকতে না পারেন। কিন্তু এর মধ্যে হামলার দুই মাস পার হলেও শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার কিংবা তাদের চিহ্নিত করে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়নি। ক্যাম্পাসের পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য যে সময়ে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা নেওয়া জরুরি ছিল, সে সময় বরং দেখা গেল কুয়েট প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। 

শিক্ষার্থীরা বহিষ্কারাদেশ ও মামলা প্রত্যাহার, হল খুলে দেওয়াসহ ছয়টি দাবি জানান। তারা ১৩ এপ্রিল কুয়েটে এলেও হল খুলে দেওয়া হয়নি। দুই দিন তারা প্রশাসনিক ভবনের সামনে খোলা আকাশের নিচে রাত কাটান। দাবি পূরণ না হওয়ায় ১৫ এপ্রিল মঙ্গলবার ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে প্রতিটি বিভাগের সামনে গিয়ে হ্যান্ডমাইকে হল খুলে দেওয়ার আহ্বান জানান। এর পরও সাড়া না পেয়ে ছাত্ররা খানজাহান আলী, ড.

এমএ রশিদ, শহীদ স্মৃতি, ফজলুল হক, অমর একুশে ও লালন শাহ হলের তালা ভেঙে প্রবেশ করেন। কুয়েট উপাচার্য ও প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় উপাচার্যের পদত্যাগের দাবি ওঠে।

স্বাভাবিকভাবেই কুয়েটের আন্দোলন বিশ্ববিদ্যালয়টির মধ্যে আর সীমাবদ্ধ নেই। কুয়েটের ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কার ও ২২ জনের বিরুদ্ধে মামলার ঘটনায় উপাচার্যের পদত্যাগ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) প্রশাসনের ভূমিকা সত্যিই হতাশাজনক। বিশ্ববিদ্যালয়টি ছাত্র রাজনীতি বন্ধ করেছে; ভালো কথা। তাদের এ সিদ্ধান্ত শিক্ষার্থীরাও মেনে নিয়েছে। বস্তুত, সেখানকার সাধারণ শিক্ষার্থীরাও চায় ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক। এই দাবির বিপরীতে দাঁড়িয়ে যখন ছাত্রদলের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়, তখন কুয়েট প্রশাসনের উচিত ছিল শিক্ষার্থীদের পক্ষে দাঁড়িয়ে হামলাকারীদের বিচার করা। অথচ যে ঘটনাপ্রবাহ আমরা দেখছি, সেখানে প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ এবং সে কারণেই কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন।

বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হওয়ার মানে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের শিক্ষাজীবন হুমকিতে পড়া। বিশেষ করে চব্বিশের গণঅভ্যুত্থানের পর সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন স্বস্তির পরিবেশ ফিরে এসেছে; হলগুলো যখন লেজুড়বৃত্তির ছাত্র রাজনীতির জিম্মিদশা থেকে মুক্ত হয়ে প্রশাসনের নিয়ন্ত্রণে এসেছে; যখন ক্যাম্পাসে পুরোদমে পড়াশোনা হওয়ার কথা, তখন দুই মাস যাবৎ কীভাবে কুয়েট বন্ধ থাকে! উপাচার্য ও কুয়েট প্রশাসনকে অবশ্যই এ জন্য জবাবদিহি করতে হবে। ছাত্রদের বহিষ্কারাদেশ ও মামলা উভয়ই অনতিবিলম্বে প্রত্যাহার জরুরি। এমন উপাচার্য দিয়ে বিশ্ববিদ্যালয় চলতে পারে না।

মাহফুজুর রহমান মানিক: জ্যেষ্ঠ সহসম্পাদক, সমকাল
mahfuz.manik@gmail.com 

উৎস: Samakal

কীওয়ার্ড: ছ ত র র জন ত উপ চ র য র

এছাড়াও পড়ুন:

রাজনৈতিক দলগুলোকে একমতে আনার চেষ্টায় বিএনপি, লক্ষ্য ডিসেম্বরে নির্বাচন

এ বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আদায়ের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে একমতে আনার প্রচেষ্টা শুরু করেছে বিএনপি। এতে যুগপৎ কর্মসূচির শরিকেরা ছাড়াও বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ছিল, এমন রাজনৈতিক দল, জোট ও সংগঠনগুলোকেও অন্তর্ভুক্ত করার চেষ্টা থাকবে বলে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের সূত্র থেকে জানা গেছে।

এই উদ্যোগের বিষয়ে গত বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। তারই অংশ হিসেবে আজ শনিবার বিকেলে ১২–দলীয় জোট ও সন্ধ্যায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে বসছে বিএনপি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে মতবিনিময় শেষে দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করার পরিকল্পনা রয়েছে বিএনপির। তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোকে একমতে আনতে বিএনপির এই উদ্যোগে জামায়াতে ইসলামী ও গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থাকছে কি না, তা পরিষ্কার নয়। এ ব্যাপারে সুনির্দিষ্ট করে দলটির কেউ কিছু বলছেন না।

বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন, জামায়াতের সঙ্গে এখনই বসার সিদ্ধান্ত নেই।

এ বিষয়ে গতকাল শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির চারজন নেতার সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তাঁরা বলেছেন, বিগত ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা অংশ নিয়েছে, এমন রাজনৈতিক সব দলের সঙ্গেই তাঁরা পর্যায়ক্রমে আলোচনা করবেন।

সুনির্দিষ্ট করে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আলোচনা হবে কি না, জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন, জামায়াতের সঙ্গে এখনই বসার সিদ্ধান্ত নেই।

তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোকে একমতে আনতে বিএনপির এই উদ্যোগে জামায়াতে ইসলামী ও গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থাকছে কি না, তা পরিষ্কার নয়।

আরেকজন বলেছেন, আলোচনা থেকে কাউকে বাদ দেওয়ার কথা আসেনি। এ ক্ষেত্রে অনানুষ্ঠানিক বৈঠকের চিন্তা রয়েছে।

স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন, ‘এনসিপির সঙ্গে আমরা কথা বলব কি না, দেখতে হবে। কারণ, তাদের দুজন সরকারে আছে। এ অবস্থায় তাদের সঙ্গে কথা বলা ঠিক হবে কি না, ভাবতে হবে।’ স্থায়ী কমিটির আরেকজন সদস্য এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

আরও পড়ুনআমরা একেবারেই সন্তুষ্ট নই: মির্জা ফখরুল১৬ এপ্রিল ২০২৫

বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানায়, তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায়। এ লক্ষ্যে রাজনৈতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ দলগুলোর মধ্যে ঐকমত্য সৃষ্টি করে সরকারের ওপর জোরালো চাপ তৈরি করতে চাইছে বিএনপি। সে জন্য বিভিন্ন দলের সঙ্গে মতবিনিময় শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এর আগে থেকেই বিএনপির লিয়াজোঁ কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা দ্রুত নির্বাচন অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে মতবিনিময় করে আসছেন। এখন নতুন করে দলগুলোর সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ নেওয়া হয়েছে, ১৬ এপ্রিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর। বৈঠকে প্রধান উপদেষ্টা এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন, যা বিএনপি মেনে নেয়নি। যে কারণে বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত সাংবাদিকদের বলেছেন, তাঁরা প্রধান উপদেষ্টার বক্তব্যে একেবারেই সন্তুষ্ট নন। তাঁদের ‘কাটঅফ টাইম’ ডিসেম্বর।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রথম আলোকে বলেন, ‘মহাসচিব তো বলেই দিয়েছেন, আমরা সন্তুষ্ট নই। এখন আমরা কী করব, শরিকদের সঙ্গে আলোচনা করব।’

বৈঠকে প্রধান উপদেষ্টা এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন, যা বিএনপি মেনে নেয়নি। যে কারণে বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত সাংবাদিকদের বলেছেন, তাঁরা প্রধান উপদেষ্টার বক্তব্যে একেবারেই সন্তুষ্ট নন। তাঁদের ‘কাটঅফ টাইম’ ডিসেম্বর।

স্থায়ী কমিটির বৈঠক–সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, নির্বাচনের বিষয়ে সরকারের দিক থেকে কী পদক্ষেপ নেওয়া হয়, তা দু-এক মাস পর্যবেক্ষণ করার পরামর্শ আসে। কারণ, এখনই সরকারের বিরুদ্ধে মাঠের কর্মসূচি শুরু বা বড় আন্দোলনে যাওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়নি বলে মনে করছেন নীতিনির্ধারণী নেতাদের কেউ কেউ। ফলে সে ধরনের পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত সরকারকে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সহযোগিতা অব্যাহত রাখার কথাও এসেছে।

আমরা যুগপৎ আন্দোলনের শরিকদের বাইরেও যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছিল, তাদের সঙ্গেও কথা বলব।বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

ওই একই সূত্র জানিয়েছে, স্থায়ী কমিটির আলোচনায় জামায়াতে ইসলামীর প্রসঙ্গও এসেছে। জামায়াতের আমির আগামী বছরের রোজার আগে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটাকে নেতিবাচকভাবে নিচ্ছেন না বিএনপির নেতারা। তাঁদের যুক্তি, জামায়াত যদি এ জায়গায় স্থির থাকে, তাতে আলোচনার মাধ্যমে নির্বাচন ডিসেম্বর থেকে এক-দেড় মাস পেছালে খুব একটা আপত্তি থাকবে না। তবে সেটা অবশ্যই জুনে নয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন প্রশ্নে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের কী আলোচনা হয়েছে, বিষয়গুলো আমরা যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে শেয়ার করব। এরপর সবার মতামত নিয়ে আমরা করণীয় ঠিক করব। আমরা যুগপৎ আন্দোলনের শরিকদের বাইরেও যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছিল, তাদের সঙ্গেও কথা বলব।’

সম্পর্কিত নিবন্ধ