খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বিপ্লবী ছাত্র মৈত্রী। ছাত্রদল শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ সহানুভূতির সঙ্গে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। অন্যরা শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার ও আজ বুধবার গণমাধ্যমে পাঠানো পৃথক পৃথক বিবৃতিতে কুয়েট শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছে ছাত্রসংগঠনগুলো। গত সোমবার রাতে কুয়েটের ১০১তম (জরুরি) সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে কুয়েটের উপাচার্যের অপসারণ চেয়ে ক্যাম্পাসে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

এ ঘটনায় গতকাল এক বিবৃতিতে কুয়েট শিক্ষার্থীদের বহিষ্কারের বিষয়টি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটকে সহানুভূতির সঙ্গে পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। ছাত্রদল বলেছে, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে এনে দ্রুত শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে হবে।

এ ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের ভিত্তিতে নির্দোষ শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে ছাত্রশিবির। গতকাল এক বিবৃতিতে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম অবিলম্বে নির্দোষ শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাঁদের বিরুদ্ধে বিধিমালা লঙ্ঘন, বহিরাগত সন্ত্রাসীদের সহযোগিতা ও শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর প্রমাণ পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে যথাযথ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

এদিকে অবিলম্বে কুয়েটের শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ ও তাঁদের নামে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার, হামলার বিচার এবং সব ঘটনার দায় নিয়ে উপাচার্যের পদত্যাগ দাবি করেছে ছাত্র ইউনিয়ন। আজ এক বিবৃতিতে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন এ দাবি জানান।

কুয়েটের শিক্ষার্থীদের নামে হওয়া মিথ্যা মামলা ও অন্যায় বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে গতকাল বিবৃতি দিয়েছেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান ও সাধারণ সম্পাদক সৈকত আরিফ। তাঁদের বিবৃতিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলা ও বহিষ্কারের মতো অন্যায় সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন মূলত হামলাকারী সন্ত্রাসীদের পক্ষেই অবস্থান নিয়েছে।

অবিলম্বে শিক্ষার্থীদের নামে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার ও শিক্ষার্থীদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ। গতকাল এক বিবৃতিতে তাঁরা এ দাবি জানান।

আরও পড়ুন৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার, ২ মে হল খোলার সিদ্ধান্ত১৪ এপ্রিল ২০২৫

কুয়েটের শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ ও মামলা প্রত্যাহার এবং শিক্ষার্থীদের ওপর হামলার বিচার দাবি করেছে বিপ্লবী ছাত্র মৈত্রী। গতকাল এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি দিলীপ রায় ও সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল এ দাবি জানান।

গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হন। পরদিন প্রশাসনিক ভবনসহ সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। ওই দিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় কুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি করা হয়। ওই দিন রাতেই খানজাহান আলী থানায় অজ্ঞাতপরিচয় ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করে প্রশাসন।

২৫ ফেব্রুয়ারি সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়। এর মধ্যে ১০ এপ্রিল কুয়েটের ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আমলি আদালতে মামলা করেন নগরের মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়া এলাকার হোচেন আলী নামের এক ব্যক্তি। মামলার পরপরই সোমবার (১৪ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুনকুয়েটের শিক্ষার্থীদের একদফা ও হলে তালা ভাঙা১২ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গতক ল এক ব ব ত ত ৩৭ শ ক ষ র থ ক ছ ত রদল ইসল ম

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৯ এপ্রিল ২০২৫)

নারী বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি বাংলাদেশ–পাকিস্তান। আইপিএলে দুটি ও পিএসএলে আছে একটি ম্যাচ। রাতে খেলতে নামছে বার্সেলোনা।নারী বিশ্বকাপ বাছাই

বাংলাদেশ–পাকিস্তান
সকাল ১০–৩০ মি., আইসিসি ডট টিভি

ত্রিদেশীয় সিরিজ

শ্রীলঙ্কা ‘এ’–আয়ারল্যান্ড ‘এ’
দুপুর ১২টা, ইউরোস্পোর্ট

আইপিএল

গুজরাট টাইটানস–দিল্লি ক্যাপিটালস
বিকেল ৪টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ২

রাজস্থান রয়্যালস–লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

জার্মান বুন্দেসলিগা

হাইডেনহাইম–বায়ার্ন মিউনিখ
সন্ধ্যা ৭–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

ইউনিয়ন বার্লিন–স্টুটগার্ট
রাত ১০–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

লা লিগা

বার্সেলোনা–সেলতা ভিগো
রাত ৮–১৫ মি., স্পোর্টজেডএক্স অ্যাপ

ইংলিশ প্রিমিয়ার লিগ

এভারটন–ম্যানচেস্টার সিটি
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

অ্যাস্টন ভিলা–নিউক্যাসল
রাত ১০–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

পিএসএল

মুলতান সুলতানস–পেশোয়ার জালমি
রাত ৯টা, নাগরিক টিভি

সম্পর্কিত নিবন্ধ