ভাস্কর মানবেন্দ্রর পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি গণতান্ত্রিক ছাত্র সংসদের
Published: 16th, April 2025 GMT
ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এক সংক্ষিপ্ত সমাবেশে তাঁরা এই প্রতিবাদ জানানোর পাশাপাশি দুটি দাবি উত্থাপন করে।
গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আবদুল কাদের দাবি দুটি তুলে ধরেন। প্রথম দাবি, অনতিবিলম্বে রাষ্ট্রকে চারুশিল্পী মানবেন্দ্র ঘোষকে ক্ষতিপূরণ এবং তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে মানিকগঞ্জ সদর উপজেলায় গড়পাড়া ইউনিয়নের চান্দইর ঘোষের বাজার এলাকায় মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়া হয়। এ সময় বাড়িতে মানবেন্দ্র ও তাঁর মা, বাবা, স্ত্রীসহ সাতজন ছিলেন। খবর পেয়ে ভোর চারটার দিকে মানিকগঞ্জের ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান খানকে প্রধান করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মামলাও হয়েছে।
মানবেন্দ্র ঘোষ প্রথম আলোকে বলেন, পয়লা বৈশাখের আগের দিন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে হুমকি দিয়ে আসছিল দুর্বৃত্তরা। পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত আনন্দ শোভাযাত্রায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাবয়বসহ বিভিন্ন ভাস্কর্য তৈরির অভিযোগে তাঁকে এ হুমকি দেওয়া হয়। তবে তিনি হাসিনার মুখাবয়ব তৈরি করেননি। তিনি বাঘের মোটিফ তৈরি করেছেন।
মানবেন্দ্র ঘোষ বলেন, ফেসবুকে আসা হুমকির বিষয়ে গত মঙ্গলবার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপরই রাতে তাঁর বাড়িতে আগুন দেওয়া হয়। আগুনে তাঁর শিক্ষাজীবন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত নিজের তৈরি বহু মূল্যবান চিত্রকর্ম পুড়ে যায়। এ ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে আছেন।
আরও পড়ুনহুমকি পেয়ে সন্ধ্যায় থানায় জিডি, রাতে আগুনে পুড়ল ভাস্কর মানবেন্দ্রর বাড়ি৯ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৯ এপ্রিল ২০২৫)
নারী বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি বাংলাদেশ–পাকিস্তান। আইপিএলে দুটি ও পিএসএলে আছে একটি ম্যাচ। রাতে খেলতে নামছে বার্সেলোনা।নারী বিশ্বকাপ বাছাই
বাংলাদেশ–পাকিস্তান
সকাল ১০–৩০ মি., আইসিসি ডট টিভি
শ্রীলঙ্কা ‘এ’–আয়ারল্যান্ড ‘এ’
দুপুর ১২টা, ইউরোস্পোর্ট
গুজরাট টাইটানস–দিল্লি ক্যাপিটালস
বিকেল ৪টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ২
রাজস্থান রয়্যালস–লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
হাইডেনহাইম–বায়ার্ন মিউনিখ
সন্ধ্যা ৭–৩০ মি., সনি স্পোর্টস টেন ২
ইউনিয়ন বার্লিন–স্টুটগার্ট
রাত ১০–৩০ মি., সনি স্পোর্টস টেন ২
বার্সেলোনা–সেলতা ভিগো
রাত ৮–১৫ মি., স্পোর্টজেডএক্স অ্যাপ
এভারটন–ম্যানচেস্টার সিটি
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
অ্যাস্টন ভিলা–নিউক্যাসল
রাত ১০–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
মুলতান সুলতানস–পেশোয়ার জালমি
রাত ৯টা, নাগরিক টিভি