নওগাঁয় বাসায় ঢুকে বৈষম্যবিরোধী আন্দোলনের ‘সংগঠককে’ কুপিয়ে জখম
Published: 16th, April 2025 GMT
নওগাঁ শহরে বাসায় ঢুকে আলিউজ্জামান পিও (২২) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১টার দিকে শহরের কেডির মোড় এলাকায় ঘটনাটি ঘটে।
আহত আলিউজ্জামান পিও রাজশাহী বঙ্গবন্ধু কলেজের এইচএসসি পরীক্ষার্থী। তার বাবার নাম আতিকুর রহমান। তিনি পরিবার নিয়ে গত ৯ বছর ধরে শহরের কেডির মোড় এলাকার একটি চারতলা ভবনের তৃতীয় তলার ফ্লাটে ভাড়া থাকেন।
আলিউজ্জমান পিওর বাবা আতিকুর রহমান বলেন, “আমার ছেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সংগঠক। বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা আমার ছেলেকে হুমকি দিচ্ছিল। আমাদের ধারণা, ছাত্রলীগের কর্মীরাই দিনে-দুপুরে বাসায় ঢুকে আমার ছেলেকে কুপিয়ে জখম করেছে।”
আরো পড়ুন:
ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অবরুদ্ধ করে বিক্ষোভ
হাসপাতালে পবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন
তিনি আরো বলেন, “হামলাকারীদের কয়েকজনের পরিচয় জানা গেছে। এ ঘটনায় মামলা করব।”
আহত যুবকের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আলিউজ্জামান পিও আজ দুপুরে বাড়িতে একাই ছিলেন। দুপুর ১টার দিকে ২৫-৩০ জন তার ঘরে প্রবেশ করে। তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আলিউজ্জামান পিওকে উদ্ধার করে নওগাঁ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।
বাসার তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম বলেন, “দুপুর ১টার দিকে ২৫-৩০ জন যুবক জোর করে বাসার ভেতর ঢুকে পড়ে। তাদের সবার বয়স ১৭ থেকে ২০ বছরের মধ্যে। তিন তলায় আতিক সাহেবের বাসায় ঢুকে তার ছেলেকে কুপিয়ে জখম করে চলে যায় ওই যুবকরা।”
নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আবু জার গাফফার বলেন, “দুপুর ১ টা ৪০ মিনিটের দিকে গুরুতর আহত অবস্থায় আলিউজ্জমান পিও নামে এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায়, পাজরে ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজে রেফার্ড করা হয়।”
নওগাঁ সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, “মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”
ঢাকা/সাজু/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আহত অভ য গ
এছাড়াও পড়ুন:
নওগাঁয় বাসায় ঢুকে বৈষম্যবিরোধী আন্দোলনের ‘সংগঠককে’ কুপিয়ে জখম
নওগাঁ শহরে বাসায় ঢুকে আলিউজ্জামান পিও (২২) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১টার দিকে শহরের কেডির মোড় এলাকায় ঘটনাটি ঘটে।
আহত আলিউজ্জামান পিও রাজশাহী বঙ্গবন্ধু কলেজের এইচএসসি পরীক্ষার্থী। তার বাবার নাম আতিকুর রহমান। তিনি পরিবার নিয়ে গত ৯ বছর ধরে শহরের কেডির মোড় এলাকার একটি চারতলা ভবনের তৃতীয় তলার ফ্লাটে ভাড়া থাকেন।
আলিউজ্জমান পিওর বাবা আতিকুর রহমান বলেন, “আমার ছেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সংগঠক। বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা আমার ছেলেকে হুমকি দিচ্ছিল। আমাদের ধারণা, ছাত্রলীগের কর্মীরাই দিনে-দুপুরে বাসায় ঢুকে আমার ছেলেকে কুপিয়ে জখম করেছে।”
আরো পড়ুন:
ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অবরুদ্ধ করে বিক্ষোভ
হাসপাতালে পবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন
তিনি আরো বলেন, “হামলাকারীদের কয়েকজনের পরিচয় জানা গেছে। এ ঘটনায় মামলা করব।”
আহত যুবকের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আলিউজ্জামান পিও আজ দুপুরে বাড়িতে একাই ছিলেন। দুপুর ১টার দিকে ২৫-৩০ জন তার ঘরে প্রবেশ করে। তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আলিউজ্জামান পিওকে উদ্ধার করে নওগাঁ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।
বাসার তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম বলেন, “দুপুর ১টার দিকে ২৫-৩০ জন যুবক জোর করে বাসার ভেতর ঢুকে পড়ে। তাদের সবার বয়স ১৭ থেকে ২০ বছরের মধ্যে। তিন তলায় আতিক সাহেবের বাসায় ঢুকে তার ছেলেকে কুপিয়ে জখম করে চলে যায় ওই যুবকরা।”
নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আবু জার গাফফার বলেন, “দুপুর ১ টা ৪০ মিনিটের দিকে গুরুতর আহত অবস্থায় আলিউজ্জমান পিও নামে এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায়, পাজরে ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজে রেফার্ড করা হয়।”
নওগাঁ সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, “মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”
ঢাকা/সাজু/মাসুদ