আড়াইহাজার থানার বির্তকিত ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভপতি সালাউদ্দিন মোল্লা স্বরাষ্ট্র সচিব ও আইজিপির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) তিনি দুইপৃষ্ঠার একটি অভিযোগ সংশ্লিষ্ট কার্যালয়ে পৌঁছে দেন।

অভিযোগে তিনি উল্লেখ্য করেন, ৫ আগস্টের পর আড়াইহাজার থানায় এনায়েত হোসেন ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে পড়েন। সারাদেশে যখন ফিলিস্তিন ইস্যুতে মুসলমানদে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

সারাদেশে যে সময় এসএসসি পরীক্ষা চলমান। আড়াইহাজার থানার ওসি গত ১১ এপ্রিল শুক্রবার সন্ধা থেকে রাতভর উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী গ্রামে অনুমোদন বিহীন একটি বাউল গানের আসর বসান।

সেখানে তিনি গলায় লাল গামছা পেঁচিয়ে নাচে-গানে আনন্দ উল্লাসে মত্ত থাকেন। যেখানে তিনি এমন ধরনের অনুষ্ঠান বন্ধ রাখার কথা। সেখানে তিনি নিজেই অংশ নিয়ে আনন্দ ফূর্তি করেছেন।

এ ঘটনায় পুরো এলাকাবাসী, ছাত্র সমাজ ক্ষুদ্ধ হয়েছেন। তাদের তোপের মুখে সেখান থেকে সটকে পড়েন তিনি। উক্ত সময়ের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অভিযোগে তিনি আরো উল্লেখ্য করেন, বিতর্কিত ওসি এনায়েত হোসেন গ্রেফতার ও মামলার ভয় দেখিয়ে এলাকার সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদাবাজী করছেন। এ ছাড়া উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ীর সাথে ওসির মিটিং এর ছবি ফেইসবুকে ভাইরাল হয়েছে।

তিনি প্রতিদিন থানায় গভীর রাতে সাধারণ মানুষকে ধরে এনে লেনদেনের হাট বসান। তাকে মোটা অংকের টাকা দিলে ছেড়ে দেন। তা না দিলে মিথ্যা মামলায় তিনি নিহীর মানুষকে কোর্টে প্রেরণ করেন।

এনিয়ে স্থানীয় বিভিন্ন পত্রিকায় “বির্তকিত আড়াইহাজার থানার ওসি” শিরোনামে ফলাওভাবে সংবাদ প্রকাশ হয়। তার কাছে মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। সালাউদ্দিন মোল্লা বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিন চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মত ঘটনা ঘটনা ঘটছে।

ওসি আড়াইহাজারের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন। ৫ আগস্টের পর তিনি থানায় দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত সাধারণ মানুষকে হয়রানি করাসহ ঘুষবাণিজ্য যেন তার কাছে ওপেন সিক্রেট।

আমি সহ ভুক্তভোগীদের দাবী আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব থেকে এনায়েত হোসেনকে দ্রুত অপসারণ করা হোক।

এর আগে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে পুলিশ মহাপরিদর্শক বরাবর অনিয়ম, দুর্নীতি ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ দায়ের করেন বিএনপি নেতা রিয়াজুল ইসলামের স্ত্রী আনোয়ারা আক্তার বেবী।

অভিযোগে আনোয়ারা আক্তার জানান, আমার স্বামী মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের অনুসারী। দুপ্তারা বাজারে পারভীনের ছবি সংবলিত ব্যানার টানাতে গেলে অভিযুক্তরা বাধা দেয়। এসময় প্রতিবাদ করতে গুলি করে মেরে ফেলার হুমকি দেয় তারা।

এ ঘটনার পর রাতে তোড়নটি ভেঙে ফেলা হয় এবং রাতে অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায় আসামিরা। এসময় ফাঁকা গুলি ছুড়ে ঘন্টাব্যাপী পুরে এলাকায় তান্ডব চালায় তারা। এঘটনার পর থানায় অভিযোগ দিতে গেলে অভিযোগ না নিয়ে উল্টো মোটা অংকের টাকা দাবী করেন থানার ওসি এনায়েত হোসেন।

পরবর্তীতে থানার সহযোগীতা না পেয়ে এলাকা ছেড়ে স্বামী ও ছেলেকে নিয়ে পালিয়ে নিজেদের রক্ষা করেছেন বলে জানান আনোয়ারা আক্তার।

অভিযুক্ত আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, গেইট ভাংচুর নিয়ে রাজনৈতিক দুটি পক্ষের মাঝে বিরোধ হয়েছে। এ বিষয়ে তারা থানায় কোন লিখিত অভিযোগ দেয়নি।
আমি বলেছি তারা যেন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে, এতটুকুই ঘটনা। তাদের রাজনৈতিক বিরোধের কারণে এখন আমাকে দায়ী করছেন তারা।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

নামাজের শুরু ও শেষ সময়

আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে।’ (সুরা নিসা, আয়াত: ১০৩)

এই আয়াত থেকে স্পষ্ট যে নামাজের সময় নির্দিষ্ট এবং এটি পালন করা মুসলমানের ওপর অবশ্যক। জিবরাইল (আ.)-এর কাছ থেকে রাসুল (সা.) পাঁচ ওয়াক্ত নামাজের সময় শিখেছেন এবং সাহাবিদের তা শিক্ষা দিয়েছেন।

একটি হাদিসে উল্লেখ আছে, জিবরাইল (আ.) দুই দিন রাসুল (সা.)-কে নামাজের সময় শিখিয়েছেন: প্রথম দিন প্রতিটি নামাজের শুরুর সময়ে এবং দ্বিতীয় দিন শেষ সময়ে। (সুনানে আবু দাউদ, হাদিস: ৩৯৩)

আধুনিক যুগে, বিশেষ করে ব্যস্ত জীবনযাত্রায়, নামাজের সময় সম্পর্কে সঠিক ধারণা থাকা অত্যন্ত জরুরি। শুধু ঘড়ির কাঁটা দেখে নয়, প্রাকৃতিক নিয়মে পাঁচ ওয়াক্ত নামাজের শুরু ও শেষ সময় জেনে রাখা নামাজের প্রতি যত্নের বহিঃপ্রকাশ।

জিবরাইল (আ.) দুই দিন রাসুল (সা.)-কে নামাজের সময় শিখিয়েছেন: প্রথম দিন প্রতিটি নামাজের শুরুর সময়ে এবং দ্বিতীয় দিন শেষ সময়ে।সুনানে আবু দাউদ, হাদিস: ৩৯৩আরও পড়ুনজীবনকে ছন্দে ফেরাবে ‘ধীর নামাজ’২৪ মে ২০২৫পাঁচ ওয়াক্ত নামাজের শুরু ও শেষ সময়

নিচে পাঁচ ওয়াক্ত নামাজের শুরু ও শেষ সময় সূর্যের অবস্থানের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়, যা ভৌগোলিক অবস্থান অনুযায়ী পরিবর্তিত হয়ে থাকে।

১. ফজরের নামাজ

শুরুর সময়: ফজরের সময় শুরু হয় সুবহে সাদিক থেকে, অর্থাৎ ভোরের প্রথম আলো যখন পূর্ব দিগন্তে ছড়িয়ে পড়ে। এটি সাধারণত সূর্যোদয়ের প্রায় দেড় ঘণ্টা আগে শুরু হয়।

শেষ সময়: ফজরের সময় শেষ হয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে। সূর্যোদয়ের পর ফজর নামাজ আদায় করা জায়েজ নয়। (সহিহ মুসলিম, হাদিস: ৬১২)

২. জোহরের নামাজ

শুরুর সময়: জোহরের সময় শুরু হয় সূর্য যখন মাথার ওপর থেকে পশ্চিম দিকে হেলে পড়ে (জাওয়ালের পর)।

শেষ সময়: জোহরের সময় শেষ হয় যখন কোনো বস্তুর ছায়া তার নিজের দৈর্ঘ্যের সমান বা দ্বিগুণ হয় (হানাফি মাজহাব অনুযায়ী দ্বিগুণ)। এটি সাধারণত আসরের সময় শুরুর আগপর্যন্ত। (সুনানে তিরমিজি, হাদিস: ১৪৯)

৩. আসরের নামাজ

শুরুর সময়: আসরের সময় শুরু হয় যখন কোনো বস্তুর ছায়া তার নিজের দৈর্ঘ্যের সমান হয় (শাফিই মাজহাব) বা দ্বিগুণ হয় (হানাফি মাজহাব)।

শেষ সময়: আসরের সময় শেষ হয় সূর্যাস্তের আগে। তবে সূর্য হলুদ হয়ে গেলে আসর নামাজ আদায় করা মাকরুহ। (সহিহ বুখারি, হাদিস: ৫৫৩)

আরও পড়ুননামাজ আধ্যাত্মিক পরিশুদ্ধির একটি ধাপ১৭ জুলাই ২০২৫পাঁচ ওয়াক্ত নামাজের শুরু ও শেষ সময় সঠিকভাবে জানা এবং তা মেনে চলা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। আধুনিক প্রযুক্তি ও সময়সূচির সাহায্যে এই দায়িত্ব পালন আরও সহজ হয়েছে।৪. মাগরিবের নামাজ

শুরুর সময়: মাগরিবের সময় শুরু হয় সূর্যাস্তের সঙ্গে সঙ্গে।

শেষ সময়: মাগরিবের সময় শেষ হয় যখন পশ্চিম দিগন্তের লাল আভা অদৃশ্য হয়। সাধারণত সূর্যাস্তের প্রায় এক ঘণ্টার মধ্যে লাল আভা মুছে যায়। (সুনানে নাসাই, হাদিস: ৫২৭)

৫. এশার নামাজ

শুরুর সময়: এশার সময় শুরু হয় পশ্চিম দিগন্তের লাল আভা অদৃশ্য হওয়ার পর।

শেষ সময়: এশার সময় চলে মধ্যরাত পর্যন্ত। তবে ফজরের সুবহে সাদিকের আগপর্যন্ত এশা আদায় করা যায়, যদিও মধ্যরাতের পর মাকরুহ। (সহিহ মুসলিম, হাদিস: ৬১২)

নামাজের সময় ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আল্লাহর সঙ্গে মুমিনের সম্পর্ককে দৃঢ় করে। পাঁচ ওয়াক্ত নামাজের শুরু ও শেষ সময় সঠিকভাবে জানা এবং তা মেনে চলা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। আধুনিক প্রযুক্তি ও সময়সূচির সাহায্যে এই দায়িত্ব পালন আরও সহজ হয়েছে।

তাই প্রতিদিন নামাজের সময়সূচি অনুসরণ করে এবং ইবাদতের প্রতি আন্তরিকতা রেখে আমরা আমাদের জীবনকে আরও অর্থবহ ও আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যেতে পারি।

আরও পড়ুননামাজ: দাসের মহিমা০৪ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ