১৯৭৩ সালে চট্টগ্রাম থেকেই যাত্রা শুরু হয়েছিল ব্যান্ডদল সোলসের। দেখতে দেখতে পার হয়ে গেল ৫০ বছর। অর্ধশত বছর পূর্তি উপলক্ষে ২০২৩ সাল থেকে বর্ণাঢ্য কর্মসূচি পালন করছে ব্যান্ড দলটি। এরই অংশ হিসেবে ‘মাস্টাররকার্ড প্রেজেন্টস সোলস আনপ্লাগড: ৫০ ইয়ার্স অব টাইমলেস মিউজিক’ কনসার্ট করতে যাচ্ছে সোলস। আগামী ২ মে চট্টগ্রাম শহরের পাঁচ তারকা হোটেল র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ-তে অনুষ্ঠিত হবে কনসার্টটি।

আজ বুধবার বিকালে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে সোলস। এ সময় সোলস ব্যান্ডের লিড গিটারিস্ট ও ভোকাল পার্থ বড়ুয়া বলেন, ‘আগামী ২ মে’র কনসার্ট হবে ঐতিহাসিক। সেদিনের রাতটি হবে সংগীত, স্মৃতি আর আবেগে ভরা এক হৃদয়-ছোঁয়া অভিজ্ঞতার রাত।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাস্টারকার্ড বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্সের সিইও মনজুমা মুর্শেদ, র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর সিইও ব্রিগেডিয়ার জেনারেল আবু সালেহ মোহাম্মদ আলী, মীর মাসুম (কিবোর্ড) এবং মার্নফ হাসান রিয়েল (বেজ গিটার)।

সোলস ব্যান্ডের সদস্যরা বলেন, বাংলাদেশের রক সংগীতের অগ্রদূত হিসেবে সোলস কেবল দেশের সংগীত-ধারাকে একটি রূপ দিয়েছে-তা নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ব্যান্ড সংগীতপ্রেমীদের অনুপ্রেরণা জুগিয়েছে। ক্লাসিক গান থেকে শুরু করে আধুনিক মাস্টারপিস-তাদের সংগীত আজও কোটি হৃদয়ে গেঁথে রয়েছে। ভক্তদের জন্য এক বিরল ও মন জুড়ানো সংগীত অভিজ্ঞতা নিয়ে হাজির হতে যাচ্ছে ‘সোলস আনপ্লাগড’ যেখানে তারা উপভোগ করবেন ব্যান্ডটির জনপ্রিয় গানগুলোর সরল, পরিবেশনা। এটি শুধু একটি কনসার্ট নয়; এটি একটি অনুভূতির যাত্রা, যা শুরু হয়েছিল ৫০ বছর আগে এবং যার ধ্বনি এখনো অনুরণিত।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক, ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার তাজদীন হাসান, ফিট এলিগ্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা শারমিন, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মহাব্যবস্থাপক ফায়েজ আহমেদ, সোনালী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের সিইও রফিকুল ইসলাম প্রমুখ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স লস প র থ বড় য় কনস র ট

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৯ এপ্রিল ২০২৫)

নারী বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি বাংলাদেশ–পাকিস্তান। আইপিএলে দুটি ও পিএসএলে আছে একটি ম্যাচ। রাতে খেলতে নামছে বার্সেলোনা।নারী বিশ্বকাপ বাছাই

বাংলাদেশ–পাকিস্তান
সকাল ১০–৩০ মি., আইসিসি ডট টিভি

ত্রিদেশীয় সিরিজ

শ্রীলঙ্কা ‘এ’–আয়ারল্যান্ড ‘এ’
দুপুর ১২টা, ইউরোস্পোর্ট

আইপিএল

গুজরাট টাইটানস–দিল্লি ক্যাপিটালস
বিকেল ৪টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ২

রাজস্থান রয়্যালস–লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

জার্মান বুন্দেসলিগা

হাইডেনহাইম–বায়ার্ন মিউনিখ
সন্ধ্যা ৭–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

ইউনিয়ন বার্লিন–স্টুটগার্ট
রাত ১০–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

লা লিগা

বার্সেলোনা–সেলতা ভিগো
রাত ৮–১৫ মি., স্পোর্টজেডএক্স অ্যাপ

ইংলিশ প্রিমিয়ার লিগ

এভারটন–ম্যানচেস্টার সিটি
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

অ্যাস্টন ভিলা–নিউক্যাসল
রাত ১০–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

পিএসএল

মুলতান সুলতানস–পেশোয়ার জালমি
রাত ৯টা, নাগরিক টিভি

সম্পর্কিত নিবন্ধ