রাজধানীতে ৩ ঘণ্টায় ৩১ মিলিমিটার বৃষ্টি
Published: 16th, April 2025 GMT
সকালে ছিল ঝলমলে আকাশ। গরমও কম ছিল না। তবে দুপুরের পর থেকেই রাজধানীর আকাশে মেঘ জমতে শুরু করে। আজ বুধবার বেলা ৩টা থেকেই শুরু হয় বৃষ্টি। যখন এ প্রতিবেদন লেখা হচ্ছে সন্ধ্যা পৌনে সাতটার দিকে, বৃষ্টি তখনো ঝরছে। এ বৃষ্টিতে রাজধানীর নানা স্থানে জমে গেছে পানি। তাতে বিশেষ করে অফিস ফেরত মানুষেরা পড়েছেন বিপাকে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, তিন ঘণ্টায় রাজধানীতে ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ হিসাব বিকেল ৩টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। বৃষ্টি এরপরও হয়েছে, হচ্ছে। আর শুধু রাজধানীতে নয়, বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন স্থানে।
আজ যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে তার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। আজ রাজধানীতে যতটা বৃষ্টি হয়েছে তা ছিল এ মাসে রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টি, এমনটাই বললেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো.
তাপপ্রবাহের পর রাজধানীতে বৃষ্টি কাঙ্খিত ছিল। এতে কিছুটা সময় হলেও কমবে তাপ। তাতে এ বৃষ্টিতে নগরবাসীদের অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। তবে বিকেলের দিকে বৃষ্টি হওয়ায় সমস্যায় পড়েছেন অফিস ফেরত মানুষজন। কারণ অনেকেই তো ছাতা নিয়ে বাইরে বেরোননি।
বৃষ্টির পর রাজধানীর বিভিন্ন স্থানে দেখা দেয় যানজটউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও কার্তুজ উদ্ধার
খাগড়াছড়িতে পুলিশের অভিযানে একটি এলজি ও একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা সদর পৌরসভার কলেজ গেইট মোহাম্মদপুর এলাকার পাহাড় থেকে এসব উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে- কলেজ গেইট মোহাম্মদপুর এলাকায় বেশ কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধার নেতৃত্বে সঙ্গীয় পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছতেই পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেখানে স্থানীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি এলজি (বন্দুক) ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে এবং পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।