আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামায়াত
Published: 16th, April 2025 GMT
আগামী নির্বাচনের জন্য ২০২৬ সালের জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা, বিভিন্ন ধরনের ঝড় ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা তৈরি হতে পারে। তাই আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামায়াতে ইসলামী।
জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান সাংবাদিকদের এ কথা বলেছেন। তিনি আজ বুধবার দুপুরে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। গুলশানে মার্কিন দূতাবাসের ডেপুটি হেড অব মিশনের বাসায় এ বৈঠক হয়। এ সময় জামায়াতের আমিরের সঙ্গে ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, ‘সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, এ বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। তাঁর (প্রধান উপদেষ্টা) কমিটমেন্টে তিনি ঠিক আছেন কি না, আমরা সেটা দেখতে চাই।’
জামায়াতের আমির আরও বলেন, ‘আমাদের ভিউ হচ্ছে, এটা (নির্বাচন) রমজানের আগেই শেষ করতে হবে। জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা, বিভিন্ন ধরনের ঝড়ঝাপটা ও প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার ইলেকশনটা (নির্বাচন) অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেবে। সে জন্য আমরা চাইছি, ওই আশঙ্কার আগেই যেন নির্বাচন হয়ে যায়।’
প্রসঙ্গত, আগামী বছর রমজান ১৬ ফেব্রুয়ারির (চাঁদ দেখা সাপেক্ষে) পর শুরু হবে।
জামায়াতের আমির জানান, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, সংস্কার প্রস্তাব, নির্বাচন, আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি, নারী অধিকার, শ্রমিক অধিকার ও সংখ্যালঘু বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘আমরা এসব বিষয়ে খোলামেলা কথা বলেছি।’
বাংলাদেশের পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্র যে ৩৭ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছিল (এখন তিন মাসের জন্য স্থগিত), সেটা পুনর্বিবেচনার জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন বলে জানান জামায়াতের আমির। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা তাঁদের অনুরোধ করেছি, আমাদের দেশ একটা গুরুত্বপূর্ণ সময় পার করছে। আমরা আশা করি, তাঁরা এটুকু সহযোগিতা আমাদের করবেন।’
আওয়ামী লীগের বিচারের বিষয়েও কথা বলেন শফিকুর রহমান। তিনি বলেন, ‘এখনো আহত ব্যক্তিরা হাসপাতালের বিছানায় রয়েছেন। শহীদদের মা, বোন ও স্ত্রীরা কান্নাকাটি করছেন। এ এবস্থায় আওয়ামী লীগের বিচার অবশ্যই হতে হবে। তবে আমরা ন্যায়বিচার চাই।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: জ ম য় ত র আম র রমজ ন
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও কার্তুজ উদ্ধার
খাগড়াছড়িতে পুলিশের অভিযানে একটি এলজি ও একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা সদর পৌরসভার কলেজ গেইট মোহাম্মদপুর এলাকার পাহাড় থেকে এসব উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে- কলেজ গেইট মোহাম্মদপুর এলাকায় বেশ কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধার নেতৃত্বে সঙ্গীয় পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছতেই পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেখানে স্থানীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি এলজি (বন্দুক) ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে এবং পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।