বড় ম্যাচের আগে ছোট নিষেধাজ্ঞায় পার এমবাপ্পে
Published: 16th, April 2025 GMT
রিয়াল মাদ্রিদের সামনে বড় বড় পরীক্ষা অপেক্ষা করছে। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে কামব্যাকের আশা নিয়ে নামবে লস ব্লাঙ্কোসরা। এরপর বার্সেলোনার বিপক্ষে ২৬ এপ্রিল আছে কোপা দেল রে’র ফাইনাল।
ওই ম্যাচের আগে লা লিগায় বড় নিষেধাজ্ঞার শঙ্কায় ছিলেন রিয়ালের ফ্রান্সম্যান কিলিয়ান এমবাপ্পে। লা লিগা ও এর অর্ন্তভূক্ত প্রতিযোগিতায় দুই থেকে পাঁচ ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞার শঙ্কায় ছিলেন তিনি।
তবে ছোট শাস্তিতে পার পেয়ে গেছেন এমবাপ্পে। তাকে মাত্র এক ম্যাচ নিষিদ্ধ থাকতে হবে। যেটা লাল কার্ড পাওয়ার সাধারণ সাজা। এমবাপ্পে আলাভেসের বিপক্ষে ম্যাচে দলটির ডিফেন্ডার অ্যান্তোনিও ব্লাঙ্কেকে ভয়াবহ ফাউল করেছিলেন। ট্যাকলের আড়ালে তিনি ইচ্ছাকৃত ব্লাঙ্কোর গোড়ালির ওপরে লাথি মারেন বলে অভিযোগ তোলা হয়।
স্প্যানিশ ফুটবল ফেডারেশন এক বিবৃতি দিয়ে বলেছে, ‘এমবাপ্পেকে ম্যাচে অস্বাভাবিক ফাউলের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হলো। এছাড়া ৫২ ধারায় তাকে জরিমানা করা হবে।’
চ্যাম্পিয়ন্স লিগের পর রিয়াল মাদ্রিদ লিগে ২০ এপ্রিল অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ খেলবে। এমবাপ্পে ওই ম্যাচে খেলতে পারবেন না। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ সমান ম্যাচ খেলে বার্সার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থেকে পয়েন্ট টেবিলে দুইয়ে আছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক ল য় ন এমব প প এমব প প
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও কার্তুজ উদ্ধার
খাগড়াছড়িতে পুলিশের অভিযানে একটি এলজি ও একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা সদর পৌরসভার কলেজ গেইট মোহাম্মদপুর এলাকার পাহাড় থেকে এসব উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে- কলেজ গেইট মোহাম্মদপুর এলাকায় বেশ কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধার নেতৃত্বে সঙ্গীয় পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছতেই পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেখানে স্থানীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি এলজি (বন্দুক) ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে এবং পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।