আলিয়াঞ্জ অ্যারেনায় ইন্টার মিলান ম্যাচের ৮৮ মিনিটে গোল করে বায়ার্ন মিউনিখতে হারাবে তা হয়তো কেউ কল্পনাও করেনি। গত সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে স্বাগতিক দর্শকদের হতাশায় ডোবায় সিমিওন ইনজাগির দল। এই ম্যাচের আগে ঘরের মাঠে ২২ ম্যাচে অপরাজিত ছিল বাভারিয়ানরা। ইন্টার ২-১ গোলে বায়ার্ন মিউনিখের মাঠে জিতে সেই রেকর্ড ভাঙে।

সপ্তাহ পেরিয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে সান সিরোতে দিতে হবে অগ্নি পরীক্ষা। সেই পরীক্ষায় নামার আগে ইন্টারের ঘরের মাঠে জয়ের ঘোষণা দিয়েছে বায়ার্ন। জার্মানির সেরাা ক্লাবটি আজ দ্বিতীয় লেগে জিততে পারলে টানা ১৪ ম্যাচ পর হারের তিক্ত স্বাদ পাবে ইন্টার। অন্যদিকে ই নেরাজ্জুরিরা যদি জয়ের স্বাদ পায় তাহলে তিন বছরের মধ্যে দ্বিতীয়বার সেমি-ফাইনাল খেলার সুযোগ পাবে ইতালির ক্লাবটি। ইন্টার সেমিতে গেলে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে বার্সেলোনাকে। যাদের বিপক্ষে ২০১০ সালে সেমিফাইনাল জয়ের পর শিরোপাও জিতে ই নেরাজ্জুরিরা, তাতে পূর্ণ হয় ট্রেবল।

ইতিহাস আজ ইন্টারকেই এগিয়ে রাখছে। এর আগে এই প্রতিযোগিতায় ২৩ বার প্রথম লেগ জিতার পর কেবল ২ বার দ্বিতীয় লেগে জয়বঞ্চিত ছিল ক্লাবটি। বায়ার্নের রেকর্ডও খারাপ না। ইতালির মাঠে চারবার খেলে সবকটিতে তারা জিতেছে। আত্মবিশ্বাস বাড়ানোর রেকর্ড হচ্ছে, সেই চার ম্যাচে তারা এক গোলও হজম করেনি। এবারও রেকর্ড ধরে রাখতে আত্মবিশ্বাসী বায়ার্ন।

আরো পড়ুন:

‘ডার ক্লাসিকেরে’ বায়ার্নকে রুখে দিয়েছে ডর্টমুন্ড

কেইনের মাইলফলক ছোঁয়ার রাতে পাত্তা পেল না লেভারকুজেন 

বাভারিয়ান কোচ কোম্পানি বলেছেন, ‘‘দিন শেষে আমাদের জিততেই হবে। সবসময় ম্যাচ জিততে হবে। প্রথম লেগের ফল যাই হোক না কেন। আশা করছি, আজ একটি বিশেষ রাতের অভিজ্ঞতা হবে আমাদের।” দলের একাধিক খেলোয়াড় না থাকায় কিছুটা অস্বস্তিতে রয়েছেন কোম্পানি। ন্যুয়ের, মুসিয়ালা, দেভিসকে ছাড়াই নামতে হবে জার্মান জায়ান্টদের।

উল্টোদিকে প্রায় পূর্ণ শক্তির দল পাবেন ইন্টারের কোচ ইনজাগি। তাই হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার আশায় ফুটবলপ্রেমীরা। দুই দলের এখন পর্যন্ত কোনো লড়াই অমীমাংসিত থাকেনি। পাঁচবারের দেখায় বায়ার্ন তিনবার, ইন্টার দুইবার জিতেছে। এবার কার মুখে হাসি ফোটে, চ্যাম্পিয়নস লিগের শ্রেষ্ঠত্বের পুরস্কারের জন্য কে এগিয়ে যায় সেটাই দেখার।

ঢাকা/ইয়াসিন/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চ য ম প য়নস ল গ ইন ট র ম ল ন ইন ট র র কর ড

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও কার্তুজ উদ্ধার

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে একটি এলজি ও একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।  শুক্রবার সন্ধ্যায় জেলা সদর পৌরসভার কলেজ গেইট মোহাম্মদপুর এলাকার পাহাড় থেকে এসব উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে- কলেজ গেইট মোহাম্মদপুর এলাকায় বেশ কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধার নেতৃত্বে সঙ্গীয় পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছতেই পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেখানে স্থানীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি এলজি (বন্দুক) ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে এবং পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ