পরিবেশবান্ধব কৃষি, তামাকজনিত ক্ষতি হ্রাস এবং সড়ক নিরাপত্তা—এই তিনটি প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ হার্ম রিডাকশন ফাউন্ডেশন (বিএইচআরএফ)-এর প্রথম নীতিনির্ধারণী সংবাদ সম্মেলন। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত এ সম্মেলনে জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অংশ নেন।

সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল: জনস্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রে ক্ষতি হ্রাসে প্রমাণভিত্তিক কৌশল গ্রহণ এবং নীতিনির্ধারকদের সঙ্গে কার্যকর সংলাপ গড়ে তোলা।

অনুষ্ঠানের সূচনা বক্তব্যে বিএইচআরএফ-এর প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা.

মো. শরীফুল ইসলাম বলেন, “হার্ম রিডাকশন কোনো বিলাসিতা নয়, বরং বাংলাদেশের জন্য সময়োপযোগী ও প্রয়োজনীয় একটি পদক্ষেপ। আমাদের লক্ষ্য সমাজ, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞদের একত্রিত করে বাস্তবভিত্তিক সমাধান তৈরি করা।”

কৃষি খাতে নিরাপদ ও টেকসই কীটনাশক ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার দেবাশীষ চ্যাটার্জি। তিনি বলেন, “অসুরক্ষিত কীটনাশক ব্যবহার এখনো কৃষক ও পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। সুরক্ষা নিশ্চিত করতে হলে প্রশিক্ষণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থায় বিনিয়োগ বাড়াতে হবে।”

সড়ক নিরাপত্তা নিয়ে বক্তব্য দেন রোড সেফটি অ্যাডভোকেট সালাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, “সড়ক দুর্ঘটনা এখনও বাংলাদেশের জন্য একটি বড় জনস্বাস্থ্য সংকট। নিরাপদ সড়ক, দক্ষ চালক এবং ট্রাফিক আইন বাস্তবায়নের বিষয়গুলো সমানভাবে গুরুত্বপূর্ণ।”

আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ডেলন হিউম্যান তামাক নিয়ন্ত্রণে বিকল্প পন্থার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ কৌশলের পাশাপাশি নিকোটিনের নিরাপদ বিকল্প বিবেচনায় নেওয়া দরকার। এ ধরনের কৌশল প্রথাগত নিষেধাজ্ঞার পাশাপাশি কার্যকর হতে পারে।”

সম্মেলনের শেষ অংশে সাংবাদিকদের জন্য একটি প্রশ্নোত্তর পর্ব আয়োজন করা হয়। সেখানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা জনস্বাস্থ্য উন্নয়নে বিএইচআরএফ-এর এই উদ্যোগকে স্বাগত জানান।

ঢাকা/এনএইচ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জনস ব স থ য র জন য

এছাড়াও পড়ুন:

হার্ম রিডাকশনের প্রথম উদ্যোগে জনস্বাস্থ্য নীতিতে নতুন আহ্বান

পরিবেশবান্ধব কৃষি, তামাকজনিত ক্ষতি হ্রাস এবং সড়ক নিরাপত্তা—এই তিনটি প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ হার্ম রিডাকশন ফাউন্ডেশন (বিএইচআরএফ)-এর প্রথম নীতিনির্ধারণী সংবাদ সম্মেলন। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত এ সম্মেলনে জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অংশ নেন।

সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল: জনস্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রে ক্ষতি হ্রাসে প্রমাণভিত্তিক কৌশল গ্রহণ এবং নীতিনির্ধারকদের সঙ্গে কার্যকর সংলাপ গড়ে তোলা।

অনুষ্ঠানের সূচনা বক্তব্যে বিএইচআরএফ-এর প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. মো. শরীফুল ইসলাম বলেন, “হার্ম রিডাকশন কোনো বিলাসিতা নয়, বরং বাংলাদেশের জন্য সময়োপযোগী ও প্রয়োজনীয় একটি পদক্ষেপ। আমাদের লক্ষ্য সমাজ, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞদের একত্রিত করে বাস্তবভিত্তিক সমাধান তৈরি করা।”

কৃষি খাতে নিরাপদ ও টেকসই কীটনাশক ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার দেবাশীষ চ্যাটার্জি। তিনি বলেন, “অসুরক্ষিত কীটনাশক ব্যবহার এখনো কৃষক ও পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। সুরক্ষা নিশ্চিত করতে হলে প্রশিক্ষণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থায় বিনিয়োগ বাড়াতে হবে।”

সড়ক নিরাপত্তা নিয়ে বক্তব্য দেন রোড সেফটি অ্যাডভোকেট সালাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, “সড়ক দুর্ঘটনা এখনও বাংলাদেশের জন্য একটি বড় জনস্বাস্থ্য সংকট। নিরাপদ সড়ক, দক্ষ চালক এবং ট্রাফিক আইন বাস্তবায়নের বিষয়গুলো সমানভাবে গুরুত্বপূর্ণ।”

আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ডেলন হিউম্যান তামাক নিয়ন্ত্রণে বিকল্প পন্থার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ কৌশলের পাশাপাশি নিকোটিনের নিরাপদ বিকল্প বিবেচনায় নেওয়া দরকার। এ ধরনের কৌশল প্রথাগত নিষেধাজ্ঞার পাশাপাশি কার্যকর হতে পারে।”

সম্মেলনের শেষ অংশে সাংবাদিকদের জন্য একটি প্রশ্নোত্তর পর্ব আয়োজন করা হয়। সেখানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা জনস্বাস্থ্য উন্নয়নে বিএইচআরএফ-এর এই উদ্যোগকে স্বাগত জানান।

ঢাকা/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ