Samakal:
2025-04-18@23:23:13 GMT

মেয়েকে হাফেজ বানাতে চান বাবা

Published: 16th, April 2025 GMT

মেয়েকে হাফেজ বানাতে চান বাবা

টাঙ্গাইলের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নববর্ষের প্রথম প্রহর সকাল ৬টা ৩০মিনিটে মাওলানা আবু ইউসুব আলী ও জুমা খাতুন দম্পতি একটি কন্যা সন্তানের জন্ম দেন। ইউসুবের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার অলোয়া তারিনী।  

হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল ৬টা সময় প্রসব ব্যথা নিয়ে জুমা খাতুন হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নাছিমা বেগম স্বাভাবিকভাবেই কোনো অপারেশন ছাড়াই প্রসবের চেষ্টা করেন। পরে ৬টা ৩০ মিনিটে স্বাভাবিকভাবেই মায়ের কোল আলো করে একটি কন্যা সন্তানের জন্ম হয়। জুমা খাতুনের তিন বছরের আরও একটি কন্যা সন্তান রয়েছে। তার নাম নিহলা।

নবজাতক শিশুর বাবা ইউসুব আলী টাঙ্গাইল সদর উপজেলার শহর বাইপাস নগড়জলফই জামিয়া আশরাফিয়া দারুল উলুম মাদ্রাসার শিক্ষক ও আশেকপুর বাইতুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব। তিনি হাফেজ মওলানা ও মুফতি। স্ত্রী জুমা খাতুন এসএসসি পাস। তিনি গৃহিনী। নববর্ষের দিনে কন্যা সন্তানের জন্ম হওয়াতে তিনি খুবই খুশি। তিনি মেয়েকে কোরআনের হাফেজ শিক্ষা দিয়ে খাটি মুমিন বানাতে চান।

জুমা খাতুন ছবি তুলতে অপারগতা জানিয়ে বলেন, আমি খুব খুশি। বাংলা বছরের প্রথমদিন সন্তানের জন্ম হয়েছে। সন্তানকে আমি ধর্মীয় শিক্ষার পাশাপাশি উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চাই। মেয়ে যেন মানুষ হয়।

তিনি আরও জানান, গর্ভবতীকালীন পুরো সময়টাই তিনি সুস্থ ছিলেন। সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানা সংলগ্ন ব্রাহ্মণ গ্রামে তার বাবার বাড়ি। সন্তান গর্ভে আসার পাঁচ মাস পর বাবার বাড়ি চলে যান। সেখানে বাড়ির সবাই তার যত্ন নিয়েছে। যেহেতু আগে তার একটি মেয়ে সন্তান রয়েছে তাই বাচ্চা পেটে থাকলে কিভাবে চলতে হবে তার নিয়ম কানুন আগেই জানা ছিল। তাছাড়া পাশেই একটি ক্লিনিকে একজন গাইনি ডাক্তারের কাছে গিয়ে দুইবার পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন। ডাক্তার সামান্য কিছু ওষুধ লিখে দিয়েছিল তাই খেয়েছেন। এপ্রিল মাসের ১৭ তারিখে ডেলিভারির তারিখ ছিল। একমাস আগেই বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি টাঙ্গাইলের অলোয়া তারিনীতে চলে আসে। 

পরিবারটি অত্যন্ত রক্ষণশীল। সবাই পাঁচওয়াক্ত নামাজ পড়েন। পর্দা করেন। একারণে শিশুটির মায়ের ছবি তুলতে বার বার নিষেধ করেছেন বাবা ইউসুব আলী। স্ত্রীর কোনো ভিডিও করতে দেননি। ইউসুব আলী মাদ্রাসায় থাকেন। সন্ধ্যার সময় জানতে পারেন স্ত্রীর প্রসব ব্যথা উঠেছে। তখনি চলে আসেন বাড়িতে। রাত দুইটা তিনটার দিকে ব্যথা একটি বেশি উঠলে চাচী ও এক ফুপু নরমাল ডেলিভারির চেষ্টা করেন। তবে ঝুঁকি নিতে চাননি পরিবারের কেউ। তাই পহেলা বৈশাখ ভোর ৫টার দিকে একটি অটোরিকশায় চড়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। ৬টা সময় ভর্তি হন গাইনি বিভাগে। পরে ৬টা ৩০ মিনিটে নরমালি মায়ের কোল আলো করে ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম হয়। 

ইউসুব আলী বলেন, স্ট্রেচারে করে স্ত্রীকে ডেলিভারি রুমে নেওয়ার সময় খুবই উত্তেজনায় ছিলাম। আর আল্লাহর কাছে শুধু দোয়া করেছি সন্তান ও মা যেন সুস্থ থাকে। নার্স এসে যখন বললেন আপনার কন্যা সন্তান হয়েছে তখন কি যে আনন্দ বলে বোঝাতে পারব না। আমার মা রোমেছা খাতুন প্রথম তার নাতনীকে কোলে তুলে নেয়। এর পর আমি ইসলামীর বিধান মতে কন্যার ডান কানে আযান ও বাম কানে একামত দেই। বাচ্চা ও তার মা সুস্থ রয়েছে। তাকে মায়ের দুধ খাওয়ানা হচ্ছে। ওজন হয়েছে পৌনে তিন কেজি। প্রথম মেয়ের নাম আমি রেখেছিলাম। বাড়িতে নিয়ে আমি কন্যার নাম রাখব। তবে যেহেতু সাতদিনের মধ্যে নাম রাখতে হয়। তাই চিন্তা ভাবনা করে দ্বীনি ইসলামের দেওয়া একটি সুন্দর নাম রাখবো। এছাড়া সাত দিনের মধ্যে মাথার চুল ফেলে দিয়ে একটি ছাগল জবাই দিয়ে আকিকা করব। বছরের প্রথম দিন বাচ্চা হবে এটা ভাবেনি। আমি খুব খুশি হয়েছি যে পহেলা বৈশাখ জন্ম নিয়েছে। মেয়ের আর জন্ম তারিখ বলতে হবে না শুধু বলবে বছরের প্রথম দিন আমার জন্ম। 

তিনি বলেন, মেয়ের মায়ের স্বাস্থ্য ভালো ছিল। ভালোভাবেই খাওয়া দাওয়া করতে পারত। তেমন কোনো আশঙ্কা ছিল না। হাসপাতালের সবাই আন্তরিক ছিল। নার্স ওয়ার্ডবয় সবাই সহযোগিতা করেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কেউ নববর্ষের শুভেচ্ছা জানায়নি। এছাড়াও হাসপাতাল থেকে পহেলা বৈশাখের কোনো অনুষ্ঠান শোনা যায়নি। সমকালের পক্ষ থেকে প্রজন্ম বরণ উৎসব উপলক্ষে আমাদেরকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানানো হয়েছে। একারণে সমকালের এমন উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। 

২০১৯ সালে পারিবারিকভাবে তাদের বিয়ে ঠিক হয়। হঠাৎ করে চলে আসে করোনা মহামারি। চিন্তায় পরে যান বাড়ির সবাই বিয়ে হবে কি হবে না। ইমামতি ও মাদ্রাসায় শিক্ষকতা করে সংসার চালান। হঠাৎ করে সব বন্ধ হয়ে যায়। কি করবেন দিশেহারা হয়ে পড়েন। এদিকে বিয়েও ঠিক হয়েছে। পরে ঝুঁকি নিয়েই করোনা মহামারির মধ্যেই ২০১৯ সালের শেষের দিকে বিয়ে করেন। দুই বছর পর তাদের কোলে আসে প্রথম কন্যা সন্তান। এটি তাদের দ্বিতীয় সন্তান।

লেবার রুম থেকে প্রথমবার বাচ্চাকে কোলে তুলে নেন দাদি রোমেচা খাতুন।  প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি খুব খুশি হয়েছি। পহেলা বৈশাখ নাতনির জন্ম হবে এটা ভাবতেও পারেনি।

হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নাছিমা বেগম বলেন, প্রসব ব্যথা নিয়ে তিনি আমাদের কাছে আসেন। এখানে ভর্তি হওয়ার আধা ঘণ্টার মধ্যে চেষ্টা করার পর কন্যা সন্তানের জন্ম হয়। শিশুর পৌনে তিন কেজি ওজন হয়েছে। মা ও শিশু সুস্থ আছে। শিশুকে মায়ের বুকের দুধ খাওয়া হচ্ছে। বিকেলেই তাদের ছুটি দেওয়া হয়েছে।  

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র প রথম বছর র প রসব

এছাড়াও পড়ুন:

নববর্ষের ২দিন পর শোভাযাত্রা, অংশ না নেওয়ায় খাবার বন্ধ করলেন প্রাধ্যক্ষ

'এবারের বৈশাখের স্বপ্ন-শপথ, আগামীর বৈষম্যের বাংলাদেশ' প্রতিপাদ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে দুইদিন পর আনন্দ শোভাযাত্রা করা হয়েছে।

এদিকে, এ শোভাযাত্রায় অংশগ্রহণ না করায় খালেদা জিয়া হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জালাল উদ্দীন ডাইনিংয়ে খাবার বন্ধ করার ঘোষণা দিয়েছেন। এতে দুপুরের খাবার নিয়ে চরম ভোগান্তিতে পড়েন আবাসিক শিক্ষার্থীরা। এতে ক্ষিপ্ত হয়ে প্রাধ্যক্ষের পদত্যাগের দাবি করেন তারা। 

বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাংলা মঞ্চে এসে শেষ হয়।

আরো পড়ুন:

কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবি ইবি শিক্ষার্থীদের

কুয়েটের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি ইবি ছাত্র ইউনিয়নের

এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার অধ্যাপক মনজুরুল হক, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মী, আবাসিক হল ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারীরা অংশগ্রহণ করেন। 

শোভাযাত্রায় শিক্ষার্থীরা বর-কনে, কৃষক, জমিদার, কুলি, চাষী, জেলে, বিশ্বকবি রবীন্দ্রনাথ, জাতীয় কবি নজরুল, আবু সাইস-মুগ্ধসহ ফ্যাসিবাদের প্রতিকৃতি, ফিলিস্তিনের নির্যাতিত মানুষের দৃষ্টান্ত, ঐতিহ্যবাহী পালকি, ঢেঁকি, গরু ও মহিষের গাড়ি, সম্প্রীতির প্রতিচ্ছবিসহ নানা চরিত্র উপস্থাপন করেন।

এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হয়।

নববর্ষের দুইদিন পর শোভাযাত্রার বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক এম এয়াকুব আলী বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয় শহর থেকে অনেক দূরে হওয়ায় ক্যাম্পাস বন্ধের দিন শিক্ষার্থীরা উপস্থিত খুব একটা হয় না। যেহেতু আমাদের মূল আয়োজন শিক্ষার্থীদের নিয়েই, সেহেতু তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের লক্ষ্যে ক্যাম্পাস খোলার দিন আয়োজন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আশা করি, প্রোগ্রামটি প্রাণবন্ত হয়েছে।” 

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। আজকের শোভাযাত্রা আমাদের জন্য আনন্দের মেলা। এটি বাঙালি ও বাংলাদেশি সংস্কৃতির ধারাবাহিকতার অংশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ঐক্য আমরা গড়েছি, সেই ঐক্য হবে আগামীর বাংলাদেশ গড়ার ভিত্তি। আমরা এই ঐক্য নিয়ে এগিয়ে যাব শিক্ষা ও গবেষণার পথে।”

এদিকে খালেদা জিয়া হল ডাইনিংয়ের খাবার বন্ধের বিষয়ে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, নববর্ষ উপলক্ষে হলটিতে দুপুরে পান্তাভাত, ভর্তা ও রুই মাছ ভাজির বিশেষ আয়োজন করা হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের নিয়ে একটি র‍্যালিরও পরিকল্পনা ছিল। কিন্তু আশানুরূপ সংখ্যক শিক্ষার্থী উপস্থিত না হওয়ায় প্রাধ্যক্ষ হতাশ হয়ে তাৎক্ষণিকভাবে দুপুরের খাবার পরিবেশন বন্ধ ঘোষণা করেন। একইসঙ্গে রাত ৯টায় শিক্ষার্থীদের নিয়ে একটি মিটিং ডাকার নির্দেশ দেন। এটা খুবই দুঃখজনক।

শিক্ষার্থীদের দাবি, প্রাধ্যক্ষ শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কাজ করেছেন। এজন্য অনতিবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে।

না প্রকাশে অনিচ্ছুক হল ডাইনিংয়ের এক কর্মকর্তা জানান, রাত ২টা থেকে রান্নার প্রস্তুতি শুরু হয়। দুপুরের আগে সবকিছু প্রায় প্রস্তুত থাকলেও শেষ মুহূর্তে প্রাধ্যক্ষ স্যার রান্না বন্ধ করতে বলেন।”

অভিযোগের বিষয়ে খালেদা জিয়া হল প্রাধ্যক্ষ জালাল উদ্দীন বলেন, “প্রশাসনের নির্দেশনা অনুযায়ী প্রতি বছরের ন্যায় হল থেকেও আমরা অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছিলাম। একটা হলে ৪০০ মেয়ে আছে, অথচ সেখানে ৬/৭ জন উপস্থিত হয়। আমাদের ব্যান্ড পার্টি ছিলো, এই সাতজন নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করা সম্ভব না হওয়ায় পরিকল্পনা বাদ দেই। আর অল্প সময়ের মধ্যে ডাইনিংয়ের খাবারের ব্যবস্থা করা খুবই কষ্টসাধ্য ছিল। তাই সাড়ে ১১টার দিকে নোটিশে জানিয়ে দেওয়া হয়. দুপুরের খাবারের ব্যবস্থা করা হবে না।  

শিক্ষার্থীদের পদত্যাগ দাবির প্রেক্ষিতে তিনি বলেন, “এ ব্যাপারে ইবি প্রশাসন সিদ্ধান্ত নেবে।”

ঢাকা/তানিম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • ইউসিবি বৈশাখী ফেস্টিভ্যালের বর্ণিল উদ্বোধন
  • গোপালগঞ্জে ঐতিহ্যবাহী চড়ক ঘুল্লী অনুষ্ঠিত
  • ডিসি হিলে নববর্ষের অনুষ্ঠান হলো না কেন
  • ‘মেয়েকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো’
  • মানুষের মত মানুষ হিসেবে বড় করে তুলবো
  • ‘নববর্ষে আসা মেয়েটি ঘুরিয়ে দিতে পারে ভাগ্যের চাকা’ 
  • ‘এই নিন আপনার পহেলা বৈশাখ’
  • হা-ডু-ডু খেলে দর্শক মাতালেন দৃষ্টিপ্রতিবন্ধীরা
  • নববর্ষের ২দিন পর শোভাযাত্রা, অংশ না নেওয়ায় খাবার বন্ধ করলেন প্রাধ্যক্ষ