খুলনায় আ. লীগ নেতাকে আটক করে ছেড়ে দিয়েছে পুলিশ
Published: 16th, April 2025 GMT
খুলনা মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বীরেন্দ্রনাথ ঘোষকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ১টার দিকে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বিষয়টি স্বীকার করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম।
এর আগে, একইদিন রাত পৌনে ১১টার দিকে নগরের সদর থানার সাহেবের কবরখানা এলাকা থেকে বীরেন্দ্রনাথ ঘোষকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আরো পড়ুন:
ছাত্রলীগের দু’গ্রুপের কথা-কাটাকাটি, ছুরিকাঘাতে প্রাণ গেল এক জনের
গাইবান্ধার সাবেক এমপি শাহ সারোয়ার দিনাজপুরে গ্রেপ্তার
মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম বলেন, “আওয়ামী লীগ নেতা বীরেন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে। সেসব অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য জিজ্ঞাসাবাদ করতে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।”
এর আগে মঙ্গলবার আটকের পর তৈমুর ইসলাম বলেছিলেন, “বীরেন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। বর্তমান সরকারের কর্মকাণ্ড সম্পর্কে তার প্রকৃত অবস্থান জানতেই তাকে জিজ্ঞাসাবাদ জন্য আটক করা হয়েছে।”
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ
এছাড়াও পড়ুন:
জিনদের আহার্য
মহানবী (সা.) একবার তার সাহাবি আবু হুরায়রা (রা.)-কে বললেন কিছু পাথর নিয়ে আসতে। তবে হাড় বা গোবর আনতে নিষেধ করলেন। আবু হুরায়রা (রা.) কাপড়ে করে কিছু পাথর এনে সেগুলো নবীজি (সা.)-এর পাশে রেখে চলে গেলেন। নবীজি (সা.) কাজ সেরে ফিরে আসার পর আবু হুরাইরা জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসুল, হাড় ও গোবরে সমস্যা কী? তিনি উত্তরে বললেন, সেগুলো জিনদের খাবার। নাসিবিন শহরে (সিরিয়া ও ইরাকের মধ্যে আলজাযিরার একটি নগরী) জিনদের একটি প্রতিনিধি দল এসেছিল। তারা সবাই খুব ভালো জিন। আমার কাছে খাবার সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি। তাই তারা যে হাড় বা গোবরের পাশ দিয়ে যাবে, তাতেই নিজেদের জন্য খাবার খুঁজে পাবে। (বুখারি, হাদিস: ৩,৫৭৮)
আরও পড়ুনইবলিস কি জিন নাকি ফেরেশতা১৬ মার্চ ২০২৫তাই কেউ যদি বিসমিল্লাহ বলে খাবার খায় এবং হাড় থেকে মাংস খাওয়ার পর নাপাক স্থানে না ফেলে, মুমিন জিনেরা সেই হাড় হাতে নিলে তাতে গোশত ফিরে আসবে। (তিরমিজি, হাদিস: ৩,২৫৮)
আর দুষ্ট জিন ও শয়তানরা খায় এমন খাবার, যাতে আল্লাহর নাম উচ্চারণ করা হয় না। যেসব খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা হয়, সেগুলো তারা ছুঁয়েও দেখে না।
গোবরে জিনদের পশুদের জন্য খাবার জমা হয়। তার মানে জিনদের পোষা প্রাণী আছে এবং তারা তাতে আরোহণ করে। রাসুল (সা.) বলেছেন, ‘গোবর বা হাড় নাপাকি পরিষ্কারের কাজে ব্যবহার করো না। কারণ এগুলো তোমাদের ভাই জিনদের খাবার।’ (তিরমিজি, হাদিস: ১৮)
আরও পড়ুনকোরআন শুনে একদল জিন ইসলাম ধর্ম গ্রহণ করেন০৬ আগস্ট ২০২৩