প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় অসন্তুষ্ট বিএনপি
Published: 16th, April 2025 GMT
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমাসহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধিদল। কিন্তু, বৈঠকে জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে ‘সুনির্দিষ্ট রূপরেখা’ না পাওয়ায় অসন্তুষ্ট দলটি।
বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেস ব্রিফিংয়ে বলেছেন, নির্বাচনের সুনির্দিষ্ট কোনো সময়সীমা দেননি প্রধান উপদেষ্টা। তবে, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে ভোটের কথা বলেছেন তিনি। এতে বিএনপি সন্তুষ্ট নয়।
বিএনপির মহাসচিব আশঙ্কা প্রকাশ করেছেন যে, ডিসেম্বরে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে।
তিনি বলেছেন, পরিস্থিতি খারাপ হলে নিয়ন্ত্রণ করা কঠিন হবে। ডিসেম্বরেই নির্বাচন চায় বিএনপি।
এর আগে দুপুর ১২টা ৫ মিনিটে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে তারা যমুনায় প্রবেশ করেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক দুপুর ২টার দিকে শেষ হয়।
বিএনপির প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন— দলের স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং হাফিজ উদ্দিন আহমেদ।
ঢাকা/হাসান/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পানি উন্নয়ন বোর্ডের ২৭৭ পদের আবেদন শেষ কাল
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ছয় ক্যাটাগরির পদে জনবল নিয়োগে আবেদনের সময়সীমা বৃদ্ধি করেছে। এ প্রতিষ্ঠানে ছয় ক্যাটাগরির পদে ৯ম থেকে ১৬তম গ্রেডে ২৭৭ কর্মী নিয়োগ দেওয়া হবে। এসব পদে আবেদনের শেষ সময় ছিল ১০ এপ্রিল। এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এসব পদে আবেদনের সময়সীমা ১৭ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম: সহকারী প্রকৌশলী (পুর)পদসংখ্যা: ৫০
গ্রেড: নবম
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
২. পদের নাম: সহকারী পরিচালক (প্রশাসন)পদসংখ্যা: ৬
গ্রেড: নবম
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৩. পদের নাম: উপসহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (পুর)/প্রাক্কলনিকপদসংখ্যা: ১০২
গ্রেড: দশম
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
৪. পদের নাম: উপসহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (যান্ত্রিক/বিদ্যুৎ)পদসংখ্যা: ২২
গ্রেড: ১০
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
আরও পড়ুনপল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, ৩৩৪ পদে আবার বিজ্ঞপ্তি২৫ মার্চ ২০২৫৫. পদের নাম: হিসাবরক্ষকপদসংখ্যা: ১৯
গ্রেড: ১২
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা।
৬. পদের নাম: হিসাব করণিকপদসংখ্যা: ৭৮
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
প্রার্থীর বয়স৩২ বছরের মধ্যে হতে হবে (১ মার্চ ২০২৫ তারিখে)।
আরও পড়ুনজীবন বীমা করপোরেশনে বড় নিয়োগ, নেবে ৫৪০ জন১২ এপ্রিল ২০২৫আবেদন যেভাবেআগ্রহী প্রার্থীদের পানি উন্নয়ন বোর্ডের নিয়োগসংক্রান্ত পোর্টালে লগইন করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদন ফিআবেদন ফি বাবদ ১ থেকে ৪ নম্বর পদের জন্য ২০০ টাকা, ৫ নম্বর পদের জন্য ১৫০ এবং ৬ নম্বর পদের জন্য ১০০ টাকা প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৭ এপ্রিল ২০২৫, বিকেল ৪টা পর্যন্ত।
আরও পড়ুনকানাডা ইমিগ্রেশনে নতুন দিগন্ত: ফ্রেঞ্চ ভাষা জানলেই মিলছে বাড়তি সুযোগ৪ ঘণ্টা আগে