যুবদল নেতা রনজিত বিশ্বাসের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে সাধারণ জনগণের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। বক্তারা অভিযোগ করেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের পলাতক সভাপতি শামীম হকের অন্যতম সহযোগী লাবলু, রকি, সজিব ও আজাদ এই হামলার সঙ্গে জড়িত।

বক্তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে থানাঘেরাও কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, যুগ্ম সম্পাদক শাহরিয়ার হোসেন জুয়েল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক নিতাই রায় চৌধুরী, সদস্য সচিব সুব্রত রবিদাস এবং আহত রনজিত বিশ্বাসের স্ত্রী ইপা বিশ্বাস।

গত ৪ এপ্রিল রাতে বাড়ি ফেরার পথে রনজিত বিশ্বাসের উপর ধারালো অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা হামলা চালায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: রনজ ত

এছাড়াও পড়ুন:

পঞ্চগড়ে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে গণজমায়েত

চীনের অর্থায়নে প্রস্তাবিত এক হাজার শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতাল পঞ্চগড়ে স্থাপনের দাবিতে গণজমায়েত ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

আজ বুধবার বেলা ১১টার পর ‘পঞ্চগড় জেলাবাসী’র ব্যানারে জেলা জজ আদালত চত্বরের সামনে এবং পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের পাশে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ জড়ো হন। পরে একটি মিছিল বের হয়ে শহরের চৌরঙ্গী মোড়ে যায়। সেখানে মহাসড়কে গণজমায়েত ও মানববন্ধন হয়।

ঘণ্টাব্যাপী কর্মসূচির কারণে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে।

সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরহাদ হোসেন, জামায়াতে ইসলামীর জেলা আমির ইকবাল হোসাইন, সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম, আইনজীবী মাহমুদ আল মামুন, বাপার আজহারুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, ‘চীনের অর্থায়নে বাংলাদেশে একটি এক হাজার শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। আমরা মনে করি, পঞ্চগড়ই এ হাসপাতাল স্থাপনের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান। মেডিকেল কলেজ ও হাসপাতাল পঞ্চগড়ে হলে ভুটান, নেপাল ও চীনের ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করতে আসবেন। চিকিৎসাসেবা নিতে আসবেন। পঞ্চগড়ের মানুষও বিশ্বমানের চিকিৎসাসেবা পাবেন।’

বক্তারা অভিযোগ করেন, পঞ্চগড় এখনো চিকিৎসাসেবার দিক থেকে অবহেলিত। পাশের জেলা নীলফামারী, দিনাজপুর ও রংপুরে মেডিকেল কলেজ ও হাসপাতাল থাকলেও পঞ্চগড়ে নেই। এখানকার হাসপাতালেও পর্যাপ্ত চিকিৎসক ও আধুনিক সুবিধা নেই। রোগীদের রংপুর বা দিনাজপুরে পাঠাতে হয়, অনেক সময় পথেই মারা যান তাঁরা।

বক্তারা বলেন, জমির প্রয়োজন হলে এখনই তাঁরা জমি দিতে প্রস্তুত। তবু পঞ্চগড়ের অবহেলিত মানুষের কথা বিবেচনা করে এই জেলায় হাসপাতালটি করা হোক। পঞ্চগড়ে শুধু ১২ একর জমি নয়, শত শত একর নির্ভেজাল জমি আছে। মেডিকেল কলেজ ও হাসপাতাল করার জন্য সরকার চাইলেই তাঁরা দিতে প্রস্তুত। তাঁরা চান, হাসপাতালটি পঞ্চগড়েই হোক। না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন।

সমাবেশে আগামী শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজের পর একই দাবিতে আবারও গণজমায়েতের ঘোষণা দেওয়া হয়। এর পর থেকে লাগাতার কর্মসূচি চলবে বলেও জানানো হয়। এর আগে গত সোমবার চৌরঙ্গী মোড়ে একই দাবিতে মানববন্ধন করেন জেলার লোকজন।

সম্পর্কিত নিবন্ধ

  • কুয়েট উপাচার্যের পদত্যাগের এক দফা দাবির বিপক্ষে মানববন্ধন, সমাবেশ
  • পঞ্চগড়ে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে গণজমায়েত
  • পাবনায় নিখোঁজ শিশুর মুখ–ঝলসানো লাশ উদ্ধারের ঘটনায় মামলা, ধর্ষণের আলামত পায়নি পুলিশ
  • কুয়েটে ভিসির পদত্যাগের পক্ষে-বিপক্ষে পাল্টা-পাল্টি বিক্ষোভ
  • হাসপাতাল চালুর দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন
  • সুনামগঞ্জ মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের ক্লাস বর্জন
  • কুয়েট শিক্ষার্থীদের বহিষ্কারের প্রতিবাদে বুয়েটে মানববন্ধন
  • কুয়েটের ঘটনায় নিন্দা জানিয়ে বুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন
  • পঞ্চগড়ে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন