নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ জানতে যমুনায় বিএনপি
Published: 16th, April 2025 GMT
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ জানতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় গেছে বিএনপির প্রতিনিধি দল।
বুধবার বেলা ১২টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের উদ্দেশ্য তারা যমুনায় যান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত আছেন, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ
এছাড়াও পড়ুন:
চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস নিয়োগ কার্যক্রম
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের চাকরির সুযোগ করে দিতে গত রোববার চুয়েটে ক্যাম্পাস নিয়োগ বা রিক্রুটমেন্ট কার্যক্রম পরিচালনা করেছে হুয়াওয়ে। এ কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সদ্য স্নাতক সম্পন্ন করা প্রায় ৩০০ শিক্ষার্থী এমসিকিউ পরীক্ষায় অংশ নেন। এরপর এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সরাসরি সাক্ষাৎকার নেওয়া হয়। নির্বাচিত শিক্ষার্থীরা শিগগিরই হুয়াওয়েতে চাকরির সুযোগ পাবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে হুয়াওয়ে বাংলাদেশ।
এ বিষয়ে হুয়াওয়ের মানবসম্পদ বিভাগের পরিচালক লিনজিয়াও বলেন, ‘নিয়মিত ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজনের মাধ্যমে আমরা সদ্য স্নাতক সম্পন্নকারীদের জন্য কাজের সুযোগ তৈরি করে থাকি যাতে তারা দেশের প্রযুক্তিগত উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। হুয়াওয়ে সদ্য স্নাতক সম্পন্নকারী ও অভিজ্ঞ কর্মীদের এক পরিবার এবং এই সমন্বয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সদ্য স্নাতক সম্পন্নকারীরা নতুন ধারণা নিয়ে আসতে পারেন। চুয়েটে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছেন এবং আমরা তাদেরকে হুয়াওয়ের অন্তর্ভুক্ত করতে পেরে আনন্দিত।’
ক্যাম্পাস নিয়োগ কার্যক্রমে চুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মোহাম্মদ সামসুল আরেফিন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী হাসান চৌধুরী, হুয়াওয়ের জ্যেষ্ঠ মানবসম্পদ ব্যবস্থাপক মো. ফারা নেওয়াজ, মানবসম্পদ ব্যবস্থাপক ওমর হায়দার মাসফিক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।