ক্রাউন সিমেন্টের উদ্যোক্তার ৩০ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা
Published: 16th, April 2025 GMT
পুঁজিবাজারে সিমেন্ট খাতে তালিকাভুক্ত কোম্পানি ক্রাউন সিমেন্ট পিএলসির একজন উদ্যোক্তা পরিচালক ৩০ লাখ শেয়ার হস্তান্তর করার ঘোষণা দিয়েছেন।
বুধবার (১৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ক্রাউন সিমেন্ট পিএলসির উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ৩০ লাখ শেয়ার হস্তান্তর করার আগ্রহ প্রকাশ করেছেন। কোম্পানিটির এই পরিচালক তার স্ত্রী মাসুমা বেগমকে ১৫ লাখ ও মেয়ে সাদমান সাইকা সেফাকে ১৫ লাখ শেয়ার উপহার হিসেবে দেবেন।
আগামী ৩০ এপ্রিলের মধ্যে উল্লিখিত পরিমাণ শেয়ার ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে হস্তান্তর করা সম্পন্ন হবে।মাসুমা বেগম ও সাদমান সাইকা সেফা কোম্পানিটির সাধারণ শেয়ারহোল্ডার।
ঢাকা/এনটি/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস নিয়োগ কার্যক্রম
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের চাকরির সুযোগ করে দিতে গত রোববার চুয়েটে ক্যাম্পাস নিয়োগ বা রিক্রুটমেন্ট কার্যক্রম পরিচালনা করেছে হুয়াওয়ে। এ কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সদ্য স্নাতক সম্পন্ন করা প্রায় ৩০০ শিক্ষার্থী এমসিকিউ পরীক্ষায় অংশ নেন। এরপর এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সরাসরি সাক্ষাৎকার নেওয়া হয়। নির্বাচিত শিক্ষার্থীরা শিগগিরই হুয়াওয়েতে চাকরির সুযোগ পাবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে হুয়াওয়ে বাংলাদেশ।
এ বিষয়ে হুয়াওয়ের মানবসম্পদ বিভাগের পরিচালক লিনজিয়াও বলেন, ‘নিয়মিত ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজনের মাধ্যমে আমরা সদ্য স্নাতক সম্পন্নকারীদের জন্য কাজের সুযোগ তৈরি করে থাকি যাতে তারা দেশের প্রযুক্তিগত উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। হুয়াওয়ে সদ্য স্নাতক সম্পন্নকারী ও অভিজ্ঞ কর্মীদের এক পরিবার এবং এই সমন্বয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সদ্য স্নাতক সম্পন্নকারীরা নতুন ধারণা নিয়ে আসতে পারেন। চুয়েটে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছেন এবং আমরা তাদেরকে হুয়াওয়ের অন্তর্ভুক্ত করতে পেরে আনন্দিত।’
ক্যাম্পাস নিয়োগ কার্যক্রমে চুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মোহাম্মদ সামসুল আরেফিন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী হাসান চৌধুরী, হুয়াওয়ের জ্যেষ্ঠ মানবসম্পদ ব্যবস্থাপক মো. ফারা নেওয়াজ, মানবসম্পদ ব্যবস্থাপক ওমর হায়দার মাসফিক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।