সাতরাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ
Published: 16th, April 2025 GMT
রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন সরকারি–বেসরকারি পলিটেকনিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বুধবার সকাল ১০টার পর শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে অবস্থান নেন। সকাল সাড়ে ১০টার দিকে সড়ক আটকে রাখায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
সাতরাস্তায় সড়ক অবরোধকারীদের মধ্যে সরকারি–বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ-টিএসসিসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীরা রয়েছেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী শামীমুর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে প্রায় এক হাজার শিক্ষার্থী সড়ক অবরোধ করেছেন। এর আগে যে ছয় দফা দাবিতে তাঁরা সড়কে নেমেছিলেন, আজও একই দাবিতে সড়কে অবস্থান নিয়েছেন।
শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল করতে হবে। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: সড়ক অবর ধ সড়ক অবর সরক র
এছাড়াও পড়ুন:
ধূপখোলা মাঠ দখল করে চলেছে বৈশাখী মেলা
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কোনো অনুমতি ছাড়াই রাজধানীর গেন্ডারিয়া এলাকার ধূপখোলা মাঠে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।
সরকারি এ জমিটি দখল করে স্থানীয় ‘ইস্ট অ্যান্ড ক্লাব’ এর উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। আয়োজকরা এ মেলার কারণে সরকারি এ জায়গা দিয়ে নিয়মিত চলাচলকারী জনসাধারণের প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, মেলাটি গত ৬ এপ্রিল শুরু হয়। চলবে শুক্রবার (১৮ এপ্রিল) পর্যন্ত চলবে। বৈশাখী মেলা সাধারণত তিনদিনের বেশি হয় না। কিন্তু সেখানে টানা ১৩ দিন মেলার আয়োজন করা হয়েছে। আয়োজকরা জায়গার বিনিময়ে স্টল মালিকদের কাছ থেকে নির্দিষ্ট ফি আদায় করছেন। মেলার পুরো মাঠ দখলের কারণে ওই এলাকার বাসিন্দারা হাঁটাহাটি, ব্যায়াম এবং খেলাধুলার মতো দৈনন্দিন কার্যকলাপে অংশ নিতে পারছে না।
আরো পড়ুন:
দলীয় সিদ্ধান্ত পেলে মেয়র পদে শপথ: ইশরাক
প্রথম কার্যদিবস
বস্তিবাসী ও হরিজনদের প্রতিনিধির সঙ্গে সভা ডিএনসিসি প্রশাসকের
সরেজমিনে দেখা গেছে, শতাধিক স্টলে বিভিন্ন পণ্যে বিকিকিনি চলছে। পাশাপাশি শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য বেশ কয়েকটি রাইডও রয়েছে। ইস্ট অ্যান্ড ক্লাব নামে একটি স্থানীয় স্পোর্টস ক্লাব এ মেলার আয়োজন করেছে। ক্লাবটির দাবি, মেলাটি তাদের কার্যক্রমের জন্য তহবিল সংগ্রহের একটি মাধ্যম।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কাওসার বলেন, “এটি আমাদের একমাত্র খোলা মাঠ। প্রতিদিন শত শত মানুষ এখানে হাঁটতে, ব্যায়াম করতে এবং খেলতে আসে। এখন পুরো মাঠটি মেলার দখলে চলে গেছে। শিশুদের খেলার জায়গা নেই। রাতে শব্দ, উজ্জ্বল আলো এবং সাউন্ড সিস্টেম অসহনীয়। মাঠে এভাবে অননুমোদিত ব্যবহার ভবিষ্যতে আরো বড় সমস্যা তৈরি করতে পারে।”
স্থানীয় কিশোর সাদিব, সে মাঠে নিয়মিত ফুটবল খেলে। সে জানায়, গত এক সপ্তাহ ধরে সে খেলতে পারছে না। তাদের অনেকেই খেলা বন্ধ করে দিয়েছে। কোথাও খুব বেশি খোলা জায়গা নেই। এখানে মেলা অনুষ্ঠিত হলে তারা কোথায় যাবে, প্রশ্ন সাদিবের।
প্রয়োজনীয় অনুমোদন সম্পর্কে জানতে চাইলে ক্লাবের সদস্য সচিব এবং ৪৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আব্দুল কাদের বলেন, “এ মাঠটি ইস্ট অ্যান্ড ক্লাবের, তাই মেলা আয়োজনের জন্য সিটি কর্পোরেশনের অনুমোদনের প্রয়োজন নেই। আমরা বছরের পর বছর ধরে এখানে মেলা আয়োজন করে আসছি। কিন্তু কয়েক বছর ধরে এটি বন্ধ হয়ে গেছে। আমরা আবার এটি শুরু করেছি। আমরা ডিএমপি এবং সিটি কর্পোরেশন উভয়ের কাছে আবেদন করেছি। ডিএমপি আমাদের অনুমোদন দিয়েছে। কিন্তু ঈদের ছুটির কারণে সিটি কর্পোরেশন কোনো সাড়া দেয়নি।”
সিটি কর্পোরেশনের অনুমোদন ছাড়া মেলা আয়োজন করা বৈধ কিনা- এ প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে গেছেন।
ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা (উপ-সচিব) কায়সার মোহাম্মদ ফারাবী বলেন, “ধুপখোলা মাঠে মেলা আয়োজনের জন্য আমরা কোনো অনুমতি দেইনি। আমরা বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
মেলার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, “জমি অনুমোদনের দায়িত্ব সিটি কর্পোরেশনের। আমরা কেবল নিরাপত্তার বিষয়টি দেখি। আয়োজকরা ডিএমপি কমিশনারের কাছে আবেদন করেন, নিরাপত্তার অনুমোদন দেওয়া হয়। তবে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, ভূমি কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। যদি সিটি কর্পোরেশন মেলা বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা পূর্ণ সহযোগিতা করব।”
ঢাকা/লিমন/মেহেদী