যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানি অ্যাপল আইফোন তৈরিতে ‘বিরল মৃত্তিকা ধাতু’ আমদানি করে চীন থেকে। যদিও চীন থেকে ভবিষ্যতে এই বিরল খনিজ পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চীনা পণ্যে উচ্চহারে যে শুল্ক আরোপ করেছেন, তার পাল্টা হিসেবে চীন নানা পদক্ষেপ নিচ্ছে। সেসব পদক্ষেপের একটি হলো যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানি বন্ধ করে দেওয়া অথবা বিধিনিষেধ আরোপ।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম নিউইয়র্ক টাইমসে ১৩ এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি চুম্বকসহ বিরল মৌলের রপ্তানি বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। এর ফলে প্রচুর মৌল জাহাজীকরণের অপেক্ষায় বন্দরে পড়ে আছে।

প্রতিবেদনে বলা হয়, বিশেষ অনুমতি ছাড়া চীন থেকে এ ধরনের পণ্য রপ্তানি করা যাবে না। সামারিয়াম, ডোলিনিয়াম, টারবিয়াম, ডিসপ্রোসিয়াম, লিউটেনিয়াম, স্ক্যানডিয়াম, ইট্রিয়ামমের মতো প্রায় ১৭টি বিরল মৌলের অভাবে আমেরিকার প্রতিরক্ষাশিল্প বড় সংকটে পড়তে পারে।

বিরল খনিজ শুধু আইফোনের মতো মুঠোফোন তৈরি নয়, তথ্যপ্রযুক্তিভিত্তিক যেকোনো যন্ত্র বা সরঞ্জাম তৈরিতেই তা কাজে লাগে। সামরিক সরঞ্জাম ও আধুনিক অস্ত্র তৈরিতেও এখন ব্যবহার করা হয় বিরল খনিজ। বিশেষ করে বিরল খনিজ লাগে চিপ তৈরিতে।

বিশ্লেষকেরা বলছেন, বিরল খনিজের লড়াই একুশ শতকের ভূ-অর্থনৈতিক যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই লড়াইয়ে চীনের একচেটিয়া নিয়ন্ত্রণ ভাঙতে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা জোট বিকল্প সরবরাহশৃঙ্খল গড়ে তুলতে সক্রিয়।

এদিকে বাংলাদেশে বিরল খনিজের সন্ধান পাওয়া গেছে বলে গবেষকেরা জানিয়েছেন। দেশের গবেষকেরা বলছেন, নদী অববাহিকার বালু, জেগে ওঠা চর, সৈকত বালু এবং কয়লাখনি থেকে বিরল খনিজের সন্ধান পাওয়া গেছে। তবে দেশে সন্ধান পাওয়া এই মূল্যবান খনিজের বাণিজ্যিক সম্ভাবনা কতটুকু, তা পর্যালোচনা করতে হবে।

যুক্তরাষ্ট্রে বিরল খনিজক্ষেত্র। মাউন্টেন পাস, ক্যালিফোর্নিয়া.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

লাহোরের মালিক বললেন, ‘রিশাদ আমি তোমাকে ভালোবাসি’

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) উড়ছেন রিশাদ হোসেন। বাংলাদেশি লেগ স্পিনার প্রথমবার এই লিগে অংশ নিয়ে বল হাতে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন। প্রথম ম্যাচে ৩ উইকেটের পর গতকাল (১৫ এপ্রিল) দ্বিতীয় ম্যাচেও তার শিকার ৩ উইকেট।

৬ উইকেট নিয়ে লাহোর কালান্দার্সের রিশাদ সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় রয়েছেন শীর্ষে। তার এই অর্জনে দারুণ খুশি ফ্রাঞ্চাইজিটি। দলের অন্যতম মালিক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সামিন রানা ম্যাচ শেষে তাকে ড্রেসিংরুমে প্রশংসায় ভাসিয়েছেন। তার বিশ্বাস, শীর্ষে থেকে টুর্নামেন্ট শেষ করতে পারবেন বাংলাদেশি তরুণ।

সামিন রানা বলেছেন, ‘‘রিশাদ, আমি তোমাকে ভালোবাসি। তুমি এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। আমি নিশ্চিত করে বলতে পারি, দিন যত যাবে টুর্নামেন্ট যত বড় হবে এবং শেষ পর্যায়ে যাবে তুমি উইকেট সংখ্যায় সবার শীর্ষেই থাকবে।’’

লাহোর গতকাল অনায়েস জয় পায় করাচি কিংসের বিপক্ষে। ৬৫ রানের ব‌্যবধানে জয় পাওয়া ম‌্যাচে রিশাদ ২৬ রানে পেয়েছেন ৩ উইকেট। যেখানে ছিল ১৪ ডট বল। ২টি করে চার ও ছক্কা হজম করেছেন। বাকিটা সময় তিনি দ্যুতি ছড়িয়েছেন ২২ গজে।

এর আগে পিএসএলে নিজের অভিষেক ম্যাচে ৩১ রানে ৩ উইকেট পেয়েছিলেন রিশাদ। সেই ম্যাচে দলের ‘গেম চেঞ্জার’ হিসেবে খেতাবও পেয়েছিলেন।

‘‘আমার বাংলাদেশি ভাইকে নিয়ে আমি কী বলতে পারি...রিশাদ, আমার মনে হয় তুমি গেম চেঞ্জার। তুমি যেভাবে বল করেছ, তা দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে এবং বুঝিয়ে দিয়েছ যে এই দলের বোলিং আক্রমণই এবারের টুর্নামেন্টে সেরা।’’ – বলেছিলেন সামিন।

ঢাকা/ইয়াসিন/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ