১৮ বছর নাকি ৬ মাস, কোনটা দেখে আমাকে বিচার করবেন তা আপনাদের ইচ্ছা: সাকিব আল হাসান
Published: 16th, April 2025 GMT
গত বছর আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর সাকিব আল হাসান আর দেশে ফিরতে পারেননি। খেলতে পারেননি আর বাংলাদেশ দলের হয়েও। অনেকেই সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি দেখছেন। কিন্তু সাকিবের ভাবনা অন্য রকম। তিনি এখনো বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন মনে পুষে রেখেছেন। বাংলাদেশের হয়ে খেলে অবসর নিতে চান দেশের ইতিহাসে সর্বকালের সেরা এই ক্রিকেটার।
আরও পড়ুনঅভ্যুত্থানের সময় সাফারি পার্কে ঘোরাঘুরির ছবি: ব্যাখ্যা দিলেন সাকিব৫৭ মিনিট আগেসাকিব তাঁর এ ভাবনার কথা বলেছেন বাংলাদেশের একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি কখন টের পেলেন বাংলাদেশের হয়ে খেলার সুযোগ আর নেই? সাকিবের উত্তর, ‘যখন বুঝলাম এত চাপ নিয়ে খেলতে পারব না, তখনই মনে হয়েছে শেষ। ব্যাপারটা এমন নয় যে আমি আমার দেশের হয়ে খেলতে চাই না—আমি এখনো বাংলাদেশের হয়ে খেলতে চাই, আর এই ইচ্ছা সব সময়ই থাকবে। এ নিয়ে বিসিবি সভাপতি থেকে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা—সবার সঙ্গেই যোগাযোগ করেছি।’
কানপুর টেস্টে বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলেন সাকিব.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ল দ শ র হয়
এছাড়াও পড়ুন:
অবসরে হলে গিয়ে সিনেমা দেখলেন ক্রিকেটার নাফিস ইকবাল-মিরাজরা
এবার ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে ৬টি সিনেমা। তবে দর্শকমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’ ও ‘চক্কর’। মুক্তির ১৭ দিন পেরিয়ে গেলেও এখনও হাউজফুল যাচ্ছে সিনেমাগুলোর শো। এর মধ্যে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা নিয়ে চলছে বেশি আলোচনা।
সিনেমার প্রতি ভালোবাসা থেকে ‘বরবাদ’ দেখতে গেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একঝাঁক তারকা ক্রিকেটার। বুধবার আজ দুপুর ১২টায় গ্রান্ড সিলেট মুভি থিয়েটারে ‘বরবাদ’ শো দেখেন তারা। সিনেমা দেখা শেষে শাকিব খানের পোস্টারের সামনে ছবিতে তুলেছেন ক্রিকেটাররা।
ছবিতে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, টিম অপরেশন্স নাফিস ইকবাল খান, সহকারী সিনিয়র কোচ সালাউদ্দিন আহমেদকে দেখা যাচ্ছে। তাদের সঙ্গে ছিলেন জাতীয় দলের ক্যাম্পইনে অংশ নেওয়া আরও কয়েকজন খেলোয়াড়।
ছবি ক্যাকশনে গ্রান্ড সিলেট মুভি থিয়েটারের লিখেছে, ‘অবসর সময়ে বাংলা সিনেমা দেখে মুগ্ধ বাংলাদেশ ক্রিকেট টিম। সবাই বাংলা সিনেমা হলে গিয়ে দেখি, বাংলা সিনেমার উন্নয়নে পাশে থাকি।’
‘বরবাদ’ নির্মাণ করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে শাকিব ফের জুটি বেঁধেছেন ইধিকা পালের সঙ্গে। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ।