হালদা নদী থেকে বালু তোলায় দুজনকে এক লাখ টাকা জরিমানা
Published: 16th, April 2025 GMT
চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদী থেকে রাতের অন্ধকারে ড্রেজার দিয়ে বালু তুলে বাল্কহেড (নৌযান) ভর্তি করা হচ্ছিল। খবর পেয়ে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালনা করা হয় অভিযান। এ সময় দুজনকে হাতেনাতে আটকের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে হালদা ও কর্ণফুলী নদীর মোহনা রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন গ্রামের গণি মিয়ার ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।
যে দুজনকে জরিমানা করা হয়েছে, তাঁরা হলেন মুহাম্মদ ইউসুফ ও মুহাম্মদ মনিরুল ইসলাম। দুজনের বাড়ি ভোলার সদর উপজেলায়। তাঁরা শ্রমিক হিসেবে বালু তোলায় নিয়োজিত ছিলেন। অভিযানে বালু তোলার ঘটনায় জড়িত মূল হোতাদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মুহাম্মদ আলমগীর হোসেন এবং পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। জানতে চাইলে রাউজান উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মুহাম্মদ আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, হালদা নদী থেকে বালু তোলা এবং ড্রেজার ও বাল্কহেডে পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। তবু প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব অবৈধ কর্মকাণ্ড চলে। গতকাল দুজনকে জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার বিষয়ে মুচলেকা নেওয়া হয়েছে।
মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, হালদা নদী দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র। এখানে কার্পজাতীয় মা মাছেরা এপ্রিল থেকে জুলাই পর্যন্ত প্রজনন মৌসুমে একাধিকবার ডিম ছেড়ে থাকে। এ কারণে নদীতে কোনো ধরনের যান্ত্রিক নৌযান চলাচল ও বালু তোলার ওপর নিষেধাজ্ঞা দেয় সরকার। তবু প্রশাসনের চোখ ফাঁকিয়ে দিয়ে নদীটিতে অবৈধভাবে বালু তোলা হয়। বালু পরিবহনে নিয়োজিত নৌযানের পাখার আঘাতে নদীতে প্রায় সময় মা মাছ ও ডলফিনের মৃত্যুর ঘটনা ঘটে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কর মকর ত ম হ ম মদ মৎস য উপজ ল দ জনক
এছাড়াও পড়ুন:
যে কারণে বৈশাখী অনুষ্ঠান বাতিল করল ঋষিজ শিল্পী গোষ্ঠী
ফিলিস্তিনে চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে এবারের পহেলা বৈশাখে কোনো সাংস্কৃতিক আয়োজন করছে না প্রয়াত গণসংগীতশিল্পী ফকির আলমগীর প্রতিষ্ঠিত সংগঠন ‘ঋষিজ শিল্পী গোষ্ঠী’।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ড. ফকির মাশুক আলমগীর এক বিবৃতিতে জানান, ‘এ বছর পহেলা বৈশাখ উপলক্ষে শিশুপার্কের সামনে আমাদের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে না।’
ফকির আলমগীরপুত্র মাশুক আলমগীর আরও বলেন, ‘ফিলিস্তিনে ভয়াবহ মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে আমরা একাত্মতা প্রকাশ করছি। এই প্রেক্ষাপটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান আয়োজন করা সংবেদনশীলতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না বলে আমরা মনে করি।’
ঋষিজের এই বৈশাখী আয়োজন ‘নব আনন্দে জাগো’ ১৯৮৩ সাল থেকে নিয়মিত হয়ে আসছে। শুধু ২০২০ সালে, করোনা মহামারির কারণে অনুষ্ঠানটি একবার বন্ধ ছিল। সেই বছর বিপ্লবী গান নিয়ে ফকির আলমগীরকে দেখা যায়নি চেনা মঞ্চে।
ফকির আলমগীর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম শিল্পী। তারও আগে থেকে তিনি শ্রমজীবী মানুষের জন্য গণসংগীত করে আসছিলেন। স্বাধীনতার পর পাশ্চাত্য সংগীতের সঙ্গে দেশজ সুরের মেলবন্ধন ঘটিয়ে বাংলা পপ গানের বিকাশে ভূমিকা রেখেছেন ফকির আলমগীর।
২০২১ সালে করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান ফকির আলমগীর। তবুও তাঁর পরিবারের সদস্যদের আগ্রহে এবং সংগঠনের প্রচেষ্টায় অনুষ্ঠানটি চালু ছিল। তবে এবার ব্যতিক্রম। পহেলা বৈশাখে শিশু পার্কের সামনে থাকবে না ঋষিজ শিল্পী গোষ্ঠীর পরিচিত মঞ্চ।