Prothomalo:
2025-04-16@09:27:56 GMT

রিশাদের পাকিস্তান জয়...

Published: 16th, April 2025 GMT

রিশাদ হোসেনের মাথায় ফজল মাহমুদ ক্যাপ। আঙুল দিয়ে দেখিয়েও দিচ্ছেন সেই টুপি, যেন বুঝিয়ে দিচ্ছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সর্বোচ্চ উইকেটশিকারির টুপি এটি।

এই ছবি তাঁর দল লাহোর কালান্দার্স পোস্ট করেছে নিজেদের এক্স হ্যান্ডলে। ক্যাপশনে লেখা, ‘স্পিনিং ম্যাজিক! পিএসএলের ১০ম আসরে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ায় ফজল মাহমুদের ক্যাপ রিশাদ হোসেনের।’

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এই ছবি পরম প্রশান্তির। বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে অন্য দেশের খেলোয়াড়দের ভালো করার ছবিই তো এ দেশের ক্রিকেটপ্রেমীদের প্রায় বেশির ভাগ সময়ই দেখতে হয়। রিশাদ সেখানে অন্য স্বাদ এনে দিলেন, যেটাকে আপনি বলতে পারেন দেশের ছেলের বৈদেশিক বীরত্ব।

অবশ্য পিএসএল তো কেবল শুরু হলো। সামনে নিশ্চয়ই রিশাদের এমন ছবি দেখা যাবে আরও! যদিও শাহরিয়ার নাফীসের দেরি সহ্য হয়নি। বাংলাদেশ দলের সাবেক এ ক্রিকেটার এবং বর্তমানে বিসিবির ক্রিকেট পরিচালনা ইনচার্জ কাল রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে রিশাদের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘রিশাদের পাকিস্তান জয়.

..।’

আরও পড়ুনআবার রিশাদের ৩ উইকেট, ‘পিএসএল ক্লাসিকো’ জিতল লাহোর৯ ঘণ্টা আগে

তিন ম্যাচ খেলে দুটিতে জিতেছে লাহোর। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে লাহোরের হেরে যাওয়া প্রথম ম্যাচে একাদশে সুযোগ পাননি রিশাদ। কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে পরের ম্যাচে ঘটে তাঁর পিএসএল অভিষেক। দলের ৭৯ রানের জয়ে ৩১ রানে ৩ উইকেট নিয়ে অভিষেক মাতান বাংলাদেশের এই লেগ স্পিন অলরাউন্ডার।

এরপর গতকাল করাচি কিংসের বিপক্ষেও লাহোরের ৬৫ রানের জয়ে রিশাদের শিকার ৩ উইকেট। এবার রান দিয়েছেন আরও কম-২৬। মজার ব্যাপার হলো, লাহোরের এ দুটি ম্যাচে ম্যাচসেরা যেমন ফখর জামান, তেমনি দলের সেরা বোলারটির নাম রিশাদ। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা এখন মজা করে বলতেই পারেন, রিশাদকে প্রথম ম্যাচে দলে নিলে লাহোর হয়তো হারত না!

রিশাদ হোসেনের উইকেট উদ্‌যাপনে সঙ্গী শাহিন আফ্রিদি

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প এসএল উইক ট

এছাড়াও পড়ুন:

পিএসএলে ছক্কা ও উইকেটে ফিলিস্তিনে লাখ রুপি দিচ্ছেন রিজওয়ানরা

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুধু মাঠের লড়াই নয়, এবার মাঠের বাইরেও ছুঁয়ে যাচ্ছে হৃদয়। গাজায় মানবিক সংকটের সময় দারুণ এক উদ্যোগ নিয়েছে মুলতান সুলতানস। চলতি আসরে প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য গাজার শিশুদের জন্য সহায়তা দেবে দলটি।

এক ভিডিও বার্তায় মুলতান সুলতানসের মালিক আলী খান তারিন জানিয়েছেন, ‘এই পিএসএল মৌসুমে আমরা ফিলিস্তিনের জন্য কাজ করা কিছু দাতব্য সংস্থাকে সহায়তা করব।’ তিনি বলেন, ‘আমাদের কোনো ব্যাটার একটি ছক্কা মারলেই, আমরা ১ লাখ রুপি অনুদান দেব ফিলিস্তিনি একটি দাতব্য সংস্থাকে। আমাদের বোলাররাও আগ্রহ দেখিয়েছে অংশ নিতে। তাই ঠিক করেছি, প্রতিটি উইকেটের বিপরীতেও থাকবে ১ লাখ রুপির অনুদান। এই অর্থ শিশুদের জন্য কাজ করা সংস্থাগুলোতে যাবে।’

এদিকে মাঠেও লড়াই জমে উঠেছে। শনিবার পেশোয়ার জালমিকে ৮০ রানে হারিয়ে শক্ত অবস্থান নিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ম্যাচে সাউদ শাকিল করেন ৫৯ রান, আর বল হাতে আব্রার আহমেদ ঝলক দেখিয়ে নেন ৪ উইকেট ৪২ রানে। দিনের অন্য ম্যাচে হাইস্কোরিং থ্রিলারে করাচি কিংস ২৩৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জিতে নেয় ৪ উইকেটে। মাত্র ৪৩ বলে সেঞ্চুরি তুলে নেন করাচির ইংলিশ ব্যাটার জেমস ভিন্স, ইনিংসটি শেষ করেন ১০১ রানে।

এবারের পিএসএলে খেলছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। করাচি কিংসে লিটন দাস, লাহোর কালান্দার্সে রিশাদ হোসেন এবং পেশোয়ার জালমির দলে ডাক পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। তবে তিনজনের মধ্যে বর্তমানে পাকিস্তানে আছেন কেবল রিশাদ। আঙুলের চোটে পড়ে ম্যাচ খেলতে না পেরে দেশে ফিরে এসেছেন লিটন দাস। অন্যদিকে, নাহিদ রানা বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের পর পাড়ি জমাবেন পিএসএলের জন্য।

সম্পর্কিত নিবন্ধ

  • লাহোরের জয়ে আবারো দুর্দান্ত রিশাদ
  • ছক্কার ঝড় তুলে এক মাসে ৪ সেঞ্চুরি করা কে এই সাহিবজাদা
  • পিএসএলে বিধ্বংসী সেঞ্চুরি করে পেলেন চুল শুকানোর মেশিন
  • ‘বাংলাদেশি ভাই’ রিশাদকে ‘গেম চেঞ্জার’ বললেন পাকিস্তানি মালিক
  • পিএসএলে সেঞ্চুরি করে হেয়ার ড্রায়ার পেলেন ইংলিশ ব্যাটার 
  • পিএসএল অভিষেকে উজ্জ্বল রিশাদ, যা বললেন শাহিন আফ্রিদি 
  • পিএসএল অভিষেকে উজ্জ্বল রিশাদ
  • পিএসএল অভিষেকে রিশাদের ৩ উইকেট, জিতেছে তাঁর দলও
  • পিএসএলে ছক্কা ও উইকেটে ফিলিস্তিনে লাখ রুপি দিচ্ছেন রিজওয়ানরা