ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়, ভাইরাল ভিডিওর সেই যুবক আটক
Published: 16th, April 2025 GMT
রাজধানীর ধানমন্ডির জিগাতলায় প্রাইভেটকার পার্কিং করায় চাঁদা নেওয়া ভাইরাল ভিডিওর যুবককে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই মঙ্গলবার রাত ১টার দিকে অভিযান চালিয়ে জিগাতলা এলাকা থেকে তাকে ধানমন্ডি থানার হেফাজতে নেওয়া হয়।
আটক ওই যুবকের নাম মো. আশরাফুল (২৩)। আশরাফুল লক্ষীপুরের চন্দ্রগঞ্জ এলাকার নূর আলমের ছেলে। ঢাকার হাজারীবাগ এলাকায় থাকেন তিনি।
ফেইসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা ওই যুবক রশিদ কেটে এক প্রাইভেটকার আরোহীর কাছ থেকে চাঁদা আদায় করছেন। এ সময় প্রাইভেটকার আরোহী দাবি করেন, ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালের কাছে গাড়ি পার্ক করায় তার কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে।
গাড়ির আরোহী এক পুরুষ ও এক নারীর সঙ্গে বাকবিতণ্ডার মধ্যেই চাঁদার টাকা নিচ্ছিলেন ওই যুবক। আরোহীরা 'মাস্তানি' করার অভিযোগ তুললে ওই যুবক পাল্টা প্রশ্ন করেন 'কোনো সমস্যা' কি-না।
ওই যুবকের নাম জানতে চাইলে বলেন, নাম দিয়ে কি হবে?
ভিডিও করার বিষয়টি টের পেয়ে ওই যুবক 'ভালো করে' ভিডিও করতে বলেন এবং টাকা নেওয়ার পর 'পারলে কিছু করতে' বলে চলে যান।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
গাইবান্ধায় দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পুলিশ সদস্যের মৃত্যু
ছবি: সংগৃহীত