সিলেট নগরের বিমানবন্দর থানার শাহী ঈদগাহের দলদলি চা-বাগান এলাকায় ছুরিকাঘাতে তুষার আহমদ চৌধুরী (১৯) নামের এক তরুণ খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে তাঁকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দিবাগত রাত ১২টার দিকে পুলিশ এক যুবককে আটক করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় দুটি পক্ষের উত্তেজনার জেরে রাত আটটার দিকে তুষার আহমদ চৌধুরীকে ছুরিকাঘাত করা হয়। তুষার রায়নগর এলাকার বাসিন্দা। তাঁর বাবা একজন আইনজীবী। খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই তরুণের লাশ উদ্ধার করে।

পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ওই ঘটনায় জড়িত সন্দেহে গতকাল রাত ১২টার দিকে পুলিশ আম্বরখানা বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে জাবেদ আহমেদ নামের এক যুবককে আটক করে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আনিসুর রহমান গতকাল রাতে প্রথম আলোকে জানান, তরুণকে খুন করার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ–সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কে বর্ষবরণ

২ / ১১নেচেগেয়ে স্বাগত জানানো হয় নতুন বর্ষকে।

সম্পর্কিত নিবন্ধ

  • ছাত্রলীগের দু’গ্রুপের কথা-কাটাকাটি, ছুরিকাঘাতে প্রাণ গেল এক জনের
  • পরিবেশকে স্বাস্থ্যকর রাখার বিষয়টি মানব সভ্যতার সঙ্গে সম্পর্কিত
  • মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আর নেই
  • মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমদ বাদাওয়ি মারা গেছেন
  • আওয়ামী রাজনীতির মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: সালাহ উদ্দিন
  • জাতি এবার হিন্দুত্ববাদ প্রভাবমুক্ত বাঙলা নববর্ষ উদযাপন করল: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ
  • নারায়ণগঞ্জে খেলাফত মজলিস ফিলিস্তিন-বাংলাদেশ সংহতি সমাবেশ
  • বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কে বর্ষবরণ
  • অধ্যাপক আহমদ শামসুল ইসলাম আর নেই