অনেক ক্ষতচিহ্নের দাগ থাকে না: প্রিয়াঙ্কা
Published: 16th, April 2025 GMT
ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। তার অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘লজ্জা টু’। কয়েক দিন আগে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। প্রথম পার্টের মতো দ্বিতীয় সিজনেও জয়া চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। জয়া নামে একজন নারীর একা থাকার সংগ্রাম দেখা যাবে সিরিজটিতে।
এ সিরিজের মুক্তি উপলক্ষে ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন প্রিয়াঙ্কা সরকার। এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, শারীরিক নির্যাতন নিয়ে সমাজ কথা বললেও মানসিক নির্যাতন নিয়ে কথা কম হয়। ‘লজ্জা’ সিরিজের দ্বিতীয় সিজনেও কী বিষয়টি উঠে এসেছে?
জবাবে প্রিয়াঙ্কা সরকার বলেন, “সিজন ওয়ানে আমরা বলেছিলাম, গায়ে হাত না দিয়েও আঘাত করা যায়। অনেক ক্ষতচিহ্নের কালশিটে দাগ থাকে না। সেটা আরো মুশকিল। বাইরে থেকে সেই দাগ কিন্তু দেখা যায় না। আর সেখানেই জয়ার স্ট্রাগল।”
ভারবাল অ্যাবিউজের শিকার হয়েছেন কি না? উত্তরে প্রিয়াঙ্কা সরকার বলেন, “কিছু মানুষ আছেন তারা গালাগালিতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন। যদি সেটা পছন্দ না হয় আমাদেরকেই তো মুখ খুলতে হবে।”
একটি রিসোর্টে মারা যায় জয়ার বন্ধু শৌর্য। সেখানে জয়াও ছিল। শৌর্যর সঙ্গে জয়ার অবৈধ সম্পর্ক ছিল, সবাই এমন সন্দেহ করতে থাকে। স্বামীর মৌখিক নিগ্রহের বিরুদ্ধে লড়াইয়ের সময় যেসব মানুষকে পাশে পেয়েছিল জয়া, তারাও দূরে চলে যায়। ফলে আরো কোণঠাসা হয়ে পড়ে সে। স্বামী, সংসার, সন্তান— সব হারিয়ে শূন্য হাতে বিচারব্যবস্থার দ্বারস্থ হয় জয়া। এমন গল্প নিয়ে এগিয়েছে ‘লজ্জা টু’ সিরিজের কাহিনি। এই জয়া চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। তা ছাড়াও অভিনয় করেছেন দীপঙ্কর দে, অনিন্দিতা বসু, অনুজয় চ্যাটার্জি প্রমুখ।
ব্যক্তিগত জীবনে টলিউডের চিত্রনায়ক রাহুল ব্যানার্জিকে ভালোবেসে বিয়ে করেন প্রিয়াঙ্কা। তাদের সংসারে সহজ নামের একটি পুত্রসন্তান রয়েছে। বিয়ে-বিচ্ছেদ থেকে আবার সংসারে ফেরা— সব কিছু নিয়েই তুমুল সমালোচিত হয়েছেন এই দম্পতি। ফলে ব্যক্তিগত জীবনেও অনেকটা সংগ্রাম করেছেন প্রিয়াঙ্কা।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ড. আনিসুজ্জামান বিএসইসি পরিদর্শনে যাচ্ছেন আজ
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পুঁজিবাজার উন্নয়ন কমিটির সভাপতি ড. আনিসুজ্জামান চৌধুরী। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তিনি বিএসইসি পরিদর্শনে আসছেন। তার আগমনকে কেন্দ্র করে বিশেষ প্রস্তুতি নিয়েছে কমিশন।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১টার দিকে ড. আনিসুজ্জামান চৌধুরী বিএসইসিতে আসবেন বলে জানা গেছে।
জানা গেছে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বিএসইসিতে দুপুর ১টার দিকে আসবেন। এরপর তিনি বিএসইসি পরিদর্শন করে জোহরের নামাজ আদায় করবেন। এরপর তিনি বিএসইসিতে মধ্যাহ্নভোজ সারবেন। পরবর্তীতে তিনি বোর্ড রুমে বিএসইসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর বিকেল ৩টার দিকে মাল্টিপারপাস হলে পুঁজিবাজার সংশ্লিষ্ট ১০ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।
বৈঠকে পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হতে পারে। রাজনৈতিক পট পরিবর্তনের পর পুঁজিবাজার সংস্কারসহ বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বাজার সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করা হবে।
এ বৈঠকে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখ এবং পুঁজিবাজার উন্নয়ন কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. সাদেকুল ইসলাম, কমিটির সদস্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিমা ও পুঁজিবাজার অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব উপস্থিত থাকবেন।
বৈঠকে উপস্থিত থাকতে বলা পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো হলো- ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির চেয়ারম্যান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পিএলসির চেয়ারম্যান, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) বাবস্থাপনা পরিচালক, ডিএসই ব্রোকার্স অ্যাসিয়োসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি, অ্যাসোসিয়েশন এব আাসেট ম্যানেজম্যান্ট কোম্পানি আন্ড মিউচুয়াল ফান্ডসের সহ-সভাপতি, দি ইনস্টিটিউট অব চাটার্ড একাউন্ট্যাসি অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি, অ্যাসোসিয়েশন অব ক্রেডিট রেটিং এজেন্সির সভাপতি ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি।
ঢাকা/এনটি/ফিরোজ