অভিষেকে ৩ উইকেট নিয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) রাঙিয়েছিলেন রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের বাংলাদেশি লেগ স্পিনার প্রথম ম‌্যাচে পেয়েছিলেন ‘গেম চেঞ্জার’ –এর খেতাব।

দ্বিতীয় ম‌্যাচেও ২২ বছর বয়সী রিশাদ ধরে রাখলেন নিজের ধারাবাহিকতা। দুর্দান্ত বোলিংয়ে এবারও তার শিকার ৩ উইকেট। করাচি কিংসের বিপক্ষে ৬৫ রানের ব‌্যবধানে জয় পাওয়া ম‌্যাচে রিশাদ ২৬ রানে পেয়েছেন ৩ উইকেট। যেখানে ছিল ১৪ ডট বল। ২টি করে চার ও ছক্কা হজম করেছেন। বাকিটা সময় তার দু‌্যতি ২২ গজ হয়ে উঠছিল অন‌্যরকম।

প্রতিপক্ষের মাঠে আগে ব‌্যাটিং করতে নেমে লাহোর ৬ উইকেটে ২০১ রান করে। ব‌্যাটিংয়ে রিশাদ ৩ বলে ২ রান করে রানআউট হন ইনিংসের শেষ বলে।

বোলিংয়ে আসেন অষ্টম ওভারে। প্রথম বলেই মেলে সাফল‌্য। তার সোজা ডেলিভারীতে রিভার্স সুইপ করতে গিয়েছিলেন শান মাসুদ। বল তার গ্লাভস ছুঁয়ে যায় উইকেট কিপার বিলিংসের গ্লাভসে। তার আবেদনে আম্পায়ার সাড়া দেননি। রিভিউ নিয়ে লাহোর পায় সাফল‌্য।

ওভারের পঞ্চম বলে রিশাদ পেয়ে যান আরো একটি উইকেট। ডানহাতি ব‌্যাটসম‌্যান ইরফান তার ফ্লাইট ডেলিভারীতে এগিয়ে এসে বড় শট খেলতে চেয়েছিলেন। টাইমিংয়ে গড়বড় করে লং অনে ক‌্যাচ তোলেন। সেখানে ডার্ল মিচেল সহজ ক‌্যাচ নিয়ে রিশাদকে দ্বিতীয় উইকেটের স্বাদ দেন।

পরের ওভারে রিশাদের ঝুলিতে আরেকটি উইকেট যোগ হয়। আব্বাস আফ্রিদি তার বল টার্ণের বিপরীতে খেলতে গিয়ে পয়েন্টে ক‌্যাচ দেন। তাতে ২ ওভারে রিশাদের বোলিং ফিগার ছিল এরকম, ২-০-৪-৩। মনে হচ্ছিল পরের ওভারগুলোতেও একই ধার থাকবে। কিন্তু স্পেলের পরের দুই ওভারে যথাক্রমে ১১ ও ১২ রান দিয়ে কিছুটা আড়াল হয়ে যান। তবুও দলের সেরা বোলার হয়েছেন তিনি।

রিশাদের মতো ৩ উইকেট পেয়েছেন শাহীন শাহ আফ্রিদিও। তবে রান খরচ করেছেন ৩৪। তার বোলিং ইকোনমি ছিল ৮.

৫০। রিশাদের ৬.৫০। লাহোর কালার্ন্দাসের এই ম‌্যাচেরও নায়ক হয়েছেন ফখর জামান। ৪৭ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৭৬ রান করেন। এছাড়া ৪১ বলে ৭৫ রান করেন ডার্ল মিচেল। ৯ চার ও ২ ছক্কা হাঁকান তিনি।

৬ উইকেট নিয়ে রিশাদ এখন পিএসএলে বোলিং তালিকায় সবার ওপরে। ২ ম‌্যাচে ৮ ওভারে ৫৭ রানে ৬ উইকেট পেয়েছেন রিশাদ। ৬ উইকেট পেয়েছেন আরেক লেগ স্পিনার আবরার আহমেদও। ৭৫ রানে ১২.৫০ গড় ও ৯.৩৭ ইকোনমিতে আবরার ৬ উইকেট পেয়েছেন।

তিন ম‌্যাচে দুই জয় পাওয়া লাহোর নিজেদের পরবর্তী ম‌্যাচ খেলবে ২২ এপ্রিল মুলতান সুলতান্সের বিপক্ষে।

ঢাকা/ইয়াসিন

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট প য় ছ ন ৬ উইক ট ৩ উইক ট র ন কর

এছাড়াও পড়ুন:

পিএসএলে ছক্কা ও উইকেটে ফিলিস্তিনে লাখ রুপি দিচ্ছেন রিজওয়ানরা

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুধু মাঠের লড়াই নয়, এবার মাঠের বাইরেও ছুঁয়ে যাচ্ছে হৃদয়। গাজায় মানবিক সংকটের সময় দারুণ এক উদ্যোগ নিয়েছে মুলতান সুলতানস। চলতি আসরে প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য গাজার শিশুদের জন্য সহায়তা দেবে দলটি।

এক ভিডিও বার্তায় মুলতান সুলতানসের মালিক আলী খান তারিন জানিয়েছেন, ‘এই পিএসএল মৌসুমে আমরা ফিলিস্তিনের জন্য কাজ করা কিছু দাতব্য সংস্থাকে সহায়তা করব।’ তিনি বলেন, ‘আমাদের কোনো ব্যাটার একটি ছক্কা মারলেই, আমরা ১ লাখ রুপি অনুদান দেব ফিলিস্তিনি একটি দাতব্য সংস্থাকে। আমাদের বোলাররাও আগ্রহ দেখিয়েছে অংশ নিতে। তাই ঠিক করেছি, প্রতিটি উইকেটের বিপরীতেও থাকবে ১ লাখ রুপির অনুদান। এই অর্থ শিশুদের জন্য কাজ করা সংস্থাগুলোতে যাবে।’

এদিকে মাঠেও লড়াই জমে উঠেছে। শনিবার পেশোয়ার জালমিকে ৮০ রানে হারিয়ে শক্ত অবস্থান নিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ম্যাচে সাউদ শাকিল করেন ৫৯ রান, আর বল হাতে আব্রার আহমেদ ঝলক দেখিয়ে নেন ৪ উইকেট ৪২ রানে। দিনের অন্য ম্যাচে হাইস্কোরিং থ্রিলারে করাচি কিংস ২৩৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জিতে নেয় ৪ উইকেটে। মাত্র ৪৩ বলে সেঞ্চুরি তুলে নেন করাচির ইংলিশ ব্যাটার জেমস ভিন্স, ইনিংসটি শেষ করেন ১০১ রানে।

এবারের পিএসএলে খেলছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। করাচি কিংসে লিটন দাস, লাহোর কালান্দার্সে রিশাদ হোসেন এবং পেশোয়ার জালমির দলে ডাক পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। তবে তিনজনের মধ্যে বর্তমানে পাকিস্তানে আছেন কেবল রিশাদ। আঙুলের চোটে পড়ে ম্যাচ খেলতে না পেরে দেশে ফিরে এসেছেন লিটন দাস। অন্যদিকে, নাহিদ রানা বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের পর পাড়ি জমাবেন পিএসএলের জন্য।

সম্পর্কিত নিবন্ধ

  • রিশাদের পাকিস্তান জয়...
  • ছক্কার ঝড় তুলে এক মাসে ৪ সেঞ্চুরি করা কে এই সাহিবজাদা
  • পিএসএলে বিধ্বংসী সেঞ্চুরি করে পেলেন চুল শুকানোর মেশিন
  • ‘বাংলাদেশি ভাই’ রিশাদকে ‘গেম চেঞ্জার’ বললেন পাকিস্তানি মালিক
  • পিএসএলে সেঞ্চুরি করে হেয়ার ড্রায়ার পেলেন ইংলিশ ব্যাটার 
  • পিএসএল অভিষেকে উজ্জ্বল রিশাদ, যা বললেন শাহিন আফ্রিদি 
  • পিএসএল অভিষেকে উজ্জ্বল রিশাদ
  • পিএসএল অভিষেকে রিশাদের ৩ উইকেট, জিতেছে তাঁর দলও
  • পিএসএলে ছক্কা ও উইকেটে ফিলিস্তিনে লাখ রুপি দিচ্ছেন রিজওয়ানরা