অ্যাস্টন ভিলার ব্যর্থ কামব্যাক, সেমিতে পিএসজি
Published: 16th, April 2025 GMT
ঘরের মাঠ ভিলা পার্কে দুর্দান্ত এক কামব্যাক করেছে অ্যাস্টন ভিলা। পিএসজিকে ৩-২ গোলে হারিয়েছে তারা। তারপরও যে এটি ব্যর্থ কামব্যাক। কারণ অ্যাস্টন ভিলাকে বিদায় করে সেমিফাইনালে চলে গেছে পিএসজি।
ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ৩-১ গোলে জিতেছিল পিএসজি। দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের জয়ে সেমিফাইনালে পা রেখেছে তারা।
অ্যাস্টন ভিলা এদিন ম্যাচের প্রথমার্ধে আগে দুই গোল হজম করে। ম্যাচের ১১ মিনিটে পিএসজি ডিফেন্ডার আশরাফ হাকিমি এবং ২৭ মিনিটে নুনো মেন্ডিস গোল করেন।
ম্যাচের ৩৪ মিনিটে উনাই এমরির দল ম্যাচে ফেরে। ব্যবধান ২-১ করে ফেলে তারা। দ্বিতীয়ার্ধের ৫৫ ও ৫৭ মিনিটে গোল করে ঘুরে দাঁড়ানোর গল্প লেখার সম্ভাবনা জাগায়। ম্যাচ দুই লেগ মিলিয়ে তখন ৪-৫ গোলের ব্যবধান। প্রিমিয়ার লিগের ক্লাবটির দরকার মাত্র এক গোল। অ্যাস্টন ভিলা শেষ বাঁশি পর্যন্ত চেষ্টা করলেও তা আর সম্ভব হয়নি
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ টবল প এসজ অ য স টন ভ ল প এসজ
এছাড়াও পড়ুন:
সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
ছবি: ফেসবুক থেকে নেওয়া