সুনামগঞ্জ ও উজানে চলতি মাসের ১৮ তারিখ থেকে এক সপ্তাহের স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। এমন অবস্থায় ধান ঘরে তোলার আগ পর্যন্ত ডিসি, ইউএনও, সুনামগঞ্জ জেলা ও উপজেলা প্রশাসনসহ কৃষি অফিসের সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। নির্বিঘ্নে ফসল ঘরে তুলতে ৮০-৯০ শতাংশ ধান পেকে গেলে কৃষকদেরকে ধান কাটার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান সুনামগঞ্জের জেলা প্রশাসক ড.

মোহাম্মদ ইলিয়াস মিয়া। সংবাদ সম্মেলনে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মোস্তফা আল আজাদ উপস্থিত ছিলেন।

এসময় তারা জানান, আগামী এক সপ্তাহ সুনামগঞ্জ ও ভারতে অতিরিক্ত বৃষ্টিপাতে নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এমন পরিস্থিতিতে কৃষকদের আতঙ্কিত না হয়ে প্রস্তুতি নিয়ে থাকতে হবে। ধান পেকে গেলে অপেক্ষা না করে দ্রুত ধান কাটার ব্যবস্থা করতে হবে। ধান কাটায় অসুবিধা হলে প্রশাসন ও কৃষি বিভাগ সহযোগিতা করবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ধ নক ষ ত স ন মগঞ জ স ন মগঞ জ

এছাড়াও পড়ুন:

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

ছবি: ফেসবুক থেকে নেওয়া

সম্পর্কিত নিবন্ধ