৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার দাবিতে ‘মার্চ টু যমুনা’
Published: 16th, April 2025 GMT
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ না করেই ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করায় আন্দোলনে নেমেছেন প্রার্থীরা। ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার দাবিতে মঙ্গলবার দুপুর থেকে রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। সন্ধ্যায় তারা ‘মার্চ টু যমুনা’ শুরু করেন। প্রার্থীরা পদযাত্রা করেন প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আন্দোলনকারীদের পক্ষ থেকে সালেহিন নামে একজন জানান, পিএসসির সঙ্গে আলোচনা করে কোনো সুরাহা হয়নি। কমিশন বলছে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্ন ছাপানো ও নিরাপত্তা ঝুঁকির কারণে তা পেছানো যাবে না।
গত রোববার কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ৮ থেকে ১৯ মে এবং পদসংশ্লিষ্ট বিষয়গুলোর পরীক্ষা ৭ জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে। তবে যারা ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা ও ৪৬তম বিসিএসের লিখিত উভয় পরীক্ষার প্রার্থী, তাদের ২২ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত মৌখিক পরীক্ষা স্থগিত থাকবে। এই স্থগিত পরীক্ষাগুলোর পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে।
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা একাধিকবার স্থগিত হয়েছে। প্রথম দফা মৌখিক পরীক্ষা শুরু হয়েছিল ২০২৪ সালের ৮ মে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে তা দু’বার স্থগিত হয়। এই বিসিএসে প্রায় ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত অংশ নিয়েছেন ৩ হাজার ৯৩০ জন। কমিশন জানিয়েছে, চূড়ান্ত ফল জুন মাসে প্রকাশ করা হবে।
৪৬তম বিসিএসের প্রিলিমিনারিতে অংশ নিয়েছিলেন ২ লাখ ৫৪ হাজার ৫৬১ জন। প্রথম ধাপে ১০ হাজার ৬৩৮ জন এবং পরে আরও ১০ হাজার ৭৫৯ জনকে উত্তীর্ণ করে মোট ২১ হাজার ৩৯৭ জনকে লিখিত পরীক্ষার জন্য মনোনীত করা হয়। প্রার্থীদের একটি অংশ বর্তমানে লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব স এস ল খ ত পর ক ষ র র ল খ ত পর ক ষ
এছাড়াও পড়ুন:
৪৭তম বিসিএস প্রিলিমিনারির নতুন তারিখ ঘোষণা
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৮ আগস্ট এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ রোববার পিএসসির জনসংযোগ দপ্তরের কর্মকর্তা সাহিদা খাতুনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে পিএসসি ২৭ জুন এই পরীক্ষার নেওয়ার কথা ছিল। চাকরিপ্রার্থীদের দাবির মুখে অবশেষে সেই তারিখ পেছানোর সিদ্ধান্ত নেয় পিএসসি। ফলে গত ১০ এপ্রিল এই সিদ্ধান্ত পরিবর্তন করে আগস্টের প্রথম দিকে এই পরীক্ষা হতে পারে বলে জানানো হয়। তবে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পূর্বঘোষণা অনুযায়ী আগামী ৮ মে শুরু হবে।
২০২৪ সালে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। এই বিসিএস পরীক্ষার মাধ্যমে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়ার কথা। এই বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন পৌনে চার লাখ চাকরিপ্রার্থী।
বর্তমানে চারটি বিসিএস পরীক্ষার জট লেগেছে। এর মধ্যে কোনো কোনো বিসিএসের কার্যক্রম চলছে সাড়ে তিন বছর ধরে। এগুলোর মধ্যে ৪৪ তম, ৪৫তম ও ৪৬তম বিসিএসের প্রক্রিয়া শুরু হয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে। সর্বশেষ গত নভেম্বরে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
এমন পরিস্থিতিতে বিদ্যমান চারটি বিসিএসের জট শেষ করে পরবর্তী সময়ে একেকটি বিসিএস এক বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে বর্তমান পিএসসি কর্তৃপক্ষ। পাশাপাশি বিসিএস পরীক্ষার বিদ্যমান পাঠ্যসূচিতেও পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।