মিয়ানমারে আটক ২০ বাংলাদেশি দেশে ফিরেছেন
Published: 15th, April 2025 GMT
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হওয়া ২০ বাংলাদেশি দেশে ফিরেছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা সমুদ্র অভিযানে তারা চট্টগ্রাম বন্দরে পৌঁছান। মিয়ানমারের ইয়াঙ্গুন শহরের এমআইটিটি বন্দর থেকে নৌ বাহিনীর জাহাজ বিএনএস সমুদ্র অভিযান তাদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনেন।
নৌবাহিনীর মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও নাগরিকত্ব যাচাইয়ের পর বাংলাদেশ দূতাবাস প্রত্যাবাসনের ব্যবস্থা গ্রহণ করে। গত কয়েক মাস ধরে তারা মিয়ানমারে আটক ছিলেন।
চট্টগ্রামের জেলা প্রশাসন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মিয়ানমারে আটক ২০ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে এনেছে নৌবাহিনীর জাহাজ বানৌজা সমুদ্র অভিযান। বিকেল সোয়া ৫টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে ফিরিয়ে আনা নাগরিকদের স্ব স্ব অভিভাবকদের নিকট হস্তান্তর করা হবে।
ঢাকা/রেজাউল/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ইউটিউবে ‘মেঘমালা দ্বীপে রহস্য’
'মেঘমালা দ্বীপে রহস্য' নাটকটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। শাহপরীর দ্বীপের মনোরম লোকেশনে চিত্রায়িত থ্রিলার, সাসপেন্স ঘরানার নাটকটি তারুণ্যনির্ভর গল্পে নির্মিত।
গল্পে দেখা যায় তিন তরুণী ও পাঁচ যুবক দ্বীপে ঘুরতে যায়। এরপর তাদের সঙ্গে ঘটতে থাকে রহস্যময় সব ঘটনা। মুস্তাফা তারিক হাদীর নির্মাণে মুনলাইট এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে এটি মুক্তি পেয়েছে। এর আগে ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছিল এর ট্রেইলার।
রাইয়ান খান'র গল্প ও প্রযোজনায় সিনেমাটোগ্রাফিতে রফিক মোহাম্মদ এবং জুলফিকার আলীর সহপরিচালনায় 'মেঘমালা দ্বীপ এ রহস্য'র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, জোনায়েদ বোগদাদী, রুকাইয়া জাহান চমক, শতাব্দী ওয়াদুদ, নিধীকা জাকিয়া, সৈকত ইসলাম, ফেরদৌসী তানভীর ইচ্ছা, মৃন্ময় অমিত, রাফী জামান, সাগর মৈত্রী, আতিক পিয়াল, পরাগ, অথৈ বাড়ৈ প্রমুখ।
রাহাত//