চূড়ান্ত হলো ভারতের বাংলাদেশ সফরের সূচি
Published: 15th, April 2025 GMT
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগস্টে বাংলাদেশ সফরে আসবে, তা আইসিসির ভবিষ্যৎ সূচি পরিকল্পনায় (এফটিপি) আগে থেকেই ছিল। আজ সেই দুটি সিরিজের দিনক্ষণ জানিয়ে দিল বিসিবি।
সব ঠিক থাকলে আগামী ১৩ আগস্ট ঢাকায় আসবে ভারতীয় দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডে হবে ১৭ ও ২০ আগস্ট। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) শেষ ওয়ানডে ২৩ আগস্ট।
বন্দর নগরীতেই প্রথম টি-টোয়েন্টি ২৬ আগস্ট। এরপর দুই দল ঢাকায় ফিরে মিরপুরে শেষ দুই টি-টোয়েন্টি খেলবে ২৯ ও ৩১ আগস্ট। পরদিন ১ সেপ্টেম্বর ঢাকা ছাড়বে ভারতীয় দল।
ভারতের বাংলাদেশ সফরের সূচি২০২২ সালের ডিসেম্বরের পর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছে ভারত। সেবার ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। তবে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছিল।
আরও পড়ুন‘নন স্টপ’ ক্রিকেটে নেই দম ফেলার ফুরসত০৪ এপ্রিল ২০২৫বাংলাদেশের মাটিতে দুই দল এর আগে একাধিকবার টেস্ট ও ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে। তবে এবারই প্রথম টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
ছবি: ফেসবুক থেকে নেওয়া