ম্যাক্সওয়েল আর কত টাকা নষ্ট করবেন
Published: 15th, April 2025 GMT
০, ১, ০, ৪, ১৬, ০, ০, ৩০, ১, ৩...
আইপিএলে সর্বশেষ ১০ ইনিংসে গ্লেন ম্যাক্সওয়েলের পারফরম্যান্স এমন। সর্বশেষ ফিফটি করেছেন আরও ৫ ইনিংস আগে। এই ১৫ ইনিংসের মধ্যে তাঁর সর্বোচ্চ রানের ইনিংস ৩০।
কী বুঝলেন! হ্যাঁ, নামটা ম্যাক্সওয়েল বলেই এরপরও আইপিএলে খেলছেন। সেটিও প্রায় প্রতি ম্যাচে। দলগুলোও কোটি কোটি রুপি খরচ করছে। তবে পারফরম্যান্সের দিকে চোখ দিলে বলতে হচ্ছে, দলগুলোর কোটি কোটি রুপি উসুল হচ্ছে না!
এবার ম্যাক্সওয়েল খেলছেন পাঞ্জাব কিংসের হয়ে। ৪ ইনিংস ব্যাটিং করে রান করেছেন মাত্র ৩৪। ৪ কোটি ২৫ লাখ রুপিতে কেনা এই ক্রিকেটারকে নিয়ে নানা প্রশ্ন উঠছে। তবে ম্যাক্সওয়েলকে কিনে কিছুটা লাভ এই পাঞ্জাবই করতে পেরেছিল। সেটি অবশ্য ১১ বছর আগের কথা।
৫৫২ রান২০১৪ সালের আইপিএলে ম্যাক্সওয়েলের পারফরম্যান্স২০১৪ সালের আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের (বর্তমানে পাঞ্জাব কিংস) হয়ে ১৮৭ স্ট্রাইক রেটে ৫৫২ রান করেছিলেন এই অস্ট্রেলিয়ান। এই পাঞ্জাবকে প্রথমবার তুলেছিলেন ফাইনালে।
সেবার ম্যাক্সওয়েলকে ৬ কোটি রুপিতে কিনেছিল তাঁরা। এমন একটি মৌসুম কাটিয়ে পরের দুই মৌসুমের একটিতেও পাঞ্জাবের হয়ে ২০০ রানও করতে পারেননি তিনি। ২০১৭ সালে করেছিলেন মাত্র ৩১০ রান। হতাশ হয়ে তাঁকে ছেড়ে দেয় দলটি।
এরপর ম্যাক্সওয়েলকে দলে পেতে ৯ কোটি রুপি খরচ করে দিল্লি। ৯ কোটি খরচ করে ম্যাক্সওয়েলের কাছে দলটি পায় মাত্র ১৬৯ রান। এই দিল্লির হয়েই ২০১২ সালে আইপিএলে প্রথমবার খেলেছিলেন ম্যাক্সওয়েল। তাঁকে কিনেছিল ৬ কোটি রুপিতে।
ব্যর্থ হলেও প্রতি ম্যাচে খেলছেন ম্যাক্সওয়েল.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম য ক সওয় ল
এছাড়াও পড়ুন:
রাশফোর্ডের অভিষেক, তরুণদের ঝলকে বার্সার জয়
জাপানে ভিসেল কোবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৩-১ গোলের দারুণ জয় তুলে নিয়েছে বার্সেলোনা। ম্যাচটি ছিল শুধু একটি প্র্যাকটিস গেম নয়, এটা ছিল নতুন অধ্যায়ের শুরু। কারণ, এই ম্যাচেই বার্সার হয়ে প্রথমবার মাঠে নামলেন ইংল্যান্ড তারকা মার্কাস রাশফোর্ড। তবে আসল আলো কেড়ে নিলেন দুই তরুণ নতুন সাইনিং রুনি বারদগজি ও লা মাসিয়া একাডেমির উজ্জ্বল প্রতিভা পেদ্রো ফার্নান্দেজ।
প্রথমে এগিয়ে গিয়েছিল বার্সা। ডান দিক থেকে ভেসে আসা বলে ডিফেন্ডার এরিক গার্সিয়া গোল করে দলকে এগিয়ে দেন। কিন্তু বিরতির ঠিক আগে গোলরক্ষক জোয়ান গার্সিয়ার প্রথমবারের সেভ ব্যর্থ করে ফিরতি বলে তাইসেই মিয়াশিরো গোল করে ভিসেল কোবেকে সমতায় ফেরান।
দ্বিতীয়ার্ধ ছিল বার্সার। রাশফোর্ড ও দানি ওলমো সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। তবে ম্যাচে রাশফোর্ডের প্রভাব স্পষ্ট। তার পাস থেকেই শুরু হয় দ্বিতীয় গোলের জাদু। রাশফোর্ড বল বাড়ান লেভানদোভস্কিকে, তিনিও সেটআপ করে দেন ১৯ বছরের বারদগজিকে। বাঁ পায়ের জাদুতে দূর থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান এই তরুণ।
আরো পড়ুন:
৩০ শতাংশ কম বেতনে স্বপ্নের ক্লাব বার্সায় রাশফোর্ড
ধুমধাম করে জন্মদিন উদযাপন করে তদন্তের মুখে ইয়ামাল
এরপর আসে আরেক তরুণের মাহেন্দ্রক্ষণ। ১৭ বছর বয়সী পেদ্রো ফার্নান্দেজ বল পেলেন বক্সের ভেতরে, এক পা স্থির রেখে অন্য পায়ে যেন বজ্রপাত! জোরালো শটে কোনাকুনি বল জড়িয়ে দিলেন প্রতিপক্ষের জালে। অভিষেক ম্যাচেই দুর্দান্ত গোল করে বার্সার সমর্থকদের মনে জায়গা করে নিলেন লা মাসিয়ার এই রত্ন।
এই গ্রীষ্মে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট না থাকায়, কোচ হানসি ফ্লিক পাচ্ছেন পুরো স্কোয়াড হাতে। প্রস্তুতি ম্যাচে তাই একাদশে একসাথে ১১টি পরিবর্তন এনে সবাইকে খেলিয়ে নিচ্ছেন, যেন পুরো দল ফর্মে ফিরে আসে।
এশিয়া সফরের পরবর্তী গন্তব্য দক্ষিণ কোরিয়া। সেখানে বৃহস্পতিবার এফসি সিওল এবং আগামী সোমবার দেগু’র বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। নতুন মুখ, নতুন পরিকল্পনা; সব মিলিয়ে নতুন মৌসুমের আগে স্বপ্ন বুনছে কাতালান ক্লাবটি।
ঢাকা/আমিনুল