সড়কে চাকা পাল্টানোর সময় আরেক ট্রাকের চাপায় চালক ও তাঁর সহকারী নিহত
Published: 15th, April 2025 GMT
সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাকের চাকা পাল্টানোর সময় অন্য একটি ট্রাকের চাপায় চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৯টার দিকে দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় সিলেট–ফেঞ্চুগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম শাহীন মিয়া (৫০) এবং তাঁর সহকারী কামাল মিয়া (৪৫)। দুজনই সিলেটের জৈন্তাপুর উপজেলার কমলাবাড়ি গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গতকাল রাতে শাহীন মিয়া ও কামাল মিয়া ট্রাক নিয়ে ফেঞ্চুগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পারাইরচকে তাঁদের ট্রাকটির চাকা পাংচার হয়ে যায়। পরে তাঁরা দুজনই নেমে অন্ধকারে রাস্তার পাশে চাকা মেরামতের কাজ করছিলেন। এ সময় একই দিক থেকে পাথরবোঝাই একটি ট্রাক এসে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহত দুজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং ঘটনাস্থল থেকে দুটি ট্রাক জব্দ করা হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সড়কে চাকা পাল্টানোর সময় আরেক ট্রাকের চাপায় চালক ও তাঁর সহকারী নিহত
সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাকের চাকা পাল্টানোর সময় অন্য একটি ট্রাকের চাপায় চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৯টার দিকে দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় সিলেট–ফেঞ্চুগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম শাহীন মিয়া (৫০) এবং তাঁর সহকারী কামাল মিয়া (৪৫)। দুজনই সিলেটের জৈন্তাপুর উপজেলার কমলাবাড়ি গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গতকাল রাতে শাহীন মিয়া ও কামাল মিয়া ট্রাক নিয়ে ফেঞ্চুগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পারাইরচকে তাঁদের ট্রাকটির চাকা পাংচার হয়ে যায়। পরে তাঁরা দুজনই নেমে অন্ধকারে রাস্তার পাশে চাকা মেরামতের কাজ করছিলেন। এ সময় একই দিক থেকে পাথরবোঝাই একটি ট্রাক এসে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহত দুজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং ঘটনাস্থল থেকে দুটি ট্রাক জব্দ করা হয়েছে।