কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মোহাম্মদ আলী (৭২) নামে একজন মসজিদের ইমাম নিহত হয়েছেন। সকালে ফজরের নামাজ শেষে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে তিনি এই দুর্ঘটনার শিকার হন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে কুষ্টিয়ার নওদাপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী কুষ্টিয়া জেলার ইবি থানাধীন ফকিরাবাদ নওদাপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে এবং খেজুরতলা জামে মসজিদের ইমাম ছিলেন। 

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ফজরের নামাজ শেষে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে নওদাপাড়া মোড়ে পৌঁছালে চুয়াডাঙ্গাগামী পাথর বোঝাই ট্রাক (কুষ্টিয়া-ট-১১-২৬৩৯) ইমাম মোহাম্মদ আলীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় জনতা ট্রাকসহ চালক রাজা মিয়া ও হেলপার মাসুদ রানাকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে। 

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মেহেদী হাসান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। 

ঢাকা/কাঞ্চন/টিপু 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ফেরদৌস ওয়াহিদ এবার উপস্থাপনায়

নতুন আরেকটি পরিচয়ে আসতে যাচ্ছেন ফেরদৌস ওয়াহিদ। উপস্থাপনা শুরু করেছেন তিনি। মঙ্গলবার ‘চেনা মুখ দুঃখ সুখ’ নামে এ অনুষ্ঠানের তিনটি পর্বের স্টুডিও অংশের দৃশ্যধারণ শেষ হয়েছে। এর একটি পর্বে ছেলে গায়ক, সুরকার ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদের সাক্ষাৎকার নিয়েছেন পপ গানের জনপ্রিয় শিল্পী। অন্য দুটি পর্বে অংশ নিয়েছেন হায়দার হোসেন ও আগুন।

‘চেনা মুখ দুঃখ সুখ’ অনুষ্ঠানের রেকর্ডিংয়ের ফাঁকে হায়দার হোসেন ও ফেরদৌস ওয়াহিদ।

সম্পর্কিত নিবন্ধ