একসময়ের প্রিয় খেলোয়াড়, এখন খেলেন প্রতিপক্ষের হয়ে—এমন খেলোয়াড় যখন প্রিয় দলের বিপক্ষে গোল করেন, কেমন লাগে আপনার?

ব্যাপারটা যে ভালো লাগার মতো কিছু নয়, সেটি তো জানাই। পেশাদার ফুটবলের এ যুগেও অনেক সময় সেই খেলোয়াড়ও বিব্রতবোধ করেন গোল উদ্‌যাপন করতে। তবে কিছু ফুটবলার আছেন, তাঁরা এসব আবেগ-টাবেগ দূরে সরিয়ে রেখেই যেন খেলতে নামেন ‘প্রাক্তন’ দলের বিপক্ষে। আর গোল পেয়ে বুনো উদ্‌যাপনও করেন।

ইমানুয়েল আদেবায়োর এমনই একজন। ২০০৯-১০ মৌসুমে আর্সেনাল ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন টোগোর এই ফুটবলার। আর মৌসুমের শুরুতেই ইতিহাদে সেই আর্সেনালের বিপক্ষে গোল পেয়ে যান আদেবায়োর। গোল করার পর আদেবায়োর উদ্‌যাপন করতে দৌড়ে ছুটে গেলেন মাঠের উল্টো পাশে, যেখানে গানার সমর্থকেরা বসা সেখানে। যে উদ্‌যাপনকে প্রিমিয়ার লিগের ওয়েবসাইট বর্ণনা করেছে ‘অমানুষিক’ উদ্‌যাপন হিসেবে।

ডর্টমুন্ডের হয়েও ১০৩ গোল করেছেন লেভানডফস্কি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৬ এপ্রিল ২০২৫)

আইপিএল, পিএসএল ও ইংলিশ প্রিমিয়ার লিগে আছে একটি করে ম্যাচ। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ দুটি কোয়ার্টার ফাইনাল আজ।আইপিএল

দিল্লি ক্যাপিটালস–রাজস্থান রয়্যালস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

পিএসএল

ইসলামাবাদ ইউনাইটেড–মুলতান সুলতানস
রাত ৯টা, নাগরিক টিভি ও পিটিভি স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগ

নিউক্যাসল–ক্রিস্টাল প্যালেস
রাত ১২–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

রিয়াল মাদ্রিদ–আর্সেনাল
রাত ১টা, সনি স্পোর্টস টেন ২

ইন্টার মিলান-বায়ার্ন মিউনিখ
রাত ১টা, সনি স্পোর্টস টেন ১

সম্পর্কিত নিবন্ধ