ওয়াকফ আইন ইস্যুতে উত্তপ্ত আসাম, বিধিনিষেধ আরোপ প্রশাসনের
Published: 15th, April 2025 GMT
ওয়াকফ (সংশোধনী) আইনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ভারতের আসাম রাজ্য। গতকাল সোমবার কাছাড় জেলায় এক বিক্ষোভ সমাবেশে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এতে সম্ভাব্য সহিংস পরিস্থিতি এড়াতে জেলাজুড়ে বিধিনিষেধ আরোপ করেছে কাছাড় প্রশাসন। জরুরিভাবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা-এর ১৬৩ ধারার অধীনে নিষেধাজ্ঞামূলক এ ব্যবস্থা জারি করা হয়। খবর এশিয়ান নিউজ নেটওয়ার্কের।
কাছাড় জেলা প্রশাসন বলেছে, উত্তেজনা বৃদ্ধি এবং ওয়াকফ আইনের বিরুদ্ধে সাম্প্রতিক বিক্ষোভ থেকে উদ্ভূত জনসাধারণের জীবনে জন্য সৃষ্ট হুমকি বিবেচনা করে কর্তৃপক্ষ একটি নিষ্পত্তিমূলক পদক্ষেপ নিয়েছে।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা পিটিআইকে বলেছেন, পূর্ব অনুমতি ছাড়াই কয়েকশ লোক শিলচর শহরের বেরেঙ্গা এলাকায় রাস্তায় নেমেছে। তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছিল। আমরা পথ পরিষ্কার করার চেষ্টা করলে তাদের মধ্যে কয়েকজন আমাদের দিকে ঢিল ছুঁড়ে। ভিড় ছত্রভঙ্গ করতে আমাদের হালকা লাঠিচার্জ করতে হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা হয়েছে, তবে এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। সমাবেশে বিক্ষোভকারীরা ওয়াকফ আইন বাতিলের দাবিতে কালো পতাকা দেখায় এবং বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়।
সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, কাছার জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস)-এর ধারা ১৬৩- এর অধীনে জেলা জুড়ে জরুরি নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা জারি করেছেন। পূর্বানুমতি ছাড়া পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ বা অস্ত্র বহন কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
আদেশটি সরকারিভাবে অনুমোদিত না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি যেমন-মানববন্ধন, সমাবেশ, ধর্মঘট, ধর্না এবং বিক্ষোভের আয়োজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৬ এপ্রিল ২০২৫)
আইপিএল, পিএসএল ও ইংলিশ প্রিমিয়ার লিগে আছে একটি করে ম্যাচ। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ দুটি কোয়ার্টার ফাইনাল আজ।আইপিএল
দিল্লি ক্যাপিটালস–রাজস্থান রয়্যালস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
ইসলামাবাদ ইউনাইটেড–মুলতান সুলতানস
রাত ৯টা, নাগরিক টিভি ও পিটিভি স্পোর্টস
নিউক্যাসল–ক্রিস্টাল প্যালেস
রাত ১২–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
রিয়াল মাদ্রিদ–আর্সেনাল
রাত ১টা, সনি স্পোর্টস টেন ২
ইন্টার মিলান-বায়ার্ন মিউনিখ
রাত ১টা, সনি স্পোর্টস টেন ১