রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল সোমবার বয়ে গেছে তাপপ্রবাহ। দেশের কিছু স্থানে কয়েক দিন থেকেই তাপপ্রবাহ চলছে। তবে এরই মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে নানা স্থানে। বৃষ্টির পরও কিন্তু গরম তেমন কমছে না। আজ মঙ্গলবারও দেশের বিভিন্ন স্থানে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এর মধ্যে আবার দুই বিভাগের কয়েক স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বাকি বিভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তাতে তাপমাত্রা সামান্য কমতে পারে, আবহাওয়াবিদেরা এমনটাই বলছেন।

গতকাল দেশের ১৪টি স্থানে বয়ে গেছে তাপপ্রবাহ। এর মধ্যে আছে ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর, মৌলভীবাজার, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী জেলা এবং চট্টগ্রামের সন্দ্বীপ ও সীতাকুণ্ড অঞ্চল।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সীতাকুণ্ডে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সেই তুলনায় গতকাল তাপমাত্রা সামান্য কমেছিল। কিন্তু তাপপ্রবাহের এলাকা খানিকটা বেড়ে গিয়েছিল।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো.

শাহীনুল ইসলাম আজ প্রথম আলোকে বলেন, আজ তাপমাত্রা গতকালের মতোই থাকতে পারে। সামান্য একটু কমতে পারে। তবে এটা নির্ভর করছে বৃষ্টির ওপর। আসলে বৃষ্টি হলেই এ সময়ে তাপমাত্রা কমে আসে।

কয়েক দিন ধরে এই তাপপ্রবাহের মধ্যে দেশের কিছু স্থানে বৃষ্টি হয়েছে। তাতে অবশ্য গরম তেমন কমেনি। সর্বশেষ ২৪ ঘণ্টায় টাঙ্গাইল, মাদারীপুর, কুষ্টিয়ার কুমারখালী, চুয়াডাঙ্গা, বরিশাল, খুলনার মোংলা, কক্সবাজারের কুতুবদিয়া অঞ্চলে বৃষ্টি হয়েছে। এভাবে বিক্ষিপ্ত বৃষ্টির পরও তাপমাত্রা কমছে না কেন?

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, তাপমাত্রা বেশি থাকে দিনের বেলায়। এটি প্রশমিত হতে গেলে বৃষ্টি হতে হবে দিনে। কিন্তু এখন যেসব বৃষ্টি হচ্ছে, তা বেশির ভাগই সন্ধ্যা বা রাতে। তাতে প্রশান্তি মেলে। কিন্তু পরে দিনের তাপ আবারও বাড়ে। অবশ্য এ সময়ের বৃষ্টির প্রবণতাই এমন।

আবহাওয়া অধিদপ্তর আজ সকাল পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। সেখানে বলা হয়েছে, এ সময়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

রাজধানীতে এ সময় বৃষ্টি হতে পারে কি না, এ প্রশ্নে শাহীনুল ইসলাম বলেন, আজ মাদারীপুর অঞ্চলে মেঘ আছে। সেটি রাজধানী পর্যন্ত আসবে কি না, তা নিশ্চিত নয়। আসার সম্ভাবনা কিছুটা কম।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গতক ল এ সময়

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৬ এপ্রিল ২০২৫)

আইপিএল, পিএসএল ও ইংলিশ প্রিমিয়ার লিগে আছে একটি করে ম্যাচ। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ দুটি কোয়ার্টার ফাইনাল আজ।আইপিএল

দিল্লি ক্যাপিটালস–রাজস্থান রয়্যালস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

পিএসএল

ইসলামাবাদ ইউনাইটেড–মুলতান সুলতানস
রাত ৯টা, নাগরিক টিভি ও পিটিভি স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগ

নিউক্যাসল–ক্রিস্টাল প্যালেস
রাত ১২–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

রিয়াল মাদ্রিদ–আর্সেনাল
রাত ১টা, সনি স্পোর্টস টেন ২

ইন্টার মিলান-বায়ার্ন মিউনিখ
রাত ১টা, সনি স্পোর্টস টেন ১

সম্পর্কিত নিবন্ধ