কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহিন পাহাড়ি এলাকা থেকে মোহাম্মদ দেলোয়ার (২৫) নামের এক যুবককে অপহরণের অভিযোগ উঠেছে। তাঁর মুক্তির জন্য ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে জানিয়েছে তাঁর পরিবার। গতকাল সোমবার এ ঘটনা ঘটে।

দেলোয়ার উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া এলাকার মৃত আবদুল করিম মিস্ত্রির ছেলে। তাঁকে অপহরণের বিষয়টি বাহারছড়ার ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ফরিদ উল্লাহ প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

ইউপি সদস্য ফরিদ উল্লাহ বলেন, গতকাল সকালে এলাকার দুই বাসিন্দা আবদুস সালাম (৫০) ও হাসান আহমদের (৪৫) সঙ্গে গহিন পাহাড়ে শণ কাটতে যান দেলোয়ার। সেখানে এক দল সশস্ত্র সন্ত্রাসী তাঁদের ধাওয়া দেন। দুজন এ সময় পালিয়ে রক্ষা পেলেও সন্ত্রাসীরা দেলোয়ারকে অপহরণ করে নিয়ে যান। এরপর তাঁর স্ত্রী নুর নাহার বেগমের মুঠোফোনে কয়েক দফা কল করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছেন অপহরণকারী ব্যক্তিরা। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

ফরিদ উল্লাহ আরও বলেন, পাহাড়ে থাকা কিছু সন্ত্রাসী দীর্ঘদিন ধরেই এলাকার লোকজনকে অপহরণ করে আসছেন। মুক্তিপণ আদায়ের জন্যই অপহরণ করা হচ্ছে। স্থানীয় লোকজন বিষয়টি নিয়ে অতিষ্ঠ।

দেলোয়ারের স্ত্রী নুর নাহার বেগম প্রথম আলোকে বলেন, আজ মঙ্গলবার সকালেও অপহরণকারী ব্যক্তিরা তাঁকে ফোন করেছেন। দেলোয়ারকে মারধর ও নির্যাতন করে তাঁর চিৎকারের শব্দ মুঠোফোনে শুনিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছেন অপহরণকারী ব্যক্তিরা। এত টাকা তাঁর পক্ষে দেওয়া কখনো সম্ভব নয়।

জানতে চাইলে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক শুভ রঞ্জন সাহা বলেন, ‘এক ব্যক্তিকে অপহরণের বিষয়টি শুনেছি। এ বিষয়ে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। এরপরও পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ১০ ল খ ট ক ব ষয়ট

এছাড়াও পড়ুন:

গাজাবাসীর জন্য তাঁরা জাহাজে এনেছিলেন ত্রাণ, ধরে নিয়ে গেল ইসরায়েল

অবরুদ্ধ গাজাবাসীর জন্য ত্রাণসামগ্রী নিয়ে যাওয়া আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) জাহাজ ‘হান্দালাকে’ বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, জাহাজটির আরোহীদের ‘অপহরণ’ করে নিয়ে যাওয়া হয়েছে। ওই সময় জাহাজটি গাজা উপকূল থেকে প্রায় ৪০ নটিক্যাল বা ৪৭ কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় ছিল।

বিবৃতিতে এফএফসি জানায়, ইসরায়েলি বাহিনী জাহাজটিতে থাকা সব ক্যামেরা বন্ধ করে দিয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এর পর থেকে জাহাজটির সঙ্গে সংস্থাটির আর কোনো যোগাযোগ নেই।

বিবৃতিতে আরও বলা হয়েছে, হান্দালা নামের জাহাজটি গাজাবাসীর জন্য ‘জীবন রক্ষাকারী সামগ্রী’ নিয়ে গিয়েছিল। এর মধ্যে শিশুখাদ্য, ডায়াপার, খাবার, ওষুধ ছিল। ইসরায়েলি বাহিনী জাহাজটির আরোহীদের অপহরণ করে নিয়ে গেছে। জব্দ করা হয়েছে জাহাজে থাকা মালপত্র। গাজা উপকূল তথা ফিলিস্তিনের জলসীমার বাইরে আন্তর্জাতিক জলসীমায় এ ঘটনা ঘটানো হয়েছে, যা আন্তর্জাতিক সমুদ্র আইনের সুষ্পষ্ট লঙ্ঘন।

জাহাজটিতে ১০টি দেশের মোট ২১ জন ছিলেন বলে জানিয়েছে এফএফসি। তাঁদের মধ্যে ১৯ জন অধিকারকর্মী। অন্য দুজন আল–জাজিরার সাংবাদিক।

এদিকে গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজকে বাধা দেওয়ার ঘটনায় ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এ ঘটনাকে ‘জলদস্যুতা’ হিসেবে উল্লেখ করে এ জন্য নিন্দা জানাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

আরও পড়ুনত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ থেকে আটক ৬ অধিকারকর্মীকে ছাড়ল ইসরায়েল১৩ জুন ২০২৫

এক বিবৃতিতে হামাস বলেছে, ‘আমরা জাহাজে থাকা অধিকারকর্মীদের নিরাপত্তাহীনতার জন্য নেতানিয়াহু সরকারকে দায়ী করি। সেই সঙ্গে গাজায় অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত এসব ত্রাণবাহী জাহাজের কার্যক্রম চালিয়ে যেতে দিতে আহ্বান জানাই।’

আন্তর্জাতিক অধিকারকর্মীদের সাহসের প্রশংসা করে বিবৃতিতে হামাস বলেছে, ‘ইহুদিবাদীদের হুমকি থাকা সত্ত্বেও তাঁদের (অধিকারকর্মীদের) বার্তা আমাদের জনগণ ও বিশ্বের কাছে পৌঁছেছে।’

আরও পড়ুন:
ম্যাডলিনের পর এবার ত্রাণ নিয়ে গাজার পথে ফ্লোটিলার নতুন জাহাজ হান্দালা

আরও পড়ুনগাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজে কারা আছেন, এতে কী ত্রাণ আছে০৫ জুন ২০২৫আরও পড়ুনগাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজে কারা আছেন, এতে কী ত্রাণ আছে০৫ জুন ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • ‘কারফিউ ভেঙে নারীদের সমাবেশের স্মরণে শাহবাগে সমাবেশ, ৩ দফা দাবি
  • টানা ২৬ বছর কারাভোগ, ৬০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে ‘শিবির’ নাছির
  • গাজাবাসীর জন্য তাঁরা জাহাজে এনেছিলেন ত্রাণ, ধরে নিয়ে গেল ইসরায়েল