ক্রোম ব্রাউজারে থাকা দুই দশকের পুরোনো গোপনীয়তা দুর্বলতার সমাধান করছে গুগল
Published: 15th, April 2025 GMT
জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজারের তালিকায় সবার ওপরে রয়েছে ক্রোম ব্রাউজার। ইন্টারনেট ব্যবহারকারীদের বেশির ভাগই গুগলের তৈরি ব্রাউজারটি নিয়মিত ব্যবহার করেন। কিন্তু জনপ্রিয় ব্রাউজারটিতে ২০ বছরের বেশি সময় ধরে একটি গোপনীয়তা দুর্বলতা থাকলেও তা সমাধান করেনি গুগল। অবশেষে ক্রোম ব্রাউজারের নতুন সংস্করণে গোপনীয়তা দুর্বলতাটির সমাধান করতে যাচ্ছে গুগল।
জানা গেছে, ক্রোম ব্রাউজারের মাধ্যমে ওয়েবসাইটে প্রবেশ করলেই ‘ভিজিটেড’ লিংক আলাদা রঙে দেখা যায়। এর ফলে সিএসএস সিলেক্টরের সাহায্যে ব্যবহারকারীরা আগে কোন কোন লিংকে ক্লিক করেছেন, তা চাইলেই শনাক্ত করা সম্ভব। শুধু তা–ই নয়, এই গোপনীয়তা দুর্বলতা কাজে লাগিয়ে তথ্য চুরি, নজরদারি বা ফিশিং হামলাও চালানো যায়।
আরও পড়ুনক্রোম ব্রাউজারে নোটিফিকেশন আসা বন্ধ করবেন যেভাবে৩০ জুন ২০২৪ক্রোম ব্রাউজারে থাকা দুই দশকের পুরোনো এই গোপনীয়তা দুর্বলতার সমাধান করতে নতুন সংস্করণের ক্রোম ব্রাউজারে ‘ট্রিপল কি পার্টিশনিং’ নামের নিরাপত্তাব্যবস্থা চালু করছে গুগল। নতুন এ নিরাপত্তাব্যবস্থা অনলাইনে কোনো লিংকে ক্লিক করার তথ্য তিনটি স্তরে আলাদাভাবে সংরক্ষণ করবে। এর ফলে ভিজিট করা ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ওয়েবসাইট ব্যবহারকারীদের ক্লিক করা লিংকের তথ্য জানতে পারবে না।
আরও পড়ুনক্রোম ব্রাউজার নিরাপদে ব্যবহারের পাঁচ কৌশল০৯ এপ্রিল ২০২৪নতুন নিরাপত্তাব্যবস্থা এরই মধ্যে পরীক্ষামূলকভাবে গুগল ক্রোমের বিভিন্ন সংস্করণে চালু করা হয়েছে। গুগল জানিয়েছে, নতুন আসতে যাওয়া গুগল ক্রোমের ১৩৬তম সংস্করণে নিরাপত্তাব্যবস্থাটি যুক্ত করা হবে। এর ফলে স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের ক্লিক করা লিংকের তথ্য নিরাপদ থাকবে।
সূত্র: ব্লিপিং কম্পিউটার
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক ল ক কর দ র বলত স স করণ ব যবহ র
এছাড়াও পড়ুন:
বৈধ নথি ছাড়া হজে গেলে মিলবে না থাকার জায়গা
এবারের হজ মৌসুমে হজযাত্রীদের নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। এ বছর হজের উদ্দেশে যেসব যাত্রী বৈধ নথি বা অনুমোদন ছাড়া সৌদিতে যাবেন, তাদের থাকার জায়গা না দিতে মক্কার সব হোটেল, মোটেল, রেস্টহাউস ও স্থানীয় বাসিন্দাদের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় সম্প্রতি এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। আগামী ২৯ এপ্রিল থেকে নির্দেশনাটি কার্যকর হবে। খবর গালফ নিউজের।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জননিরাপত্তা ও হজের পবিত্রতার স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্দেশনার মেয়াদ শেষ হবে হজ সমাপ্ত হওয়ার পর। নির্দেশ পালন হচ্ছে কিনা, তা যাচাই করতে মক্কার আবাসিক এলাকাগুলোতে নিয়মিত টহল দেবেন সৌদির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মক্কার হোটেল-মোটেল-রেস্টহাউসের মালিক ও স্থানীয় বাসিন্দাদের নতুন এই নিয়ম মেনে চলতে আদেশ দিয়েছে সরকার। কোনো ব্যক্তির বিরুদ্ধে সরকারি আদেশ না মানার প্রমাণ মিললে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে পর্যটন মন্ত্রণালয়ের বিবৃতিতে।
প্রতি বছর হজের মৌসুমে লাখ লাখ মুসল্লি সৌদিতে হজ করতে যান। তবে তাদের সবাই যে বৈধভাবে যান, তা নয়। অনেকেই প্রয়োজনীয় নথি ব্যতীত অবৈধভাবে সৌদিতে প্রবেশ করেন। তাদের একটি অংশ আবার স্থায়ীভাবে সেখানেই থেকে যাওয়ার চেষ্টা করেন। সাম্প্রতিক বছরগুলোতে এই নথিবিহীন অভিবাসীদের ব্যাপারে কঠোর নীতি নিয়েছে সৌদি সরকার। অবৈধ অভিবাসীদের ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যেসব ওমরাহযাত্রীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের ২৯ এপ্রিলের মধ্যে সৌদি ত্যাগের নির্দেশও দেওয়া হয়েছে।
এদিকে এবারের ভারত থেকে আরও ১০ হাজার যাত্রী হজে যেতে পারবেন। দেশটির সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় বিষয়টি জানিয়েছে। এবারে ৫২ হাজারের বেশি ভারতীয় বেসরকারি ট্যুর অপারেটরের মাধ্যমে হজ পালনের জন্য বুকিং করেছেন। এর আগে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছিল, বেসরকারিভাবে হজ পালনের উদ্দেশে যারা নিবন্ধন করেছিলেন, তাদের মধ্য থেকে প্রাথমিকভাবে ২০ শতাংশ যাত্রীকে নিশ্চিত করা হবে। এর ফলে, প্রায় ৮০ শতাংশ মানুষ এবার হজে যেতে পারবেন না বলে শঙ্কা তৈরি হয়। খবর হিন্দুস্তান টাইমসের।