রাজধানীর নিউমার্কেট এলাকায় মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বাবুপুরা গলির সন্ধ্যানী চক্ষু হাসপাতাল ভবনের পশ্চিম পাশ থেকে সাবিনা জেসমিন (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানা পুলিশ।

নিউমার্কেট থানার ওসি মোহসীন উদ্দিন জানান, সাবিনা ভাসমান মাদক চোরাকারবারি। এলাকায় ঘুরে ঘুরে মাদক বিক্রি করতেন। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। তিনি কামরাঙ্গীচর এলাকায় থাকেন। 

তিনি জানান, শরীরে বিশেষ কায়দায় মাদক বহন করার সময় তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ড. আনিসুজ্জামান বিএসইসি পরিদর্শনে যাচ্ছেন আজ

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পুঁজিবাজার উন্নয়ন কমিটির সভাপতি ড. আনিসুজ্জামান চৌধুরী। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তিনি বিএসইসি পরিদর্শনে আসছেন। তার আগমনকে কেন্দ্র করে বিশেষ প্রস্তুতি নিয়েছে কমিশন।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১টার দিকে ড. আনিসুজ্জামান চৌধুরী বিএসইসিতে আসবেন বলে জানা গেছে।

জানা গেছে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী  ড. আনিসুজ্জামান চৌধুরী বিএসইসিতে দুপুর ১টার দিকে আসবেন। এরপর তিনি বিএসইসি পরিদর্শন করে জোহরের নামাজ আদায় করবেন। এরপর তিনি বিএসইসিতে মধ্যাহ্নভোজ সারবেন। পরবর্তীতে তিনি বোর্ড রুমে বিএসইসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর বিকেল ৩টার দিকে মাল্টিপারপাস হলে পুঁজিবাজার সংশ্লিষ্ট ১০ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।

বৈঠকে পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হতে পারে। রাজনৈতিক পট পরিবর্তনের পর পুঁজিবাজার সংস্কারসহ বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বাজার সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করা হবে।

এ বৈঠকে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখ এবং পুঁজিবাজার উন্নয়ন কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. সাদেকুল ইসলাম, কমিটির সদস্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিমা ও পুঁজিবাজার অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব উপস্থিত থাকবেন।

বৈঠকে উপস্থিত থাকতে বলা পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো হলো- ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির চেয়ারম্যান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পিএলসির চেয়ারম্যান, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) বাবস্থাপনা পরিচালক, ডিএসই ব্রোকার্স অ্যাসিয়োসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি, অ্যাসোসিয়েশন এব আাসেট ম্যানেজম্যান্ট কোম্পানি আন্ড মিউচুয়াল ফান্ডসের সহ-সভাপতি, দি ইনস্টিটিউট অব চাটার্ড একাউন্ট্যাসি অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি, অ্যাসোসিয়েশন অব ক্রেডিট রেটিং এজেন্সির সভাপতি ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের  (বিএপিএলসি) সভাপতি।

ঢাকা/এনটি/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ