ফুলবাড়িয়া উপজেলায় সালিশকে কেন্দ্র করে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহার নামীয় ২২ জনসহ অজ্ঞাত ৫০-৬০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তা‌র করেছে পুলিশ।

গ্রেপ্তা‌ররা হলেন, পলাশিহাটা গ্রামের নিয়াম উদ্দিনের ছেলে রিপন (৩২), নাওগাও গ্রামের সাবান আলীর ছেলে মোজাম্মেল ও মজিবুর রহমানের ছেলে আল আমিন।

সোমবার গ্রেপ্তা‌রদের ময়মনসিংহ আদালতে পাঠিয়েছে পুলিশ।

রোববার রাতে নিহত গফুরের স্ত্রী শিল্পী আক্তার বাদী হয়ে মৃত সাবান আলীর ছেলে মোতালেবসহ এজাহার নামীয় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে ২ জন ইউপি সদস্য রয়েছেন।

নিহত গফুরের স্ত্রী শিল্পী আক্তার বলেন, স্থানীয় হাবিবুর রহমানসহ শত শত মানুষ সালিশের নামে আমার স্বামী ও ছেলেকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করেন। যত অপরাধই করে থাকুন দেশে আইন আছে, আইনের মাধ্যমে বিচার হতো। বাবা ছেলেকে কেন নির্মমভাবে হত্যা করল।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, শতাধিক মানুষের উপস্থিতিতে বাবা ছেলের বিরুদ্ধে গ্রাম্য সালিশ বসেছিল, তারা সালিশে উপস্থিত না হওয়ায় সালিশ থেকে গিয়ে হত্যাকাণ্ড ঘটায়। নিহত গফুরের বিরুদ্ধে মারামারির ঘটনায় ৩২৬ ধারায় ২টি মামলাসহ ৩টি মামলা রয়েছে। এছাড়াও তার ছেলে মেহেদী হাসান (১৫) এর বিরুদ্ধে মাদক আইনে মামলা রয়েছে। ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তা‌র করা হয়েছে, অন্যান্যদের দ্রুত গ্রেপ্তা‌র অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, রোববার দুপুরে সালিশে উপস্থিত না হওয়ায় সালিশ থেকে গিয়ে শত শত বিক্ষুব্ধ মানুষ বাড়ি ঘর ভাঙচুর করে নিজ ঘরে আ.

গফুর (৪০) ও মেহেদী হাসানকে (১৫) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। হত্যা করার পর বিক্ষুব্ধরা রাঙ্গামাটিয়া গ্রামে গিয়ে হারুন নামের এক ব্যক্তির বাড়ি, দোকান ও একটি মাজার ভাঙচুর করেছে।

ঘটনার দিন বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ পুলিশ সুপার কাজী আখতারুল আলম। ঘটনার পর থেকে গ্রেপ্তার আতঙ্কে গ্রামটি প্রায় পুরুষ শূন্য হয়ে পড়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ক প য় হত য ঘটন য়

এছাড়াও পড়ুন:

ময়মনসিংহে বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণ উদযাপন 

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন ও বাংলা ১৪৩২ বর্ষবরণ উদযাপন পরিষদের উদ্যোগে পৃথক পৃথক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। এছাড়াও বিভিন্ন দল-মত ও প্রতিষ্ঠানের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

বর্ষবরণ সফল করতে বিভাগীয় নগরী ময়মনসিংহে সকাল ৮ টায় জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর ময়মনসিংহ মহাবিদ্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এদিকে নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে রেলওয়ে কৃষ্ণচূড়া প্রাঙ্গণ থেকে আরেকটি বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা দুটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি আবু বকর সিদ্দিক, জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর কামরুল হাসান মিলন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, মাহবুবুর রহমানসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

র‍্যালি শেষে উপস্থিত সবাইকে সঙ্গে নিয়ে বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ বেলুন উড়িয়ে শুভ নববর্ষের ঘোষণা করেন। শোভাযাত্রা দেখতে রাস্তার দু’ধারে শতশত উৎসুক নগরবাসী ভিড় জমান। পরে শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যানে বৈশাখী মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 

এছাড়াও পহেলা বৈশাখ উপলক্ষে ময়মনসিংহ প্রেসক্লাবের উদ্যোগে পদযাত্রা ও নানা আয়োজন অনুষ্ঠিত হয়। সকালে উপস্থিত ক্লাব সদস্যদেরকে বিনামূল্যে পুরস্কার প্রদান করা হয়। বিকেলে সার্কিট হাউজ মাঠে বাংলার ঐতিহ্য ঘুড়ি উড়ানো, লাঠি খেলা, রশি টানাটানি ও হা-ডু-ডু প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • ময়মনসিংহে সালিসে না যাওয়ায় বাবা-ছেলেকে হত্যার ঘটনায় ৮৭ জনের নামে মামলা
  • ময়মনসিংহে বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণ উদযাপন 
  • সালিশে না আসায় বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা
  • সালিসে না আসায় বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা
  • কয়েকশত লোক বাড়ি হামলা করে বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যা
  • ১০ অর্থনৈতিক অঞ্চল বাতিল করল সরকার
  • দুই হাত কেটে ফেলেও বাঁচানো গেল না সাদাফকে
  • পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে না ময়মনসিংহ মিনি চিড়িয়াখানার অসুস্থ ভালুকটি