বাংলা নববর্ষ উপলক্ষে পঞ্চগড়ে শিশু-কিশোরদের নিয়ে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বিকেলে সদর উপজেলার জগদল উচ্চ বিদ্যালয় মাঠে এই উৎসবের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ষড়ঋতু। 

উৎসবে প্রায় ২০০ শিশু-কিশোর অংশ নেয়। রং-বেরঙের ঘুড়ি ও নাটাই হাতে নিয়ে জগদল উচ্চ বিদ্যালয়ের মাঠে আসেন তারা। প্রজাপতি, চিল, ঈগল ও মাছ আকৃতির ঘুড়ি আকাশে উড়ায় তারা। যার ঘুড়ি বেশি সময় আকাশে থেকেছে তাকে দেওয়া হয় পুরষ্কার। উৎসবকে আরো আনন্দময় করে তুলতে আয়োজন করা হয়েছিল লোকজ সঙ্গীতের। 

ঘুড়ি উৎসব ছাড়াও ষড়ঋতু সংগঠনটি বিভিন্ন গ্রামীণ খেলাধুলার আয়োজন করেছিল। এসব খেলা দেখতে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ। 

আরো পড়ুন:

ডিআরইউতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

বৈশাখে চিড়িয়াখানায় দর্শনার্থীদের উচ্ছ্বাস 

ষড়ঋতু সংগঠনটির সভাপতি রহিম আব্দুর রহিম বলেন, “আমাদের শৈশব কেটেছে ঘুড়ি উড়িয়ে। বারো মাস আমরা ঘুড়ি উড়াতাম। এখন শিশু-কিশোররা মোবাইলে আসক্ত। তাদের মধ্যে ঘুড়ি উড়ানোর আনন্দ ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন। শিশু-কিশোররা দারুন উপভোগ করেছে এই ঘুড়ি উৎসব।” 

তিনি আরো বলেন, “ঘুড়ি উৎসব উদযাপন আবহমান গ্রামীণ বাংলার একটি ঐহিত্য। এ উৎসব আয়োজনের মাধ্যমে আমরা নিজেরাও শৈশবে ফিরে গেছি। ছোট বেলার কথা মনে পড়েছে, যখন এক টাকায় একটি রঙিন ঘুড়ি কিনতাম এবং একজন আরেকজনের ঘুড়ি কেটে দিতাম। এখন এই নীল আকাশে বেগুনি, নীল, সাদা রঙের ঘুড়ি উড়তে দেখে ভালোই লেগেছে।”

এদিকে, বাংলা নববর্ষ উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসন লাঠি ও হা-ডু-ডুসহ গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

ঢাকা/নাঈম/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উৎসব

এছাড়াও পড়ুন:

ভাস্কর্য শিল্পীর বাড়িতে আগুন: ৮ জন গ্রেপ্তার

বাংলা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাদের সবাইকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবারও (১৭ এপ্রিল) ওই বাড়ি পরিদর্শন করেছেন জেলা প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। গত মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার ঘোষের বাজার এলাকায় বাড়ির একটি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তাররা হলেন, আল আমিন তমাল (২২), সদর উপজেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক মাইনউদ্দিন আহাম্মদ পিয়াস (২২, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন (৫৪), আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মীর মারুফ (২১), ছাত্রলীগ নেতা আমিনুর রহমান (২৪), খান মোহাম্মদ রাফি ওরফে সিজন (১৮), মোশাররফ হোসেন (৪৮) ও সঞ্জীব ঘোষ (৪০)।

আরো পড়ুন:

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

পঞ্চগড়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের বাড়ির একটি ঘরে আগুন

আগুনে ঘরের ভেতরে থাকা সব আসবাবপত্র, ভাস্কর্য, একটি মোটরসাইকেল পুড়ে হয়ে যায়। এ ঘটনার তদন্তে ছয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে জেলা প্রশাসন। এ কমিটি তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

আরো পড়ুন: আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন

এ বছরের ঢাকায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখের আদলে ‘ফ্যাসিস্ট হাসিনার মোটিফ’ বানানো হয়। এ কাজের সঙ্গে মানবেন্দ্র ঘোষ যুক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, এ কারণে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে।

ঢাকা/চন্দন/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাই রেভ্যুলুশনারি এলায়েন্সের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা
  • যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে এখনই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়
  • আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার: নিরাপত্তা উপদেষ্টা
  • কুয়াকাটায় জলকেলিতে মাতলেন রাখাইন তরুণ-তরুণীরা
  • বর্ষবরণ শোভাযাত্রা নতুন নামে স্বীকৃতি পেতে অনুমোদন লাগবে: ইউনেস্কো
  • সোনারগাঁ জাদুঘরে বর্ণাঢ্য আয়োজনে চলছে বৈশাখীমেলা 
  • ভাস্কর্য শিল্পীর বাড়িতে আগুন: ৮ জন গ্রেপ্তার
  • ডিসি হিলে নববর্ষের অনুষ্ঠান হলো না কেন
  • যশোরে রক্তকরবী উন্মুক্ত মঞ্চের সামনে মাছ–সবজিবাজার
  • জুলাই অভ্যুত্থান পরবর্তী উৎসব–ভাবনা কেমন হবে