এটাই ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে বাজে দল
Published: 14th, April 2025 GMT
এটা কোন ম্যানচেস্টার ইউনাইটেড?
ইউরোপের ফুটবল পরাশক্তির নাম নিলে ম্যানচেস্টার ইউনাইটেডের নাম আপনা–আপনিই চলে আসে। সমর্থকসংখ্যা বিবেচনায়ও পৃথিবীর বিপুলসংখ্যক ফুটবলপ্রেমীর পছন্দের ক্লাবও এটি। ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি ভক্তদের উজাড় করে দিয়েছেও অনেক। কিন্তু সেসব এখন যেন রূপকথার কোনো গল্প, অতীতের ফসিল।
এখনকার ম্যানচেস্টার ইউনাইটেড নিছক সাদামাটা কোনো দল নয়; বরং রাজ্য হারিয়ে হতশ্রী হয়ে পড়া একটি ক্লাব। অতীতের গৌরবময় অর্জনের বিপুল ভান্ডারও আড়াল করতে পারছে না তাদের মলিনতা। শুধু এটুকুই নয়, যত দ্রুতগতিতে ইউনাইটেড তলানির দিকে এগোচ্ছে, নিকট ভবিষ্যতে দলটি অবনমিতও হয়ে যেতে পারে। তেমন কিছু হলে অবশ্য খুব কম মানুষ অবাক হবে।
সর্বশেষ গতকাল রাতে প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে ৪–১ গোলে হেরেছে ইউনাইটেড। এসব হার অবশ্য নতুন কিছু নয়। চলতি মৌসুমে লিগে এখন পর্যন্ত ৩২ ম্যাচের ১৪টিতে ম্যাচ হেরেছে তারা, বিপরীতে জিতেছে মাত্র ১০ ম্যাচ।
আরও পড়ুনইউনাইটেডের ‘বাতিলরা’ মাঠ মাতাচ্ছেন অন্য ক্লাবের হয়ে২৪ ফেব্রুয়ারি ২০২৫হারের অতীত রেকর্ডও ভেঙে গেছে আরও আগে। ইপসউইচ, লেস্টার সিটি ও সাউদাম্পটন যাচ্ছেতাই ফুটবল না খেললে হয়তো অবনমন অঞ্চলেও চলে যেতে পারত ইউনাইটেড। ১৭ নম্বরে থাকা ওয়েস্ট হাম থেকে মাত্র ৩ পয়েন্ট বেশি নিয়ে বর্তমানে ১৪ নম্বরে আছে রুবেন আমোরিমের দল।
হতাশ আমোরিম.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জুমে জরুরি বোর্ড মিটিং ডেকেছে বেসামাল বিসিবি
নানা কাণ্ডে বেসামাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর্থিক অনিয়মের অভিযোগ থেকে শুরু করে ক্লাব-ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের রেশারেশিতে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। এবার এসব কিছু থেকে পরিত্রাণের উপায় খুঁজতে জরুরি বোর্ড মিটিং ডেকেছে সংস্থাটি।
আজ রোববার (২৭ এপ্রিল) বিকেল ৪টায় বোর্ড মিটিংটি অনুষ্ঠিত হবে। বেশিরভাগ সময়ে বিসিবি কার্যালয়ে বোর্ড মিটিং হলেও এবার এটি হবে জুমে।
রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। সূত্রটি জানায়, বিকেলে জুমে বোর্ড মিটিং ডাকা হয়েছে। ফিন্যান্সিয়াল রিপোর্টসহ সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা গুলো নিয়ে বিস্তর আলোচনা ও সিদ্ধান্ত হবে এই মিটিংয়ে।
আরো পড়ুন:
৩০ কোটির স্পনসরশিপ, ৫ শতাংশ মুনাফা-আর্থিক অনিয়মের অভিযোগে বিসিবির
হৃদয়ের শাস্তি হাস্যকর, মোহামেডানের চাপ ছিল কি না সেটা জরুরি না: তামিম
গত ২৪ মার্চ বোর্ড সভা হওয়ার কথা ছিল। কিন্তু তামিম ইকবাল হার্ট অ্যাটাক করায় সেটি বাতিল করতে হয়। মাঝে এক মাস গড়িয়ে গেলেও সেই বোর্ড মিটিং হয়নি। এবার পরিস্থিতি একটু খারাপের দিকে গেলে বোর্ড সভা ডাকে বিসিবি।
এর আগে চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্তের আদেশ বাস্তাবায়ানের জন্য জন্য দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে জুমে জরুরী বৈঠক ডেকেছিল বোর্ড। সেবার হাথুরুসিংহেকে বরখাস্তের পাশাপাশি সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়েও আলোচনা হয়েছিল।
ঢাকা/রিয়াদ/নাভিদ