গাজীপুর মহানগরীর তেলিপাড়া এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। পরে উত্তেজিত জনতা দুর্ঘটনা কবলিত বাসটিতে আগুন ধরিয়ে দেন।

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যার পর ঢাকা-ময়মনসিং মহাসড়কের তেলিপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় চ্যাম্পিয়ান পরিবহন ও যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক শিশু নিহত হয়। এই ঘটনায় নিহত শিশুর মাসহ দুইজন গুরুতর আহত হন। পরে উত্তেজিত জনতা দুর্ঘটনা কবলিত বাসটিতে আগুন ধরিয়ে দেন। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কিছুসময়  যান চলাচল বন্ধ থাকে।  

আরো পড়ুন:

‘মার্চ ফর গাজা’ সমাবেশে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত ১২

প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলো না তাসিনের

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ওসি কায়সার আহমেদ বলেন, “একটি যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়। দুইজন আহত হন। উত্তেজিত লোকজন পরে বাসটিতে আগুন ধরিয়ে দেন। রাস্তার পুলিশ ও ফায়ার সার্ভিস রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/রেজাউল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত আহত আগ ন দ র ঘটন

এছাড়াও পড়ুন:

আমার নয়, ইন্ডাস্ট্রির ভুল

২০১৪ সালে ‘সিটি লাইটস’ ছবির মাধ্যমে বলিউডে নাম লেখান পত্রলেখা। প্রথম ছবিতেই দারুণ প্রশংসিত হয় তাঁর অভিনয়। গত শুক্রবার মুক্তি পাওয়া ‘ফুলে’ ছবিতে প্রভাবশালী নারী ‘সাবিত্রীবাই ফুলে’ চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় তিনি। ভারতে লিঙ্গসমতা এবং নারীবাদী আন্দোলনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন সাবিত্রীবাই ফুলে। তবে আজও লিঙ্গবৈষম্য আছে বলে মনে করেন পত্রলেখা।

এ ছবির মুক্তি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অভিনেত্রী বলেন, ‘একটা মেয়ে হিসেবে আমিও এই সমস্যার মধ্য দিয়ে গিয়েছি। ছোটবেলা থেকেই আমি এই সবকিছু দেখেছি। অবশ্যই সেই অসমতা আজও আমাদের সমাজে আছে। আমার বিশ্বাস, একজন শক্তিশালী মা-ই পারেন পরিবর্তন আনতে। তিনিই পারেন তাঁর ছেলেকে শেখাতে যে নারী-পুরুষ সমান। নিজের বাড়ি থেকে এর শুরু হওয়া প্রয়োজন।

আমি যা আমার বাড়িতে দেখে এসেছি। আমার বাবা-মা শুরু থেকেই এ চিন্তাভাবনায় বিশ্বাসী ছিলেন যে আমাদের দুই বোনকে যা দেওয়া হবে, আমাদের ভাইকে তা-ই দেওয়া হবে। জামাকাপড়, পড়াশোনা থেকে খাবারদাবারের ক্ষেত্রেও বাবা-মা সমতা রেখেছেন। কিন্তু বাড়ির বাইরে আমি অসমতা দেখেছি। মেয়ে হওয়ার দরুন আমাকে অনেক ইভ টিজিং সহ্য করতে হয়েছে।’

পত্রলেখা। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সম্পর্কিত নিবন্ধ