ব্যালন ডি’অর পাওয়ার র্যাঙ্কিং: কর্তৃত্ব বার্সার হাতে
Published: 14th, April 2025 GMT
লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ায় মোহামেদ সালাহ ব্যালন ডি’অর পাওয়ার র্যাঙ্কিং থেকে পিছিয়ে গেছেন। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ব্যাকফুটে থাকায় একই দশা কিলিয়ান এমবাপ্পেরও।
লিগ, চ্যাম্পিয়ন্স লিগসহ একাধিক শিরোপা জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে বার্সেলোনা, পিএসজি, বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলান। এর মধ্যে গোল, গোলে সহায়তা ও ভালো খেলার হিসেবে কাতালান ক্লাবটির ফুটবলাররা এগিয়ে থাকায় ব্যালন ডি’অরের পাওয়ার র্যাঙ্কিংয়ের কর্তৃত্ব দলটির ফুটবলারদের হাতে।
সংবাদ মাধ্যম গোল সর্বশেষ ব্যালন ডি’অরের যে পাওয়ার র্যাঙ্কিং দিয়েছে তাতে সেরা চারের তিনজন বার্সার। তারা হলেন- রাফিনিয়া, লামিনে ইয়ামাল ও রর্বাট লেভানডভস্কি। তাদের সঙ্গে লড়াই জমিয়ে তুলেছেন পিএসজির সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড উসমান ডেম্বেলে।
গোলের ব্যালন ডি’অর পাওয়ার র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। তিনি ২০২৪-২৫ মৌসুমে ৩৩ গোল করেছেন, ২২ গোলে সহায়তা দিয়েছেন। এরই মধ্যে সুপারকোপা দে স্পেন জিতেছেন। সামনে কোপা দেল রে’র ফাইনাল খেলবেন। চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে এক পা দিয়ে রেখেছে বার্সা। লা লিগার পথেও এগিয়ে বার্সা।
দুইয়ে আছেন পিএসজির উসমান ডেম্বেলে। ফ্রান্স ফরোয়ার্ড মৌসুমে গোল করেছেন ৩৪টি। নয় গোলে সহায়তা দিয়েছেন। লিগ শিরোপা নিশ্চিত করে ফেলেছেন, ট্রফি দে চ্যাম্পিয়ন জিতেছেন। রাফিনিয়ার মতো লিগ, চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সুযোগ আছে বার্সার দুই তারকা ইয়ামাল ও লেভার। তবে গোলের হিসেবে তারা পিছিয়ে আছেন। ইয়ামাল যেমন ১৫ গোল করেছেন। তবে সহায়তা দিয়েছেন ২২ গোলে। বার্সা স্ট্রাইকার লেভা ৪০ গোল করেছেন। তবে সহায়তা দিয়েছেন ৫ গোলে।
র্যাঙ্কিংয়ে পাঁচে আছেন মো সালাহ। লিভারপুল আর এক জয় পেলে লিগ শিরোপা ঘরে তুলবে। দলের এই যাত্রায় সালাহ ৩৫ গোল করেছেন, ২৪ গোলে সহায়তা দিয়েছেন। ছয়ে আছেন বার্সার মিডফিল্ডের প্রাণভ্রোমরা পেদ্রি। কিলিয়ান এমবাপ্পে রিয়ালের শিরোপার মতো র্যাঙ্কিংয়েও পিছিয়ে গেছেন। ব্যালন ডি’অরের ভালো সম্ভাবনা আছে হ্যারি কেইনের। ইন্টার বাধা পেরিয়ে বায়ার্ন শেষ চারে যেতে পারলে র্যাঙ্কিংয়ে উপরে চলে আসবেন ইংলিশ স্ট্রাইকার কেইন। তিনি মৌসুমে ৩৯ গোল করেছেন, ১২ গোল করিয়েছেন। সেরা দশের পরের দুই জায়গা যথাক্রমে ইন্টারের লওতারো মার্টিনেজ ও রিয়ালের জুড বেলিংহামের দখলে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: উসম ন ড ম ব ল ক ল য় ন এমব প প গ ল কর ছ ন
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের নাগরিকদের এল সালভাদরের কুখ্যাত কারাগারে পাঠাতে চান ট্রাম্প
এবার যুক্তরাষ্ট্রের নাগরিকদের হুমকি দিয়ে বসলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি বলেছেন, সহিংস অপরাধে জড়িত মার্কিনদের মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের কুখ্যাত কারাগারে পাঠাতে পারলে তাঁর ‘ভালো’ লাগবে।
আগের দিন সোমবার এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলের সঙ্গে আলাপের সময়ই এই পরিকল্পনার কথা তুলেছিলেন ট্রাম্প। বুকেলে নিজেকে ‘বিশ্বের সবচেয়ে ঠান্ডা মাথার স্বৈরশাসক’ হিসেবে তকমা দিয়েছেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের নিজ দেশের কারাগারে স্থান দিয়েছেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি তাঁদের দেশে বেড়ে ওঠা অপরাধী হিসেবে ডাকব। তাঁরা (দেশেই) বেড়ে ওঠেন। আর উল্টাপাল্টা কিছু হলে মানুষের মাথায় বেসবলের ব্যাট দিয়ে আঘাত করেন এবং মানুষকে রেলপথের ওপর ফেলে দেন।’
মার্কিন নাগরিকদের বিদেশি কারাগারে পাঠানোর বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমরা এটি করতে চাচ্ছি। এটি করতে আমার ভালো লাগবে।’ আর সোমবার ট্রাম্প বলেছিলেন, হোয়াইট হাউসে নায়িব বুকেলের সঙ্গে আলাপের সময় মার্কিনদের এল সালভাদরে পাঠানোর সম্ভাব্যতা যাচাই করতে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে নির্দেশ দিয়েছেন তিনি।
গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পরপরই যুক্তরাষ্ট্রের কারাবন্দীদের এল সালভাদরে পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন নায়িব বুকেলে। এর বিনিময়ে ৬০ লাখ ডলার চেয়েছিলেন তিনি। তখন থেকে দেশটিতে আড়াই শর বেশি অবৈধ অভিবাসীকে পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন।