‘হার্ভার্ড এইচএসআইএল হ্যাকাথন ২০২৫’-এর বাংলাদেশ রাউন্ডের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত শনিবার (১২ এপ্রিল) বিকেলে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) নিজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। ইউআইইউর ইনস্টিটিউট অব রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন (আইরিক) এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের হেলথ সিস্টেমস ইনোভেশন ল্যাবের (এইচএসআইএল) যৌথ সহযোগিতায় এ আয়োজন চলে দুই দিন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো.

সাইদুর রহমান, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. আবু জাফর, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আমিরুল ইসলাম এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ডিইআইইডি প্রকল্প পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম মিয়া।

হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের হেলথ সিস্টেমস ইনোভেশন ল্যাব (এইচএসআইএল), হ্যাকাথনটি এ বছর তার ষষ্ঠ সংস্করণটি পরিচালনা করেছে যার মূল প্রতিপাদ্য ছিল, ‘উচ্চ মূল্যের স্বাস্থ্যব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’। ২০ দেশের ৩ হাজার জনের বেশি অংশগ্রহণকারী ছিলেন, যার মধ্যে অন্যতম কেন্দ্রগুলো হলো হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (যুক্তরাষ্ট্র), সিডনি বিশ্ববিদ্যালয় (অস্ট্রেলিয়া), কিংস কলেজ লন্ডন (যুক্তরাজ্য), কোচ বিশ্ববিদ্যালয় (তুরস্ক), সিংহুয়া বিশ্ববিদ্যালয় (চীন) এবং এনটিইউ (সিঙ্গাপুর) ও আরও অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন এবং কমার্শিয়ালাইজেশন (আইরিক) সফলভাবে এবারের বাংলাদেশ রাউন্ড ফাইনাল আয়োজন করেছে।

আরও পড়ুনআমেরিকা ও ইউরোপের বাইরে এশিয়ার সেরা ৫ বিশ্ববিদ্যালয় এগুলো৩১ মার্চ ২০২৫

বাংলাদেশ রাউন্ডের বিজয়ী হয়েছে ২টি দল। এগুলো হলো মানসিক স্বাস্থ্য সমস্যা শনাক্তকরণ ও সমাধানে ব্রেন-কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তি ব্যবহার করার স্মার্ট পদক্ষেপের জন্য টিম ‘নিউরিক্স’ এবং নারী রোগীদের মধ্যে এন্ডোমেট্রিওসিস-জনিত উদ্বেগ এবং জটিলতা এড়াতে বাস্তবসম্মত সমাধানের জন্য টিম ‘স্মার্ট-এন্ডো’। উভয় দল পুরস্কার হিসেবে নগদ অর্থ, সার্টিফিকেশন এবং হার্ভার্ড এইচএসআইএল ভেঞ্চার ইনকিউবেশন প্রোগ্রামে আরও ১৯টি দেশের বিজয়ীদের সঙ্গে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

বাংলাদেশ রাউন্ডের জুরি প্যানেলে ছিলেন রুই লিউ-স্বাস্থ্যবিশেষজ্ঞ (এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক), ফাহিমা চৌধুরী-পরিচালক (অ্যাডকম), আরিফ মাহমুদ গ্রুপ মেডিকেল ডিরেক্টর (এভারকেয়ার হাসপাতাল), শাহ আলী আকবর আশরাফী-পরিচালক (এমআইএস), মুহাম্মদ জহিরুল ইসলাম-স্বাস্থ্য উপদেষ্টা, উন্নয়ন সহযোগিতা বিভাগ, সুইডেন দূতাবাস এবং অধ্যাপক খন্দকার এ মামুন-পরিচালক (আইরিক), ইউআইইউ। বিজ্ঞপ্তি

আরও পড়ুনভারতের সেরা সেরা বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, মাসে ২৪৫০০ রুপি, আবেদন যেভাবে০৩ এপ্রিল ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ

এছাড়াও পড়ুন:

পাওয়ার গ্রিড বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদ সংখ্যা ৯৯

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৮ পদে মোট ৯৯ জনকে নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। 

দেশব্যাপী বিদ্যুতের জাতীয় গ্রিড পরিচালন, সংরক্ষণ ও উন্নয়নকাজে নিয়োজিত পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। পাওয়ার গ্রিড ৯৯ পদের বিপরীতে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে। 

যারা সম্প্রতি শিক্ষাগত যোগ্যতার পরীক্ষায় অংশগ্রহণ করেছেন কিন্তু সার্টিফিকেট পাননি/অ্যাপিয়ার্ড (ফলাফল প্রত্যাশী) এরূপ প্রার্থীদের সংশ্লিষ্ট পদে আবেদন করার প্রয়োজন নেই। 

বিদেশের ইনস্টিটিউট হতে ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশের ইউজিসি/সরকারের সংশ্লিষ্ট দপ্তর/সংস্থা হতে সমতুল্য ডিগ্রির প্রত্যয়নপত্র প্রয়োজন হবে।

পদের নাম ও বর্ণনা—

১. জুনিয়র সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ/অডিট)
পদসংখ্যা: ২
বেতন গ্রেড: ৮
বেতন স্কেল: ৩৫,০০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।

২. জুনিয়র হিসাব সহকারী
পদসংখ্যা: ২
বেতন গ্রেড: ১১,
বেতন স্কেল: ২৩,০০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য
অন্যান্য ভাতা/সুবিধাদি।

৩. জুনিয়র ব্যক্তিগত সচিব
পদসংখ্যা: ৬
বেতন গ্রেড: ১১
বেতন স্কেল: ২৩,০০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।

৪. জুনিয়র প্রশাসনিক সহকারী/জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভান্ডার সহকারী
পদসংখ্যা: ৪টি
বেতন গ্রেড: ১১
বেতন স্কেল: ২৩,০০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।

৫. জুনিয়র নিরাপত্তা পরিদর্শক
পদসংখ্যা: ৪টি
বেতন গ্রেড: ১১
বেতন স্কেল: ২৩,০০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।

৬. কেয়ারটেকার
পদসংখ্যা: ১টি
বেতন গ্রেড: ১৪
বেতন স্কেল: ১৫,৫০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।

৭. স্টেশন অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ৩০টি
বেতন গ্রেড: ১৫
বেতন স্কেল: ১৪,৫০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।

৮. নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ৫০টি
বেতন গ্রেড: ১৫
বেতন স্কেল: ১৪,৫০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।

আবেদনকারীদের প্রতি নির্দেশাবলি/শর্তাবলি:
* আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফরমে নির্ধারিত স্থানে ছবি (300 x 300 pixel) ও স্বাক্ষর (300 x 80 pixel) স্ক্যান করে তা সংযোজন করতে হবে। টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট অথবা পাওয়ার গ্রিডের সাইট এ উল্লিখিত নির্ধারিত লিংকের মাধ্যমে ২৭/০৪/২০২৫ হতে ২২/০৫/২০২৫ তারিখের (রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত) মধ্যে প্রকাশিত ‘আবেদনপত্র পূরণ করার নিয়মাবলি’ অনুসরণ করে আবেদন করা যাবে।

আবেদন ফি:
১ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ অফেরতযোগ্য ২২৩/- (দুই শত তেইশ) টাকা, ২ থেকে ৫ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ অফেরতযোগ্য ১৬৮/- (এক শত আটষট্টি) টাকা এবং ৬ থেকে ৮ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ অফেরতযোগ্য ৫৬/- (ছাপ্পান্ন) টাকা। আবেদনের ফি (অনগ্রসর নাগরিক): ১ থেকে ৮ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ অফেরতযোগ্য ৫৬/- (ছাপ্পান্ন) টাকা। আবেদনের ক্ষেত্রে উল্লিখিত ফি টেলিটক বাংলাদেশ লি. এর যেকোনো মোবাইল সংযোগ হতে এসএমএসের মাধ্যমে অথবা ওয়েবসাইটে বর্ণিত নির্দেশনা অনুযায়ী প্রেরণ করতে হবে।

আবেদনের বয়স:
২২/০৪/২০২৫ তারিখে যাদের বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে, তারা এই ৮ পদে আবেদন করতে পারবেন।

সম্পর্কিত নিবন্ধ

  • সিঙ্গারের প্রথম প্রান্তিকে বড় লোকসান
  • আন্দোলনের মুখে ইউআইইউ’র ভিসি, ডিনসহ সব বিভাগীয় চেয়ারম্যানের পদত্যাগ
  • প্রাইম ব্যাংকের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৫৯.৪৮ শতাংশ
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা, পানি ও পরিবেশে প্রফেশনাল মাস্টার্স, প্রয়োজন সিজিপিএ ২
  • গ্রামীণফোনের প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৫২.৬৭ শতাংশ
  • শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইউআইইউর উপাচার্যসহ ১২ শিক্ষকের পদত্যাগের সিদ্ধান্ত
  • ফাইনালের আগে রিয়ালের শঙ্কা সাম্প্রতিক ফর্ম
  • যশোর শিক্ষা বোর্ডে দশম শ্রেণির ছাড়পত্র, চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস চার্জ কমছে, ১ জুলাই থেকে কার্যকর
  • পাওয়ার গ্রিড বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদ সংখ্যা ৯৯