ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সড়ক বাজারে তিন নারীর মাথার চুল কেটে নেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় দোকানি সুমন দাস চুরির অভিযোগ তুলে এমন ঘটনা ঘটিয়েছেন। রোববার রাড়ে ৮টার দিকে এনসিসি ব্যাংকের নিচে চাঁদপুর এলুমিনিয়াম স্টোরের সামনে এ ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, চুরির অপবাদ দিয়ে সুমন দাস ও তার সহযোগী মো. রাব্বি নারীদের মাথার চুল কেটে নেন। শুধু তাই নয়, সঙ্গে থাকা একটি শিশুসহ তিন নারীকে প্লাস্টিকের পাইপ ও রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। এ সময় উপস্থিত স্থানীয়রা মারধর ও চুল কাটতে সুমন দাসকে বাধা দেন। তখন দোকানি সুমন উল্টো তাদের হুমকি দেন। এ বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে পরে ভাইরাল পড়ে।

জানা গেছে, মেসার্স এস.

এম ইলেকট্রিক কর্নারের মালিক সুমন দাস ও মা টেলিকমের মালিক মো. রাব্বি। 

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, এক নারীর চুল কাটছেন সুমন দাস। এ সময় অন্য দুই নারীকে আটকে রাখা হয়। এ ঘটনায় স্থানীয়রা পুলিশে অভিযোগ দায়ের করেন।

আখাউড়া থানার উপ-পরিদর্শক কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখনও মূল অভিযুক্ত সুমন দাসকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষুব্ধ স্থানীয়রা। সোমবার সকালে আখাউড়া থানার সামনে জড়ো হয়ে স্থানীয়রা অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। 

পুলিশ সূত্রে জানা গেছে, সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ ও চিহ্নিত অভিযুক্তদের তালিকা তৈরি করেছে পুলিশ। 

আখাউড়া থানার ওসি ছমিউদ্দিন বলেন, ‘অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। পুলিশি অভিযান চলমান রয়েছে। ভিডিও ফুটেজ ও সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

উৎস: Samakal

কীওয়ার্ড: ব র হ মণব ড় য় স মন দ স

এছাড়াও পড়ুন:

গাইবান্ধার সাবেক সংসদ সদস্য সারওয়ার দিনাজপুরে গ্রেপ্তার

দিনাজপুরে আত্মগোপনে থাকা গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জেলা শহরের ঈদগাহ আবাসিক এলাকায় বোনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মারুফাত হুসাইন বলেন, শাহ সারোয়ার কবিরের আত্মগোপনে থাকার তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তিনি ১ মার্চ থেকে দিনাজপুরে তার বোনের বাড়িতে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় দুটি মামলা আছে। তাকে গাইবান্ধা জেলা পুলিশের কাছে হস্তান্তর করাত প্রক্রিয়াধীন। 

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, গত ৪ আগস্ট গাইবান্ধা জেলা বিএনপি ও যুবদলের কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় করা মামলার পলাতক আসামি সাবেক এমপি শাহ সরোয়ার কবির। গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গাইবান্ধায় আনার পর সদর থানার মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

শাহ সারোয়ার কবির গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন। 

সম্পর্কিত নিবন্ধ